পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰামৰ্শন, পেী: ১৯৮২ ) জ্যোতির্ষিক সংক্ষিপ্ত ইতিবৃত্ত । ૭-૧ হিন্দুরা ৪৩২,• • • বৎসরে একযুগ এবং দশযুগে অথবা ৪,৩২৩,••• বৎসরে এক মহাযুগ, এবং এক সহস্র মহাযুগে এক কল্প অথবা ব্ৰহ্মার একদিবস গণনা করিতেন । এই সুদীর্ঘ কালের সহিত জ্যোতিষিক কালচক্রের সম্বন্ধ নিরূপণার্থ পণ্ডিতেরা নানাবিধ যত্ন করিয়াছেন বটে, কিন্তু কেহই কৃতকাৰ্য্য হইতে পারেন নাই ।“ । হিন্দু জ্যোতির্ষিক গ্রন্থে বরাহ মিহির এবং ব্রহ্মগুপ্তের নাম পুনঃ পুন: উল্লিখিত হইয়াছে। উজ্জয়িনী নগরীর জ্যোতিৰ্ব্বিদগণ নির্দেশ করিয়াছেন যে ব্ৰহ্মগুপ্ত ৬২৮খুঃ অকে, এবং কোলব্রুক সাহেব অনুমান করিয়াছেন যে তিনি খৃঃ যষ্ঠ শতাব শেষে বর্তমান ছিলেন। ব্রহ্মগুপ্ত “ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত” অথবা “ ব্ৰহ্ম-সিদ্ধান্ত” নামক গ্রন্থ রচনা করিয়া ছিলেন। কোলক্ৰক বলিয়াছেন যে এই গ্রন্থে গ্ৰহগণের সমগতি ও তাহাদিগের প্রকৃত স্থান সন্নিবেশ নিরূপণ বিষয়ক গণনা, সাময়িক সম্পাদ্য, ভূপৃষ্ঠে স্থান নিরূপণের উপায়, সৌর এবং চান্দ্র গ্রহণ

  • এ বিষয়ে একটি কথ। অাম দিগের মনে হয় । বিষুবদ্বয় প্রতিবৎসর ৫৪ পুরোগমন করে তাহা হইলে ৩৬০° [সম্পূর্ণ মণ্ডল] ২৪০০০ বৎসরে পুরোগমন করিতে পারে। ইহারই অষ্টাদশ গুণ ৪৩২০ • • । কিন্তু আমরা স্বীকার করি ইহাকে বলে, “ গোজ মিলন৷ ” প্রাচীন আর্য্যঠাকুরের এইরূপ গোজ মিলন দিয়াছিলেম কি না কে জানে ?—বং সং

AA MSMS গণনা, গ্ৰহগণের উদয়াস্ত কাল নির্ণয়, শঙ্কুদ্বারা উন্নতি পৰ্য্যবেক্ষণ, গ্ৰহগণের পর স্পর এবং নক্ষত্রগণের সহিত সংযোগ, চান্দ্র এবং সৌর গ্রহণের কারণ, এবং গোল প্রভৃতি নিৰ্ম্মাণের উপায়, বর্ণিত আছে । এই সকল স্বীকৃত বিষয় হইতে কোল্‌ ৷ ব্রুকৃ এবং উজ্জয়িনীর জ্যোতিৰ্ব্বিদগণ । অনুমান করিয়াছেন যে—বরাহমিহির । খৃষ্টীয় পঞ্চম শতাবের শেষে আপন গ্রন্থ রচনা করিয়াছিলেন । বরাহমিহির ফ- . লিত-জ্যোতিষ বিষয়ক একখানি গ্রন্থ : সঙ্কলন এবং ‘ বৃহৎ-সংহিতা’’ প্রণয়ন করেন। উজ্জয়িনীর জ্যোতিৰ্ব্বিদগণ খৃঃ ২-০ অন্ধে অপর এক বরাহমিহিরের উল্লেখ করিয়াছেন । সাধারণে জনশ্রুতি আছে যে বরাহমিহির রাজা বিক্রমাদি- ! ত্যের সভার একটা রত্ব ছিলেন । তাহা । হইলে তিনি যে খৃঃ পুঃ ৫৬ অস্তে জীবিত : ছিলেন তাহার কোন সন্দেহ নাই । { আর্য্যভট্ট, (আরবেরা যাহাকে অপৰ্য্যবাহার বলে.]খুষ্টীয় পঞ্চম শতকের পূৰ্ব্বে জীবিত ছিলেন। আর্য্যভট্ট জ্যোতিষ ; এবং বীজগণিত বিষয়ক যাহা যাহা লিখি- ; য়াছিলেন, তাহা এক্ষণে প্রাপ্ত হওয়া সু- ; কঠিন । পুলিষ এবং পরাসর প্রভৃতি জ্যোতির্বিদগণ আর্যভট্টের সময়ে অথবা তৎপূৰ্ব্বে জীবিত ছিলেন । ইহাদিগের বিক্রমাদিত্যও অনেকগুলি ছিলেন । । বং সং ।