পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| نتانیستیتخت تعلتستکننده و 8૭ર.

  • না ।

এবং পরিষ্কাররূপে লিপিবদ্ধ করিয়াছেন। ধন্থ ". . . . (s কারে গুহানিহিত রত্বের ন্যায় লুকায়িত থাকিলে সংসারের মঙ্গল মুনিৰ্ব্বাহ পায় প্রায় রমণী মাত্রকেই গর্ত ধারণ করিতে হয় ; প্রায় গুহ মাত্রেই প্রস্বতী ठूङ । शृंझ्भांखझे চিকিৎসকের অধিকৃত নহে । বিশেষ, যে চিকিৎসা একদিনের জন্য নহে, যাহা গর্ভাধান কাল হইতে শিশুর শৈশবাতিক্রম পর্যন্ত অবলম্বিত হওয়া কৰ্ত্তব্য, তাহা স্থলভ, অবসর বিহীন, এবং বেতনভোগী চিকিৎসকের উপর নির্ভর করিলে চলে न । বিশেষ অনেক সময়ে, অকস্মাৎ এমত সঙ্কট উপস্থিত হয় যে চিকিৎসক ডাকিবার সময় থাকে না । আর এতদেশে চিকিৎসক পুরুষ জাতি, চিকিৎস নীয়া, লজ্জাশীল। স্ত্রীজাতি ; চিকিৎসার প্রয়োজনও লজ্জীবিধবংসকর । অতএৰ । প্রতি গৃহে গৃহে, গৃহী ও গৃহিণীগণ এ চিকিৎসা অবগত না থাকিলে মনুষ্যগণের মঙ্গল নাই । যিনি গুহে গৃহে গৃহস্থগণের এই চিকিৎসা শিখিবার উপায় বিধান করবেন, তিনি পরম লোকহিত কারী বলিয়া খ্যাত হইবেন সমোহ नहेिi ধ্যায় এই লোকহিতকর ব্রত সম্পন্ন করিয়াছেন। তাহার প্রণীত “ধাত্রীশিক্ষা ও প্রস্বতী শিক্ষা” গ্রন্থে, গর্ভিণীর গুশ্ৰুষা হইতে এ চিকিৎসার সমুদায় তত্ত্ব, অতি বাবু যে প্রণালীতে এ গ্রন্থ প্রণয়ন করিয়া इलेक স্ত্রীলোক मोtजहै বিনষ্কিন্ধপলে | এই প্রয়োজনীয় তত্ত্ব সকল শিখিতে | পারেন। যে ভাষায় স্ত্রীলোকের সচরাচর ; পরস্পরের সহিত কথোপকথন করে,সেই ভাষাতেই দুইজন স্ত্রীলোকের কথোপ: | কথনচ্ছলে ইহা রচিত হইয়াছে। ইহাতে এমন কথাই নাই যে সামান্য অশি ক্ষিতা স্ত্রীলোকে তাহা বুঝিতে পারে না । হরহ চিকিৎসা তত্ত্ব এইরূপ পরি- ; স্কার করিয়া যিনি বুঝাইতে পারেম, তিনি চিকিৎসাবিদ্যায় অসামান্য দক্ষতা- } s বাস্তবিক ডাক্তার } যছনাথ মুখোপাধ্যায়, একজন বিখ্যাত । সম্পন্ন সন্দেহ নাই । স্বচিকিৎসক । তিনি এ সকল বিষয়ে যে বিধান দিয়াছেন, তাহ নিৰ্ব্বিবাদে । গ্ৰাহ । গর্ভে বা ভূমিষ্ঠ হওয়ার পর শিশুকে যেরূপ রক্ষণাবেক্ষণ করা কর্তব্য তদ্ব্যতি | ক্রমে অনেক শিশুর শরীর তুৰ্বল এবং ! অস্বাস্থ্যপ্রবল হইয়া থাকে। ধাত্রী { শিক্ষার নিয়ম সকল প্রতিপালন করিলে | এই একটি মহৎ অনিষ্টের প্রতিবিধান হইতে পারে। এমন কি একজন ভদ্র লোকের সন্তান হইয়া অল্প কাল মধ্যেই { बिनछे झईउ । भब्रिटभएष ङिनि शश् বাবুর ধাত্রী-শিক্ষা পুস্তক ক্রয় করিয়া, | তাহার নিয়মগুলি প্রস্বতী ও সস্তানগণের } দ্বারা প্রতিপালন করাইলেন। সেই | অবধি তাহার সন্তানগণ বলিষ্ঠ ও দীর্ঘ ছেন,তাহাতে,শিক্ষিত হউক অশিক্ষিত | - - ব্যক্ত कब्रिब्रटिश्न যে গ্রন্থের এরূপ

      • s, *t, *.st