ஐகண்ருறை N& 8 অধিবাসী নহেন। কতকগুলি ভারত বর্ষে বাস করিয়াছেন বটে, কিন্তু তাহ হইলেও তঁহার এদেশে বিদেশী। ভারতবর্ষ ইংরেজের রাজ্য কিন্তু ইংরেজের বাসভূমি নহে । সেইরূপ রোমকবিজিত রাষ্ট্রনিচয় রোমকদিগের রাজ্যভূক্ত ছিল, কিন্তু । রোমকদিগের বাসভূমি নহে । গল, আফুিকা, গ্রীস, মিশর প্রভৃতি দেশ তত্ত দেশীয় প্রাচীন অধিবাসিগণেরই বাসস্থল রহিল ; অনেক রোমক তত্ত্বদেশে বাস করিলেন বটে, কিন্তু রোমকেরা তথাকার অধিবাসী হইলেন না । অতএব আমেরিকাকে ইংরেজভূমি, উত্তর ভারতকে আর্য্যভূমি বলা যাইতে পারে। আধুনিক ভারতকে ইংরেজ ভূম বলা যাইতে পারে না । মিশরাদিকে রোমক ভূমি বলা যাইতে পারে না। এক্ষণে জিজ্ঞাস্ত বঙ্গদেশকে আর্য্যভূমি বলা যাইতে পারে? মগধ, মথুরা, কাশী প্রভৃতি য়েরূপ আৰ্য্যগণের বাসস্থান, বঙ্গদেশ কি তাই ? ভারতীয় আর্য্যজাতি চতুর্বর্ণ। যেখানে আর্য্যগণ অধিবাসী হইয়াছেন, সেই খানেই চতুৰ্ব্বর্ণের সহিত র্তাহারা বিদ্য মান । কিন্তু বাঙ্গালীয় ক্ষত্রিয় নাই, বৈশু নাই । ক্ষত্রিয় দুইচারি ঘর, যাহা স্থানে২ দেখা যায়, তাহারা ঐতিহাসিক কালে, অধিকাংশই মুসলমানদিগের সময়ে আসিয়াছেন । দুই একটী রাজবংশ অতি বঙ্গে ব্রাহ্মণাধিকার । (नज न•fम, ज्ञ*. » ९० २ | প্রাচীনকালে আসিয়া থাকিতে পারেন, কিন্তু রাজাদিগের কথা আমরা বলিতেছি ন!, সামাজিক লোকদিগের কথা বলিতেছি । বৈশ্ব সম্বন্ধেও ঐরূপ। মুর্শিদাবাদে যখন মুসলমান রাজধানী, তখন জনকয় বৈহু আসিয়া তাহার নিকটে বাণিজ্যাথে বাস করিয়াছিলেন । র্তাহাদিগের বংশ আছে । এইরূপ অন্যত্রও অল্পসংখ্যক বৈশ্যগণ আছে—তাহারা আধুনিক কালে আসিয়াছেন। সুবর্ণবণিক্ দিগকে বৈপ্ত বলিলে ৪—বৈশ্বের সংখ্যায় অল্প। বাণিজ্য স্থানেই কতকগুলি সুবর্ণবণিক আসিয়া বাস করিয়াছিলেন, ইহা ভিন্ন অন্য সিদ্ধান্ত করিবার কারণ নাই । যখন আদিশূর পঞ্চ ব্রাহ্মণকে কাণ্যকুজ হইতে আনয়ন করেন, তখন বঙ্গদেশে সাড়ে সাত শত ঘর মাত্র ব্রাহ্মণছিলেন । অদ্যাপি সেই আদিম ব্রাহ্মণ- , দিগের সন্ততিগণকে সপ্তশতী বলে । আদিশূর পঞ্চব্রাহ্মণকে ৯৯৯ সম্বতে আনয়ন করেন। সে খঃ ৯৪২ শাল । অতএব দেখা যাইতেছে যে দশম শতাব্দীতে গৌড় রাজ্যে সাড়ে সাত শত ঘরের অধিক ব্রাহ্মণ ছিল না । এ সংখ্যা অতি অল্প ; এক্ষণে অতি সামান্য পল্লীগ্রামে ইহার । অধিক ব্রাহ্মণ বাস করেন । এক্ষণে যে ইংরেজের বঙ্গদেশে বাস করেন, র্তাহারা এই দশম শতাব্দীর ব্রাহ্মণ অপেক্ষা অনেক বেশী । ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈখ্য, এই তিনটি sägstumasks#
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।