ब अ**{म, कt: ***२ ।) ভারতমহিলা। 8సేడీ ষের সহবাস করিতে পারিতেন না। । করিলে তাহার ইইকালে দুরন্ত শাস্তিভোগ করিতে হইত, এবং পরকালে অনন্ত নরকের ভয় থাকিত। স্ত্রীলোকে স্বামীকে দেবতার ন্যায় দেখিতেন । স্বামীর গৃহকাৰ্য্য, অতিথিসৎকার, দেবপূজা ইত্যাদিতে তাহদের আসক্ত থাকিতে হইত। স্বামী পতিত বা পলাতক হইলে, অন্য বিবাহ করিবার যদিও বিধি দেখা যায়, সে শুদ্ধ কলিযুগের জন্য । অন্যান্য যুগে স্বামী পতিত কুষ্ঠরোগাক্রাস্ত হইলেও যে তাহাকে অবজ্ঞা করিবে, তাহাকে কুকুরী হইয়া জন্মগ্রহণ করিতে হুইবে । এইরূপ সামাজিক নিয়ম পালন । করিয়া স্ত্রী যদি সরলস্বভাব। দয়ালু গুরুজনে ভক্তিমতী পুত্রাদিতে স্নেহশালিনী এবং পতিপরায়ণা হইলেন, তবে তিনি স্ত্রীলোকদিগের মধ্যে প্রধান ও পূজনীয়া বলিয়া পরিগণিত হইতেন । হেতুবাদ ও নাস্তিক্য স্ত্রীলোকের পক্ষে নিষিদ্ধ। তাছারা ঈশ্বরপরায়ণা হইবেন। তর্কে প্রবৃত্ত হইবেন না এবং হৈতুকী দিগের অর্থাৎ যাহার। ধৰ্ম্ম বিষয়ে হেতুবাদে প্রবৃত্ত হয়, তাহাদের ও যাহার স্বধৰ্ম্ম ত্যাগ করিয়া সন্ন্যাস ধৰ্ম্ম গ্রহণ করিয়াছে তাহাদিগের সঙ্গ সাধু স্ত্রী সৰ্ব্বতোভাবে পরিত্যাগ করিবেন । কোন রূপ সাহসকৰ্ম্মে স্ত্রীলোক কখন প্রবৃত্ত হইবেন না। স্বামী পুত্রাদির হস্ত হইতে আপমাকে স্বাধীন করিতে কখন - চেষ্টা করিবেন ना। সংস্কৃষ্ঠে অর্থাৎ স্বেচ্ছাচারিণী এবং ব্যভিচারিণী এক পৰ্য্যায়ের শব্দ । কুলটা শধ যদিও এক্ষণে দুই অর্থে ব্যবহার হয়, তথাপি অধুনা উহার অসদর্থই বহুল প্রয়োগ দেখা যায় । - অত্যন্ত অভিমান,সকল কার্থ্যে অনতিনিবেশ, ক্রোধ, ঈর্ষ্য ত্যাগ করিলেই স্ত্রীলোক জগতের মাননীয়া হইবেন । বঞ্চনা, হিংসা, অহঙ্কার, স্ত্রীলোকের সর্বপ্রকারে পরিহরণীয়। লজ্জা স্ত্রীলোকের ভূষণ, পরদুঃখ দর্শনে কাতর হওয়া ও পরের ছন্দামুবর্তন করা স্ত্রীলোকের প্রধানতম গুণের মধ্যে গণনীয়। পরিস্কার থাকা প্রাচীন ঋষির বড় ভালবাসিতেন । র্তাহাদেৱ ঋষিপত্নীরাও সৰ্ব্বদা আপম শরীর ও গৃহদ্বার ও তৈজস পত্র পরিষ্কার করিয়া রাখিতেন। অপরিস্কার ও অশুচি গৃহে লক্ষ্মী কখনই আসেন মা এই তাহদের সংস্কার । স্ত্রীলোক যে অলঙ্কারপ্রিয় হয় তাহ ঋষির সম্যক্রূপে অবগত ছিলেম । এই জন্য র্তাহার বলিয়া গিয়াছেন, পিতা, মাতা, স্বামী । প্রভৃতি স্ত্রীলোকের আত্মীয় বান্ধব ও অভিভাবকেরা সৰ্ব্বদা তাহাদিগকে অলঙ্কারাদি দান করিয়া সস্তুষ্ট রাখিবেন । কিন্তু র্তাহার। আরও নিয়ম করিয়াছেল যে, স্ত্রীলোকে মিজে কোমরূপ ব্যয় করিতে পারিবেন না । ব্যয়কুণ্ঠত স্ত্রীলোকের প্রধান গুণ বলিয়া তাহারা নানা স্থানে | নির্দেশ করিয়াছেন । ধৰ্ম্ম বিষয়ে স্বামী | գաե ও স্ত্রীর ঐকমত্য অতীব প্রয়োজনীয়। ।
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।