বুঝিলাম যে, অন্ধ অন্ধের জ্ঞানমত (વન-નમ, છાઃ, રનર ) সকল বলিতেছে । আমি । তুমি দ্বিতীয় বেস্থাম বোধ হয়। সত্য সত্যই কি তুমি এ কথা বিশ্বাস করিয়াছ ? ল। সত্য সত্যই বিশ্বাস করিয়াছি। আমি । শচীন্দ্র ? ল । তার আরও বিশ্বাস । আমি । ভালই হইয়াছে। এক্ষণে রজনী আমার গৃহে যাইতে অসম্মত । তাহার বিবাহ সুকঠিন । আমি কি তোমাদিগকে নিঃস্ব করিয়া, রজনীকেও তোমাদিগের গলায় ফেলিলাম না কি ? ল। তুমি বিশেষ দয়ালু ব্যক্তি দেখিতে পাই । বিশেষ আমাদিগের ধন সম্পত্তির উপর তোমার বড় মায়া । কিন্তু রজনীর জন্য তোমাকে ভাবিতে হইবে না,সে অামাদিগের গলায় পড়িবে না । আমি । তবে তাহার কি উপায় করিবে ? জিজ্ঞাসার রাগ করিও না । আমার একটু প্রয়োজন আছে। ল। আমরা তাহার বিবাহ দিব । আমি। সে বড় কঠিন । তোমাদের কথায় তাহাকে কুমারী মনে করিয়া বিবাহ করিবে, এমন লোক কি আছে? ল। আছে । আমি । থাকিতে পারে। এমন অনেক লোক অাছে যে তাহাদের অন্য প্রকারে বিবাহের সম্ভাবনা নাই। কিন্তু கைகதைகம் রজনী । ○○○ সে প্রকারের লোককে কি রজনী বিবাহ করিবে ? ল। যে পাত্র স্থির হইয়াছে,তাহাকে বিবাহ করিতে রজনী রাজি হইয়াছে । আমি। বটে ? কে সে ? ল। আমার পুত্র শচীন্দ্র । আমি । কানাকে ! ল। কানাকে । যাহাতে অমরনাথ বাবু অনিচ্ছুক ছিলেন না, তাহাতে অন্যেও ইচ্ছুক হইতে পারে। আমি বিস্মিত হইলাম না, কেন না শচীন্দ্র যে রজনীতে অনুরক্ত তাহ পূৰ্ব্বেই বুঝিয়াছিলাম। আমি নীরব হইয়া রহিলাম। তখন অবসর পাইয়। লবঙ্গলতা জিজ্ঞাসা করিল, “তুমি আমার সঙ্গে আর একবার ক্ষাতের ইচ্ছা করিয়াছিলে কেন ? তুমি নাকি কলিকাতা হইতে উঠিয়া যাই- . তেছ?” অ ! যাইব । ল। কেন ? অ । তোমার স্বামীর পাহারাওয়ালার ভয়ে । রাজধানী অন্ধকার করিয়া চলি লাম কি ? - ল। প্রায় । বোধ হয় এখন পুলিষ আপিস উঠিয়া যাইবে । অ। বোধ হয়। আর কেহ সুখী হউক না হউক, তুমি হুইবে । লবঙ্গ চুপ করিয়া রহিল। আমি তখন, ‘ব্যঙ্গ ত্যাগ করিয়া, লব | ক্ষকে বলিলাম, “আমি একটি কথা জি s |
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।