6 & বিরাগিণী বুদ্ধমঠ আশ্রয় করিয়াছেন । i মালবিকাগ্নিমিত্রের পণ্ডিত কোষিকী এবং মালতী মাধবের কামন্দকী কালিদাস ও ভবভূতির কবিত্বশক্তির বিলক্ষণ পরিচয় প্রদান করিতেছে । পণ্ডিত কেষিকীও সংসার ত্যাগ করিয়া কাষীয় ধারণ করিয়াছেন । তিনিও একজন অমাত্যের ভগিনী—তাহার মানসিক বল পুরুষের ন্যায় বিদ্যা বুদ্ধি পুরুষের ন্যায়। রাজা ও ধারিণী সৰ্ব্বদা তাহাকে পরামর্শ জিজ্ঞাসা করিয়া থাকেন । তিনি গণদাস ও হরদত্তের বিবাদে মধ্যস্থ । তিনি, যতদিন আপনাদিগের দুরবস্থা ছিল, কাহাকেও আপন পরিচয় দেন নাই । তাহার পর যখন শুনিলেন, তাহার ভ্রাতার শত্ৰুগণ পরাভূত হইয়াছে এবং তাঁহারই রাজকস্তা রাজার প্রণয়ভাগিনী হুইয়াছেন তখন আপন পরিচয় প্রদান করিলেন । পণ্ডিত কেীষিকী হিন্দু ও কামন্দকী বৌদ্ধ পণ্ডিত কৌষিকীচরিত্র বিশুদ্ধ কামন্দকী তাহাতেও আবার কৰ্ম্মকুশল । তিনি আপন কাৰ্য্যে অনুমাত্র অনাস্থা করেন না এবং প্রাণপণে কাৰ্য্যসিদ্ধির জন্য যত্নবর্তী। কেীষিকী কেবল দেবতা! দিগের নিকট প্রার্থনা করিরাই ক্ষাস্ত থাকেন । কামন্দকী সাহস সহকারে কাল কাপালিক অঘোরঘটের সহিত বিবাদ করিয়া তাহার দুরভিসন্ধি নিস্ফল করিলেন । কেীষিকী দম্যহস্ত হইতে পলায়ন করিয়া রাজবাটী আশ্রয় করিলেন সমভিব্যাহরিণী রাজকুমারীর কোনরূপ ভারতমহিলা । ۔ عبیع. جیسے | উদ্ধারের চেষ্টা করিলেন না। কিন্তু ইহার দুইজনেই একশ্রেণীর স্ত্রীলোকদিগের উৎকৃষ্ট উদাহরণ—সে শ্রেণীর স্ত্রীলোক এখন নাই ঋষিদিগের সময়েও ছিল না। বেীদ্ধের মঠ সংস্থাপন করিলে তাঁহা- { দিগের উৎপত্তি হয়। বৌদ্ধধৰ্ম্ম ভারতভূমি হইতে তাড়িত হইয়া যখন চীন ও সিংহল : তাশ্রয় করিল তখন হিন্দুরাও মঠ করিতে । শিখিয়াছেন এবং তথায়ও দুইএকটা ঈদৃশী সংসারবিরাগিণী রমণী দেখা যাইত কিন্তু এক্ষণে মঠও বিরল পণ্ডিত কৌষিকীও বিরল। শৈব্য হরিশ্চন্দ্রের মহিষী—শৈব্য। যথার্থ পতিপ্রাণ ও রমণী কুলের বিভূষণ স্বরূপ । যখন বিশ্বামিত্রের সহিত বিবাদে রাজার সর্বস্ব গেল তিনি দক্ষিণার জন্ত আত্মদেহ বিক্রয় করিতে প্রস্তুত তখনও শৈব্যা তাহার সহায়। রাজা তাহাকে প্রতিনিবৃত্ত হইতে কহিতেছেন শৈব্য উত্তর করিতেছেন, “অজ্জ উত্তে মকৃথু অত্তস্তবে হেহি । তা পদীদ মংজেকব ইমর্থিং কজে আরো বহি । অবচ্ছিমে দে দানিং পণয়ে৷ ” এই বলিয়া স্বামীর মুখ প্রতীক্ষণ করিলেন হরিশ্চন্দ্রের অশ্রুজল নিৰ্গত হইল । শৈব্য তখন বলিয়া উঠিলেন “কিনব কিনবমং অজ্জ পরপুরিস পঞ্জু পাসনং পরুচ্ছি ট্ৰ ভোজণ আ স্বাবিহরিয় সবব কৰ্ম্ম কারিনীত্তি ।” জন ব্রাহ্মণ র্ত{হাকে ক্রয় করিল তখন শৈব্যা হর্ষোৎফুল্ল লোচনে বলিলেন,” “लिहुिघ्नां অদবিশিষ্ট্র পডিয়াভারে দানিং যখন এক । ண்ண்
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।