স্থিত হইল । i Cで5びg 1 উইলচোর গৃহমধ্যে প্রবেশ করিল। প্রবেশ করিয়া প্রথমেই দীপ নিৰ্ব্বপিত করিল। পরে পূর্বমত চাবি সংগ্রহ | কোন উত্তর না পাইয়া উপাধানতল & > ア কৃষ্ণকান্তের উইল । _. | rt: , ४ ३० २ lة .fnه * aw) চুরি করিয়া জাল উইল রাখিয়া আসিয়া ছিল, সেই প্রকারে আবার প্রকৃত উইল রাখিয়া তৎপরিবর্তে জাল উইল লইয়। আসিবে । এইরূপ অভিসন্ধি করিয়া, রোহিণী প্রথমতঃ হরি খানসামাকে হস্ত গত করিল। হরি যথাকলে কৃষ্ণকাস্তের কক্ষের দ্বার মুক্ত করিয়া রাখিয়া যথেসিত শয়ন স্থানে সুখানুসন্ধানে গমন করিল। নিশীথ কালে, রোহিণী মুন্দরী, প্রকৃত উইল খানি লইয়। সাহসে ভর করিয়া একা . কিনী কৃষ্ণকান্ত রায়ের গৃহাভিমুখে যাত্রা করিলেন । খড়কী দ্বার রুদ্ধ; সদর ফটকে যথায় দ্বরবানের চারপাইয়ে উপবেশন করিয়া, অৰ্দ্ধনিমিলিত নেত্রে অৰ্দ্ধ রুদ্ধকণ্ঠে, পিলু রাগিণীর পিতৃশ্ৰাদ্ধ করিতেছিলেন, রোহিণী সেইখানে উপদ্বারবানেরা জিজ্ঞাসা করিল, “ কে তুই ?” রোহিণী বলিল “সখী ।” সখী, বাটীর একজন যুবতী চাকরাণী, সুতরাং দ্বারবানের আর কিছু বলিল না । রোহিণী নির্বিঘ্নে গৃহমধ্যে প্রবেশ পূৰ্ব্বক, পূৰ্ব্বপরিচিত পথে কৃষ্ণকাস্তের শয়নকক্ষে গেলেন— হরির কৃপায় পথ সৰ্ব্বত্র মুক্ত । প্রবেশ কালে কাণ পাতিয়া রোহিণী শুনিল, যে অবাধে কৃষ্ণকাস্তের নাসিকাগর্জন হইতথন ধীরে ধীরে বিনাশব্দে করিল। এবং পূৰ্ব্বমত, অন্ধকারে লক্ষ্য । করিয়া, দেরাজ খুলিল । রোহিণী অতিশয় সাবধান, হস্ত অতি | কোমলগতি। তথাপি চাবি ফিরাইতে খট করিয়া একটু শব্দ হইল। সেই শব্দে কৃষ্ণকাস্তের নিদ্রা ভঙ্গ হইল । - কৃষ্ণকান্ত ঠিক বুঝিতে পারিলেন না, যে কি শব্দ হইল । কোন সাড়া দিলেন না—কাণ পাতিয়া রহিলেন । - রোহিণীও দেখিলেন, যে নাসিকা । গর্জনশব্দ বন্ধ হইয়াছে । রোহিণী বুঝিলেন কৃষ্ণকান্তের ঘুম ভাঙ্গিয়াছে। রোহিণী নিঃশব্দে স্থির হইয়া রহিলেন। কৃষ্ণকান্ত বলিলেন, “কে ও ?” কেহ । কোন উত্তর দিল না । - সে রোহিণী আর নাই । রোহিণী । এখন শীর্ণ, ক্লিষ্টা, বিবশা—বোধ হয় । একটু ভয় হইয়াছিল—একটু নিশ্বাসের শব্দ হইয়াছিল । নিশ্বাসের শব্দ কৃষ্ণ কাস্তের কাণে গেল । কৃষ্ণকান্ত হরিকে বার কয় ডাকিলেন। রোহিণী মনে করিলে এই অবসরে পলাইলে পলাইতে পারিত, কিন্তু তাহা হইলে গোবিন্দলালের প্রতিকার করা হয় না । রোহিণী মনে২ ভাবিল, “ দুষ্কৰ্ম্মের জন্ত সে দিন যে সাহস করিয়াছিলাম, আজি সৎকৰ্ম্মের জন্য তাহা করিতে পারি না কেন ? ধরা পড়ি পড়িব ।” রোহিণী পলাইল না । কৃষ্ণকান্ত কয়বার হরিকে ডাকিয়! astinistināššifriff
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।