`__का- - - - - ----- )! fn, *3 >ンbアベه و » چ বর্ষ সমালোচন । ○ケ○ বিষয় এই যে এবৎসর কতক গুলি মনুষ্য, অধিক নহে,রোগাদিতে মরিয়াছে। শুনিয়াছি যে এদেশীয় কোন মহাসভা পার্লিমেণ্টে আবেদন করিবেন, যে এই পুণ্যভূম ভারতরাজো, মনুষ্য না মরিতে পায়। র্তাহার এই রূপ প্রস্তাব করেন, যে যদি কাহারও নিতান্ত মরা আবশ্যক হয়, তবে সে পুলিষে জানাইয়া অনুমতি লইয়া মরিবে । এ বৎসরে ফাইন্যান্সিয়ল ডিপার্টমেণ্টের কাণ্ড অতি বিচিত্র—আমরা শ্রত হইয়াছি যে গবর্ণমেণ্টের আয়ও হইয়াছে, ব্যয়ও হইয়াছে । ইহা বিস্ময়কর হউক বা না হউক, বিস্ময়কর ব্যাপার এই যে ইহাতে গবৰ্ণমেণ্টের টাকা, হয় কিছু উদ্বর্ত হইরাছে, নয় কিছু অকুলান হইয়াছে, নয় ঠিক২ মিলিয়া গিয়াছে। আগামী বৎসর (৭৬ শালে) টেক্স বসিবে কি না, তাহা এক্ষণে বলা যায় না, কিন্তু ভরসা করি ৭৭ শালের এপ্রিল মাসে আমরা একথা নিশ্চিত বলিতে পারিব। এ বার বিচারালয় সকলের কার্যের আমরা বিশেষ সুখ্যাতি করিতে পারিলাম না। সত্য বটে যে,যে নালিশ করিয়াছে, তাহার বিচার হইয়াছে, বা হইবে এমন উদ্যোগ আছে, কিন্তু যাহারা নালিশ করে নাই, তাহদের পক্ষে কোন বিচার হয় নাই। আমরা ইহা বুঝিতে পারি না ; যে থানে সাধারণ বিচারালয়, সেখানে, নালিশ করুক বা না করুক, বিচার চাই। - কেহ রৌদ্র চাহুক, বা ন চাহুক স্বৰ্য্যদেব সৰ্ব্বত্র রৌদ্র করিয়া থাকেন, কেহ বৃষ্টি চাহুক বা না চাহুক, ' মেঘ ক্ষেত্রে ২ বৃষ্টি করিয়া থাকেন, এবং ! কেহ বিচার চাহুক বা না চাহুক, বিচারকের উচিত গুহে২ ঢুকিয়া বিচার করিয়া আসেন । যদি কেহ বলেন, যে বিচারকগণ এরূপ বিচারার্থ গৃহে২ প্রবেশ করিতে গেলে গৃহস্থগণের সম্মার্জনী সকল অকস্মাৎ বিঘ্ন ঘটাইতে পারে, তাহাতে আমাদের বক্তব্য, যে গবর্ণমেণ্টেব কৰ্ম্মচারিগণ সম্মার্জনীকে তাদৃশ ভয় করেন না-—সম্মার্জনীর সঙ্গে নিম্নশ্রেণীর হাকিম দিগের বিলক্ষণ পরিচয় আছে, - এবং প্রায় প্রত্যহ ইহার সঙ্গে তাহদের আলাপ হইয়া থাকে। যেমন ময়ুর সর্প । প্রিয় ইহারাও তেমনি সৰ্ম্মার্জনীপ্রিয়— ! দেখিলেই প্রায় ভক্ষণ করিয়া থাকেন। আমরা এমনও শুনিয়াছি যে গবর্ণমেণ্টের কোন অধস্তন কৰ্ম্মচারী প্রস্তাব করিয়াছেন, যে যেমন উচ্চশ্রেণীর কৰ্ম্মচারিগণের পুরস্কারের জন্য “অর্ডর অব দি ষ্টার অব ইণ্ডিয়া’’ সংস্থাপিত করা হইয়াছে, ; সেইরূপ নিম্ন শ্রেণীর কৰ্ম্মচারিগণের জন্য “ অর্ডর অব দি ব্রুমষ্টিকৃ’ সংস্থাপিত করা হউক। এবং বিশেষ২ গুণবান ডিপুটি । এবং সবজজপ্রভৃতিকে বাছিয়াং লাকলা- . ইনের দড়িতে এই মহারত্বটিকে বাধিয়া ; র্তাহাদিগের গলদেশে লম্বমান করিয়া । দেওয়া হউক। র্তাহাদের চাপকান চেন চাদর বিভূষিত সদা কম্পবান বক্ষে ইহা অপূৰ্ব্ব শোভা ধারণ করবে। রাজপ্রসাদ حصدير
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।