আরম্ভ করিলেন । يونيو ويسي * -I ঋণের অৰ্দ্ধেক প্রদান করিতে সমর্থ হইলেন বলিয়া তাহার হর্ষ হইল। চিরকালের জন্য যে দাসী হইলেন সেট তাহার মনেও হইল না । কিন্তু ইহাতেও বিধাতার তৃপ্তি হইল না । শৈব্যার এক মাত্র সন্তানও কিছুদিনপরে সর্পাঘাতে প্রাণত্যাগ করিল। শৈব্য উদ্বন্ধনে দেহত্যাগের উদ্যোগ করিতেছেন এবং উচ্চৈঃস্বরে ক্রনদনা করিতেছেন সে স্বর প্রস্তরও বিদীর্ণ করিতে পারে। বিধাতা সদয় হইয়। তাঁহাকে স্বামীর সহিত মিলাইয়৷ দিলেন । পাৰ্ব্বতী—ইনিই পূৰ্ব্বজন্মে স্বামীর নিন্দ শ্রবণে আপনার দেহত্যাগ করিয়াছিলেন এবং এজন্মেও সেই মহাদেবের প্রতি অনুরাগবতী হুইয়াছেন । মহাদেব মনুষ্য নহেন দেবতা তাঁহাকে সন্তুষ্ট করিতে হইলে তপস্তা আবশ্বক করে ও পূজা আবশ্যক করে। পাৰ্ব্বতী প্রথমতঃ পূজা নিত্যই মহাদেবকে স্বহস্তগ্রথিত পুষ্পমালা প্রদান করেন এবং নানা প্রকারে তাহার পরিচর্য্যা করেন। পাৰ্ব্বতী বিদ্যাবতী পিতার প্রিয়পাত্রী এবং রাজার কন্যা ; বয়সও অল্প কিন্তু তখন হইতেই তাহার প্রণয় প্রগাঢ় । তাহার প্রণয় তারামৈত্রক বা চক্ষুরাগ নহে উহার আবাসভূমি হৃদয়ে। একজন প্রধান সমালোচক বলিয়াছেন কালিদাসাদি কবিগণ প্রণয় বর্ণনা করিতে পারেন বটে কিন্তু সে প্রণয় বাল্মীকির দ্যায় ৰঙ্গ-শপ, চৈঃ ১৮৮২ । ) ভারতমহিলা । ( ( సి অজউত্তে কিদমন্মি।” আর্য্যপুত্রের | নহে; কালিদাসের প্রণয়ে ঐহিকতাই অধিক । কিন্তু যে কবি পাৰ্ব্বতীর প্রণয় বর্ণনা করিয়াছেন তিনি যে বিশুদ্ধ প্রণয় বর্ণমা করিতে পারেন না এরূপ বলা অসঙ্গত। পাৰ্ব্বতী মহাদেবের প্রণয়বতী; মহাদেব যোগী ; তিনি অপর উপাসকের যেরূপ পরিচর্য্যা গ্ৰহণ করেন, পাৰ্ব্বতীর পূজাও সেইরূপ গ্রহণ করেন। তাহার মন টলিবার নহে । তাহার চিত্তচাঞ্চল্য বিধানের জন্য স্বয়ং কাম আসিয়া উপস্থিত হইলেন। তাহার মনও চঞ্চল হইল কিন্তু সে ক্ষণকালের জন্য। তিনি তখনি সে ভাব নিগ্ৰহ করিয়া কোপ কটাক্ষে মদনকেই ভস্মসাং করিয়া ফেলিলেন । এবং স্ত্রীসন্নিকট পরিহারের জন্য সেখান ! হইতে প্রস্থান করিলেন । পাৰ্ব্বতী ভগ্নমনোরথ হইয়া আপন পিতার নিকট তপঃসমাধি করিবার অনুমতি প্রার্থন করিলেন এবং ঘোরতর তপস্তা করিতে আরম্ভ করিলেন । অতি কঠিন শরীর ঋষিগণ আজন্ম পরিশ্রম করিয়াও যেসকল নিয়ম পালন করিতে অক্ষম পাৰ্ব্বতী সেই সকল নিয়ম পালন করিতে লাগিলেন। একদিন মহাদেব স্বয়ং ব্রাহ্মণ বেশে তথায় উপস্থিত হইলেন । এবং প্রসঙ্গক্রমে মহাদেবের বিস্তর নিনা করিলেন । যিনি একবার পতিনিন্দ শুনিয়া দেহত্যাগ করিয়াছেন তাহার পক্ষে এরূপ নিনা অসহ। তিনি সেখান হইতে উঠিয়া যাইতেছেন এমন সময়ে মহাদেব : নিজদেহু ধারণ করিয়া তাহর সম্মুখে !!! ; ..!
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।