Wo)&W2 বঙ্গে ব্রাহ্মণাধিকার । (नअ***ग, অ ১২৮ ২ | একাদশ শতাব্দীর মধ্যভাগে অর্থাৎ ১০৫৬ অবে পুত্রেষ্টি যাগ করেন। প্রমাণ, এক্ষণে সম্বৎ–১৯৩২ હૈ —খৃষ্টীয় শক—১৮৭৫ সম্বতের সহিত খৃঃ অন্তর——৫৭ এখন দেখা যাইতেছে যে ৯৯৯সংবৎ অর্থাৎ যে বর্ষে পুত্রেষ্টি যাগ হয় সে বৎসর খৃ ১০৫৬ ”—১৬১ পৃষ্ঠা - বিদ্যানিধি মহাশয়ের ভূল এই যে ংবতে ৫৭বৎসর যোগ করিয়া খৃষ্টাব্দ বাহির করিতে হয় না ; কেননা থঃঅব্দ হইতে সংবৎ পূৰ্ব্বগামী, সংবৎ হইতে ৫৭ বৎসর বাদ দিয়া খৃঃঅব্দ পাইতে হইবে। যোগ করিলে, এখন ১৯৩২ + ৫৭ = ১৯৮৯ খৃষ্টাব্দ হয়। বাদ দিলেই ১৯৩২—৫৭= ১৮৭৫ খৃ:অন্ধ পাওয়া । যায় । =৯৪২ খৃষ্টাব্দ। এইভুল বিদ্যানিধি মহাশয় স্থানান্তরে সংশোধিতও করিয়াছেন, কিন্তু তন্নিবন্ধন তাহাকে অনেক অনর্থক পরিশ্রম করিতে হইয়াছে । ক্ষিতীশবংশাবলী চরিতে “ সামান্য কারে অব্দ শব্দ লিখিত আছে। সুতরাং ঐঅদ পদের শক্তি শক ও সংবৎ উভয়েতেই যাইতে পারে।” বিদ্যানিধি মহাশয় বলেন, উহা সংবৎ ধরিতে হইবে, কিন্তু তিনি এইরূপ অভিপ্রায় করার যে কারণ নির্দেশ করিয়াছেন, তাহা তত পরিষ্কার রূপে ব্যক্ত না হইলেও, কথাটি ন্যায্য বোধ হয়। এস্থলে, আমাদিগকে অভ্রান্ত পুরাণতত্ত্ববিৎ বাবু রাজেন্দ্রলাল সেইরূপ ৯৯৯সংবতে ৯৯৯—৫৭ - মিত্রের আশ্রয় গ্রহণ করিলে বিচার নির্দোষ হইতে পারে। বাবু রাজেন্দ্রলাল মিত্র বলেন, সময় প্রকাশ গ্রন্থে লিখিত আছে যে বল্লাল সেন, দানসাগর নামক গ্রন্থের ১০১৯শকে রচনা সমাপ্ত করেন। ১০১৯শকাব্দ ১৭৯৭ খৃঃঅব্দ। তাদৃশ বৃহদগ্রন্থ প্রণয়নে অনেক দিন লাগিয়া থাকিবে । অতএব বল্লাল সেন তাহার পূর্বে অনেক বৎসর হইতে জীবিত ছিলেন, এমত বিবেচনা করা যায়। আইন আকবরীতে যাহা লেখা আছে, তাহাতে জানাযায় বল্লাল সেন ১৮৬৬ খৃঃঅব্দে রাজসিংহাসন প্রাপ্ত হয়েন । আইন আকবরীর কথা,ও রাজে ভ্রলাল বাবুর কথায় ঐক্য দেখা যাই তেছে । আদিশূরের সময়, রাজেন্দ্রলাল বাবু নিজবংশের পর্য্যায় হিসাব করিয়া নিরূপণ করিয়াছেন । র্তাহার গণনায় ৯৬৪ হইতে ১০০০খৃষ্টাব্দ আদিশূরের সময় নিরূপিত হইয়াছে। শাবলীর ৯৯৯সঙ্গে ঠিক্ মিলিতেছে না। অন্ততঃ ২২ বৎসরের প্রভেদ হইতেছে ; কেননা ৯৯৯সংবতে ৯৪২ খৃষ্টাব্দ। এগ্র- ; ভেদ অতি তাল্প । এদিকে শকাব্দ ধরিলে : ৯৯৯ শকাব্দে ১০৭৭ খৃষ্টাব্দ পাই। তখন, বল্লাল সিংহাসনারূঢ় ইহা উপরে দেখা গিয়াছে। সুতরাং শক নহে সংবৎ। । অতএব আদিশূরের পুভেষ্টি যাগার্থ পঞ্চব্রাহ্মণের আগমন হইতে, বল্লালের গ্রন্থ সমাপন পৰ্য্যন্ত ১৫৫বৎসর পাওয়া خطحعتحعت نفتد এগণনা ক্ষিতীশবং
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।