{4अनwर्भग, ८*ी:, ४ ३४९ 1) শৈশবসহচরী। । ৪২৯ { किन ছেলেধরা স্ত্রীলোক আসিয়াছে। তাহারা জুই চারি মাসের শিশুদিগের চুরি করিয়া লালন পালন করিয়া চার পাঁচ বৎসর বয়ঃক্রম হইলে ব্যবসাদারদিগের নিকট বিক্রয় করে এবং তাহারা অন্য দেশে বালকদিগের গোলাম বলিয়া বিক্রয় করে—এই সংবাদে প্রস্তুতিদিগের মনে কি প্রকার ভয় হইয়াছিল তাহা বলা বাহুল্য। আমার ভগিনী সোণ মণি উন্মত্তের স্থায় হইলেন, পীড়া অারও বৃদ্ধি হইল, তাহার শিশুকে কাহারও নিকট বিশ্বাস করিয়া দিতেন না, কেবল মধ্যে২ আমিই সে বিশ্বাসভাজন হইতাম। এক দিবস সন্ধ্যার সময় সোণ মণি আমার নিকট র্তাহার সস্তানকে দিয়া গঙ্গায় গা ধুইতে গিয়াছিলেন। আমার পিতার বাটীর পশ্চাতেই একটা ক্ষুদ্র প্রান্তর ছিল, আমি বিষম গ্রীষ্ম যন্ত্রণায় প্রাপ্তরের দিকে একটি দ্বার খুলিয়া শিশুকে লইয়া শয়নেছিলাম। ক্রমে নিদ্রাভিভূত হইলাম কিন্তু তৎক্ষণাৎ ভয়েতে চমকিয়৷ নিদ্র। ভঙ্গ হইল। ব্যস্ত হইয়া শিশুকে কোলে টানিতে গিয়া দেখিলাম, শিশু নাই--চাৎ কার করিয়া আছাড়িয়া পড়িলাম, তখন বেস অন্ধকার হইয়াছে—আমার চাৎ কারে ভগিনীপতি দোঁড়িয়া আসিলেন। আমি তাহাকে সবিশেষ বলিলাম। তিনি চতুর্দিকে ভৃত্যবর্গকে পাঠাইয়া আমার নিকট আসিয়া आभाब দুই হস্ত ধরিয়া বলিলেন দেখ আমি অনেক লোকজন - পাঠাইয়াছি এক্ষণেই তাছার শিশু ফি রাইয়া আনিবে; কিন্তু हैडि মধ্যে তোমার 龜 o পুত্র যমজের দ্যায়, কোন প্রভেদ নাই। : শিশু আনিয়া পূৰ্ব্ববং সেইস্থানে শয়ন করাইয়া আমি কাদিতে লাগিলাম। ভগিনী যদি বাটা আসিয়া তাহার সন্তা । নকে দেখিতে না পান তবে তৎক্ষণাৎ | তাহার প্রাণত্যাগ হইবে । অতএব l র্তাহাকে বাচাইবার জন্য আপাততঃ . তোমার পুত্রকে তাহার বলিয় তাহাকে | দেওয়া আবশ্যক। তোমার পুত্র ও আমার | गिा१ाम१ि मश्वं निट्दन-ठानि । পর আমার শিশুপুত্র প্রাপ্ত হইলে সকল বজায় থাকিবেক—”আমি এই পরামর্শে সম্মত হইলাম—কেন না সোণামণি বাটী | আসিয়া তাহার শিশুকে না দেখিতে | পাইলে নিশ্চয় মরিবে, তাহ জানিতাম। " বিশেষতঃ যতদিন না সোণামণির শিশু | পাওয়া যায় ততনিন আমার শিশু অী । মারি নিকট থাকিবে, এই বিবেচনা করিয়া পরিচারিক কমলমণির (এক্ষণে এই উন্মাদিনী) নিকট হইতে আমার । | ভগিনী পথিমধ্যে এ সংবাদ পাইয়। উন্মাদিনীর ন্যায় দৌড়িয়া আসিতেছিলেন, এবং আমার শিশুকে তাহার বিছানা ; হইতে ক্রোড়ে লইয়া পাগলের ন্যায় । হাদিতে ও কাদিতে লাগিলেন। এই প্রকারে সকলে জানিল যে আমার મિત્રુ ; হারাইয়াছে এবং তাহ আর পুনঃপ্রাপ্ত হইল না। : “কিছুদিন পরে সোণামণি সম্পূর্ণরূপে | আরোগ্যলাভ করিলে রমাকান্ত বাবু । عنفاستاسستشعد چ----------ویر =
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।