পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. )! esهي 4= ج,oxis»ه ন্ত্রদলছেনৃপতি লছিমপ্রিয় অতুল - বিমল যশ বিদিত হি ভেল। , খামর গৌরী কেলিমলি সংপুট যতনে উযাতি ভুবন ধনি কেল ৷ মরি মরি যাক গীত নব অমিয় পিবি পিবি জীবই সে রসিকচকোর । নরহরি তাক বুঝব কি ওরস মরুমতি মোর ॥ বৈষ্ণব দাস লিখিয়াছেন, জয় জয় দেব কবি, নৃপতি শিরোমণি, বিদ্যাপতি রসধাম । জয় জয় চণ্ডীদাস, রসশেখর, অখিল ভুবনে অনুপাম । যাকর রচিত মধুর রস নিরমল । গদ্য পদ্য ময় গীত । প্রভু মোর গেীর চন্দ্র আস্বদিলা রায় স্বরূপ সহিত ৷ যবহু যে ভাব উদয় দুহু অন্তরে, তব গায়হি দুহু মেলি । শুনইতে দারু পাষাণ গলি যায়ত, ঐছন স্বমধুর কেলি। আছিল গোপতে, যতন করিপহু মোর জগতে করল পয়কাশ । সোরস শ্রবণে, পরশ নাহি হোয়ল, . রোয়ত বৈষ্ণব দাস ॥ গোবিন্দদাস লিখিয়াছেন, যাক গীত, জগতচিত চোরায়ল, . গোবিদ গেী সরস রস গানে ॥ " ভুবনে আছয়ে যত ভারতী ৰাণী । পরশ নাহি পাওল | তাকর সার, সার পদসঞ্চয়ে, ,

বাধল গীত কতহু পরিমাণি।

যো মুখ সম্পদে শঙ্কর ধনিয়া । সো মুখসার, হার সব রসিকহি, ... : কণ্ঠহি কণ্ঠ পরায়ল বনিয়া । , | আনন্দে নারদ না ধরয়ে থেছা। : সে আনন্দরস, জগভরি বরিখল, . সুখময় বিদ্যাপতি রসমেহ ॥ " যত যত রসপদ কয়লহি বন্ধে । । কোটিহি কোটি, শ্রবণপর পাইয়ে, গুনইতে আনন্দে লীগই ধন্ধে। সোরস শুনি নাগর বরনারী। কিয়ে কিয়ে করে চিত, চমকয়ে ঐছন, ; রসময় চম্পু বিথারি ॥ - গোবিন্দদাস মতি মন্দে । এত সুখ সম্পদ, বহইতে আনমন, যৈছন বামন ধরবহি চন্দে। । আমরা বৈষ্ণব কবিদিগের যে কয়েকট । কবিতা উদ্ধত করিলাম, তদৃষ্টে এই কয়েকট কথা জানা যাইতেছে, (১) বিদ্যাপতির রচিত গীত শ্রবণে অনেক । ভক্তের হৃদয় আনন্দে উচ্ছসিত হইয়াছে; (২) চৈতন্য সৰ্ব্বদাই ঐ সকল গীত শুনিতেন; (৩) শিবসিংহ নৃপতি ও লছিমা । | দেবীর সহিত বিদ্যাপতির সম্ভাব ছিল; • * * * . | (৪) রূপনারায়ণের সহিত তাহার সখ্য । কবিগুতি বিদ্যাপতি মতি মানে। . ছিল। এক্ষণে দেখা যাউক বিদ্যাপতির । | লিখিত কবিতা হইতে তাহার কিরূপ | কোন গীতে এইরূপ ভণিত দৃষ্ট হয়, . . . . . . - - . .