৩৯২ জ্যোতির্ষিক সংক্ষিপ্ত ইতিবৃত্ত । --- ----يجss (বঙ্গদশগ, পেীঃ,১২৮২ । બફે গগনবিহারীদিগের গতির নিয়মও নিরূপণ করিয়াছিল । আপলেনিয়সের বিবরণ যদি সত্য হয়, তাহা হইলে ক্যাল্উীয় জাতি যে সিদ্ধাস্ত জ্যোতিষের সমধিক অনুশীলন করিয়াছিল তদ্বিষয়ে অণু মাত্র সন্দেহ থাকিবীর নহে । জেমিনস্ লিখিয়াছেন, কাল্ডীয় জাতি যে জ্যোতির্বিদ্যার সম্যগালোচনা করিয়াছিল তাহার উৎকৃষ্ট প্রমাণ এই গে তাহাদিগের গণনানুসারে চন্দ্র ৬৫৮৫ : দিবসে স্থৰ্য্য সম্বন্ধে ২২৩ বার, আপন কক্ষের নিকট বিন্দু ও দূরবিন্দু সম্বন্ধে ২৩৯ বার, এবং আপন পাতবিন্দু সম্বন্ধে ২৪১ বার ত্যাবর্তন করে । তিনি আরও বলিয়াছেন, যে কামৃতীয় জাতি অতিশয় যত্ন সহকারে গ্ৰহগণ, বিশেষতঃ শনৈশ্চর গ্রহ, পৰ্য্যবেক্ষণ করিয়ছিল । মিসরীয় । পূৰ্ব্বকালে মিসরদেশ বাসীরা জ্যোতিষ শাস্ত্রের অনুশীলন দ্বারা সমধিক প্রতিপত্তি লাভ করিয়াছিলেন। উওডোরস্ সিকুলস্ বলিয়াছেন যে মিসরীয়ের গ্রহণ গণনা করিতে পারিত ; এবং ভীওজেনিস লেয়ারূর্সিউস মিসর দেশে পৰ্য্যবেক্ষিত ৩৭৩ সৌর এবং ৮৩২ চন্দ্র গ্রহণের উল্লেখ করিয়াছেন । কথিত আছে যে কোনন (খৃঃ পূঃ চতুর্থ শতাব্দ) মিসরীয় সমস্ত সূৰ্য্যগ্রহণের বিবরণ সংগ্ৰহ করিয়াছিলেন ; এবং আরিসটটল, লিখিয়াছেন যে কালজীয় এবং মিসরীয় জ্যোতিৰ্ব্বিদ সপ্তাহান্তর্গত দিবস সংখ্যার নাম নির্দেশ করে । হিন্দু পুরাণেও এ প্রসঙ্গের উল্লেখ গণ নভোমণ্ডল পর্য্যবেক্ষণ দ্বার। ન’ সকল জ্যোতির্ষিক গণনা করিয়াছিলেন তাহাতে ভ্রম মাত্র নাই । মিসরীয়ের ৩৬৫ দিবসে বৎসর গণনা করিত বটে, কিন্তু ৩৬৫ দিবসে বৎ- ' সর গণনা যে অপেক্ষাকৃত সঙ্গত, তাহাও অতি প্রাচীন কাল হইতেই অবগত ছিল। ' ডাও ক্যাসিয়স বলিয়াছেন যে মিসরীরের সপ্তাহ গণনা করিবার প্রথা প্রচলিত করে ; এবং গ্ৰহগণের নামানুসারে । আছে, সুতরাং এই মত অত্যন্ত প্রাচীন বলিতে হইবেক । মিসর জাতি পৃথিবীকে বিশ্বের কেন্দ্র জ্ঞান করিত। তাহাদিগের ধারণা ছিল যে শুক্র এবং বুধ গ্রহ স্বৰ্য্য পরিভ্রমণ করে, এবং সুর্য্য উক্ত পরিভ্রমণকারী গ্রহদ্বয়ের সহিত পৃথিবী পরিভ্রমণ করে। সুতরাং শুক্র এবং বুধ কখন বা স্বৰ্য্যাপেক্ষা পৃথিবীর নিকটবর্তী, কখন বা তদপেক্ষ দূর- ; বর্তী, হয়। ম্যাক্রোবিয়স এই মত বিশুদ্ধ মিসরীয় বলিয়া উল্লেখ করিয়াছেন । কথিত আছে যে ২৫০ খৃঃ পুঃ মিসরায়ের রাশিচক্র এবং স্বাদশ রাশির নাম ও অবস্থান নির্দেশ করিয়াছিল । লাপলাস প্রভৃতি কতিপয় জগদ্বিখ্যাত পণ্ডিতেরা এই মতের পোষকতা করিয়াছেন। ক্রমশঃ - ঐনীঃ সাং ভবানীপুর }
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।