৩৮২ রাজন। হইয়াও রাজকায়দায় চলেন, যেমন অনেকে কালা বাঙ্গালি হইয়া ও সাহেব সাজিবার সাধে কোট পেণ্টেলুন অর্ণটেন, আমরাও তেমনি ক্ষুদ্র মাসিক পত্রিকা হইয়াও, দোর্দণ্ড প্রচণ্ড প্রতাপ শালী সম্বাদ পত্রের অধিকার গ্রহণ করিব ইচ্ছা করিয়াছ। । কিন্তু মনুষ্যজাতির এমনই দূরদৃষ্ট, যে যে যখন যে সাধ করে, তাহার সেই সাধে তখন বিঘ্ন ঘটে । গিয়াছে পৌষ মাসে, আমরা লিখিতেছি অগ্রহায়ণ মাসের বঙ্গদর্শন ! সৰ্ব্বনাশ, এ যে রাম না হইতে রামায়ণ! সৌভাগ্যের বিষয় এই যে বঙ্গদর্শন রচনাসম্বন্ধে কোন নিয়মই মানে না—অত্যন্ত স্বেচ্ছাচারী। অতএব আমরা, মনের সাধ মনে না মিটাইয়া, সে সাধে বিষাদ ইত্যাদি অনুপ্রাসের লোভ সম্বরণ করিয়া, অগ্রহায়ণ মাসেই ১৮৭৫ শালের সমা. লোচন করিব । অতএব হে গতবর্ষ ! সাবধান হও, তোমাকে সমালোচন করিব। গতবৎসরে রাজকাৰ্য্য কিরূপে নিৰ্ব্বাহ প্রাপ্ত হইয়াছে, তদ্বিষয়ে অনেক অনুসন্ধান করিয়া জানিয়াছি,যে এই বৎসরে তিনশত পয়ষট্টি দিবস ছিল, একদিনও কম হয় নাই। প্রতি দিবসে ২৪টি করিয়া ঘণ্টা, এবং প্রতি ঘণ্টায় ৬০টি করিয়া মিনিট ছিল । কোনটির আমরা একটিও কম পাই নাই । রাজপুরুষগণু ইহাতে কোন প্রকার হস্তক্ষেপণ করেন নুতন বৎসর বর্ষ সমালোচল । শঙ্গ দশম অঃ ১১৮২ () ৷ নাই। ইহাতে তাহাদিগের বিজ্ঞতার পরিচয় পাওয়া যায় বটে। অনেকে বলেন যে এ বৎসরে গোটাকত দিন কমাইয়া দিলে ভাল হইত ; আমরা এ কথার অনুমোদন করি না ; দিন কমাইলে কেবল চাকুরিয়াদিগের বেতন লাভ, এবং সম্বাদপত্রলেখ কদিগের শ্রম লাঘব ; সাধারণের কোন লাভ নাই; ; (আমরা মাসিক, ১২ মাসে বারখানি কেহ ছাড়িবে না ।) তবে, গ্রীষ্মকালটি একেবারে উঠাইয়া দিলে, ভাল হয় । বটে। আমরা কর্তৃপক্ষগণকে অনুরোধ · করিতেছি, বার মাসই শীতকাল থাকে এমন একটি আইন প্রচারের চেষ্টা দেখুন। আমরা শুনিয়া দুঃখিত হইলাম, এবৎসর সকলেরই এক এক বৎসর পরমায়ু চুরি গিয়াছে। কথাটায় আমরা সম্পূর্ণ বিশ্বাস করি না । আমরা প্রত্যক্ষ দেখি তেছি, আমাদের ৭১ বৎসর বয়স ছিল, , এ বৎসর ৭২ হইয়াছে। যদি পরমায়ু । চুরি গেল, তবে একবৎসর বাড়িল কি ; প্রকারে ? নিন্দক সম্প্রদায়ই এমত অয থার্থ প্রবাদ রটাইয়াছে। এবৎসর যে সুবৎসর ছিল, তাহার বিশেষ প্রমাণ এই, যে এ বৎসর অনেকেরই সস্তান জন্মিয়াছে । টিষ্টিমেষ্টেল ডিপাটমেন্টের সুদক্ষ কৰ্ম্মচারিগণ বিশেষ তদন্তে জানিয়াছেন, যে কাহারও ২ পুত্র হইয়াছে, কাহারও কন্যা হইয়াছে, এবং কাহার গর্ভস্রাব হইয়া গিয়াছে । দুঃখের
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।