88७ নীতিকুসুমাঞ্জলি । - f ه د ه د ,؛rfه ইন্দ্রিয় দমনে শক্তি, সেই শক্তি সার। সেই মুক্তি কপট সংসর্গ পরিহাব ॥ " যাহাদের আছে হেন চারু গুণগ্রাম । । তাহাদের পদে মম সহস্র প্রণাম।
- @
রাজা ধৰ্ম্মহীন, শুচিবিহীন ব্রাহ্মণ । সত্যহীন দারা, জ্ঞানহীন যোগিগণ । গতি হীন অশ্ব, জ্যোতি বিহীন ভূষণ। ব্ৰতহীন তপ, বীরহীন যোদ্ধাগণ । ছন্দোহীন গান, স্নেহ হীন সহোদর। ঈশহীন নরে, ত্যজে শীঘ্র সুধিবর। وی by ক্ষীণ ফল তরু ত্যজে বিহঙ্গনিকর । সারস ত্যজিয়া যায় শুষ্ক সরোবর ॥ পযুষিত পুষ্প ত্যাগ করে মধুকর। কুরঙ্গ ছাড়িয়া যায় দগ্ধ বনান্তর। ੋ ত্যজে নর হইলে নির্ধন । twষ্ট ভূপালে পরিহরে মন্ত্রিগণ ॥ ফলত সংসারে কেহ কারু বশ নয় ! কাৰ্য্যবশে সকলেই রমণীয় হয় ॥ byፃ नैौनधटन मांन माई उदद किद शन । সেকি সেবা পরহিতে অভাব যতন ॥ কি কাজ বিবাহে যদি মা হেরে নন্দনে। বল্লভ বিরহ যদি কি কাজ যৌবনে । - bセ নিত্য ধনাগম আর মিত্য অরোগিতা। । প্রিয়তমা প্রিয়ম্বদ সদা পরিণীত ॥ । বশীভূত পুত্র; বিদ্যা অর্থকরী হয় । । এই ছয় গৃহস্থের মুখের নিলয়৷ * হা মিবোধ বিধি! ধনলোভী বৃদ্ধ গণ । দিবসেতে সুধাকর, . কমলকুমুমবর, :বিহীন কমলাকর; } প্রাপ্ত হন brs . . . . স্থত বলি তারে, যে জন পিতারে, সুখ দেয় স্বচরিতে I সেই ত কামিনী, যে দিব যামিনী, চিস্তয়ে পতির হিতে ॥ ! মিত্র সেই হয়, সম ভাবে রয়, । সুসময় অসময় । বহু পুণ্যফলে, এ জগতী তলে, এই তিন লাভ হয় । సిe ভোগেতে রোগের ভয়, কুলে ভয় ক্ষয়। মানে দৈন্য ভয়, আর বলে রিপু ভয়। যদি কিছু ধন থাকে সদা ভয় ভূপে । নিরন্তর ভয় আছে তরুণীর রূপে । শাস্ত্রে বাদীভয়, গুণে খলজনে তয় । শরীরের ভয় সদা যম মহাশয় ॥ এসংসারে কিছুমাত্র ভয়শূন্য নয়।— কেবল বৈরাগ্যে দেখি নাহি কিছু ভয়।— । సి) - শশাঙ্কে কলঙ্ক রেখা, কণ্টক মৃণালে। ! যুবতী যৌবন ক্ষয়, সিতি কেশজালে ৷ জলধির জল লোণ, পণ্ডিত নির্ধন । ৯২ * ধূসর বরণ ধর, } বিগলিত যৌবন ললনা " মুখে পয় নিন্দায় কলন ৷ । প্রভূধন পরায়ণ, দীন দশা সৰ্ব্বক্ষণ, { যতেক স্বজন _