(t\, 8 ভারতমহিলা । -F - ■鞭围 बन्नव-न ?कs, s ** *, বৃদ্ধ গোতমীকে অতিক্রম করিয়া তাহা রই হস্তে অতিথিসেবার ভার দিয়া গিয়া ছেন । তপোবনবাসী আবালবৃদ্ধ বণিত তাছাকে ভাল বাসে। র্তাহার সর্থীদিগের তিনিই সৰ্ব্বস্ব । তাহারা তাহার সেবা করিতেছে তাহার সহিত ক্রীড়া করিতেছে, র্তাহার জন্য পুষ্পচয়ন করিতেছে পুষ্পবৃক্ষের আল্বাল পূরণ করিতেছে এবং র্তাহার ভাবিবিরহ আশঙ্কায় কঁাদিতেছে । র্তাহার অদৃষ্টের জন্য র্তাহার অনুমাত্র চিন্তা নাই তিনি একমনে রাজাকেই ভাবিতেছেন । কিন্তু র্তাহার সর্থীদিগের ভাবনা র্তাহারই জন্য। র্তাহারা দুৰ্ব্বাসার শাপ মোচন করিল র্তাহার অাশঙ্কিত প্রত্যাখ্যান নিরীকরণের উপায় করিয়া দিল এবং কত যে দুঃখ প্রকাশ করিল তাহা বলা যায় না । শকুন্তলাও যাইবার সময় পিতার নিকট প্রার্থনা করিলেন সখীরাও আমার সমভিব্যাহারে চলুক। তিনি তাহাদিগকে আপনার ভাবিতেন, আপন মনের ভাব তাহাদিগকেই বলিতেন এবং তাহাদিগকেই বিশ্বাস করিতেন। সরল হৃদয় গোতীও সেবায় তৎপর ছিলেন বলিয়া পিতাও তাহার জন্য কাতর। রাজার প্রথম দর্শনদিনাবধি শকুন্তলা তাহার জন্য ব্যাকুলা । তিনি তপোবনবাসিনী, প্রণয় তপোবনবিরোধী ভাব; এবং তাহার পক্ষে অমুচিত ইহাও তিনি জানেন । তিনি নানা প্রকারে ভাব গোপন করিতে চেষ্টা הישישיחה 2 তাহাকে বড় ভাল বাসিতেন। তিনি পিতৃ পাইলেন কিন্তু তিনি সে বিদ্যা শিখেন নাই । যতই গোপন করিতে চেষ্ট৷ করিলেন ততই আরও প্রকাশ হইতে লাগিল। ক্রমে অপার চিন্তা তাহাকে আক্রমণ করিল তিনি ম্রিয়মানা হইলেন । র্তাহার প্রিয় সর্থীরা তাহার জন্য রাজাকে জানাইতে উদ্যোগ করিল। রাজা তাহাকে গান্ধৰ্ব্ব বিধানে বিবাহ করিলেন এবং অতি সত্বরই রাজধানী প্রতিগমন করিলেন। র্তাহার শকুন্তলার প্রতি বাস্তবিক প্রণয় জন্মিয়াছিল । কিন্তু অলৌকিক দৈব দুৰ্ব্বিপাকে শকুন্তল৷ তাহার হৃদয়হইতে বহিস্কৃত হইলেন । শকুন্তলার কথা তাহার আর মনে রহিল না । কম্বমুনি শকুন্তলার গান্ধৰ্ব্ব বিবাহে অত্যন্ত প্রীত হইলেন । এবং সত্বর র্তাহাকে দুইজন শিষ্য ও সরলস্বভাবা | গৌতমীর সহিত রাজবাট প্রেরণ করি লেন । শকুন্তলা আসিবার কালীন আপন হরিণ শিশুটিকেও বিস্তৃত হইলেন না। সকলের নিকট বিদায় লইয়া অশুভক্ষণে আশ্রম হইতে বহির্গত হইলেন। (বেদব্যাস সাধবী নারীদিগের যেরূপ সাহস বর্ণনা করিয়াছেন কালিদাস সেরূপ : পারেন নাই । র্তাহার সময়ে সেরূপ সাহস লোকে ভাল বাসিত না । শকুন্তলা মহাভারতে রাজার সহিত যে সকল কথা কহিয়াছিলেন কালিদাস ঠিক সেই সকল কহাইবার জন্য তাহায় সহিত দুইজন লোক পাঠাইতে বাধ্য হইয়াছেন ) , রাজা দুৰ্ব্বাসার শাপে সমস্ত বিস্মৃত । Aைர שרירייהחשד அம்ே
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।