} as নিদ্রিত গ্রণয়। জ্যৈ", »२०२१ | অদ্যপি আমি তদীয় প্রণয়রত্ন সম্পূর্ণ | লাভ করণে কৃতকার্ঘ্য হই নাই; এক্ষণে { এইরূপে ক্ষত্ৰিয়নন্দন আত্মবেদন ঋষি সমক্ষে নিবেদন করিয়া কৃতাঞ্জলিপুটে প্রার্থনা করিল, “অপসবর, মদীয় বিবরণ আদ্যোপান্ত আকর্ণন করিলেন, এক্ষণে কি প্রকারে আমি তাহার হৃদয়ে প্রণয়াগ্নি পুনঃ প্রজালন করি এবিষয়ে আমাকে সুপরামর্শ প্রদান করুন।” দ্বিতীয় ব্যক্তির বিজ্ঞাপন সমাপ্ত হইব। মাত্র তৃতীয় ব্যক্তি অতিমাত্র ভক্তিভাবে দণ্ডায়মান হইয়া কহিলেন, “আমি বিপুল সম্পত্তির অধিপতি, এক্ষণে ভ্রাতৃপ্রণয় অপনয় শোকে একান্ত প্রপীড়িত। আমি আমার একমাত্র সহোদরকে প্রাণের সহিত ভালবাসিতাম, সমু দায় ঐশ্বৰ্য রাজকাৰ্য্য তাহার সহিত সমানাংশে বিভাগ করিয়া লইয়াছিলাম অধিক কি কহিব আমি সংসারস্থ যাবতীয় মুখ তদীয় স্থান্বেষণে বিসর্জন 阱” আমার পূর্ণ প্রীতি প্রতিশোধ প্রদানে একান্ত পরায়ুখ, ঋষিরাজ ! ভ্রাতৃপ্রীতি | প্রাপণার্থ আমি এক্ষণে কি করি ?” অনন্তর চতুর্থ যাত্র নিবেদন করিল, # "মুনিকুলতিলক, আমি স্বয়ং একজন মদীয় প্রণয় জনৈক মানবে পর্য্যবসিত | সেই কামিনী মৎপ্রতি অনুরাগিণী নহে।” | করিয়াছি; কিন্তু আমার অদৃষ্টগুণে সে । আমার প্রণয়পাত্র এবং সেই সকলের । গৃঢ়ভাব সংগীতাবলীতে নিবদ্ধ করিয়াছি, কিন্তু ইহা কি সামান্য খেদের বিষয়, যে আমি যাহাদের জন্য ঈদৃশ বিষদৃশ যঞ্জ- ; শীল তাহারা আমার বিষয়ে একবার জিজ্ঞাসা করেন না । মহর্ষে : এক্ষণে | তাহাদের নিদ্রিত প্রণয় জাগরিত কর । ণার্থ কি কৰ্ত্তব্য, অনুগ্রহ করিয়া বলিয়া ङ्गिन्जेन ।' - - অনন্তর এক সৌম্যমূৰ্ত্তি ধীরপ্রকৃতি পুরুষ ভক্তিভাবে দণ্ডায়মান হইয়া রিজ্ঞা পন করিল, “আৰ্য্য, জমি একজন বিজ্ঞা- } নানুসন্ধিৎসু বিদ্যাপথের পথিক । গ্ৰহ f উপগ্রহ নক্ষত্ৰাদি পরিপূরিত নভো- 1 মণ্ডল পৰ্য্যবেক্ষণ দ্বারা যে সমস্ত নিয়ম | কৌশল নির্ণয় করিয়াছি, পৃথিবীর অন্তরস্থ অন্ত্র উদ্ভেদ করিয়া যে সমস্ত মহামূল্য পদার্থপুঞ্জের অস্তিত্ব অবধারিত করিয়াছি, তরুলতা ওষধিপুঞ্জের পরীক্ষানস্তর যে সমস্ত উত্তমোত্তম ঔষধরাশি গবেষিত করিয়াছি, সে সমুদায়ই আমি যত্নপূৰ্ব্বক তাহাদিগকে শিক্ষা দিয়াছি, কিন্তু কৃতঘ্ন মানবগণ, আমার কথ। কর্ণকুহরে স্থান ; ; দান করে না,—ফলতঃ তাহারা আমাকে { অবহেলা করে, সাধারণ প্রণয় আইরণার্থ | এক্ষণে কি কৰ্ত্তব্য ?” | অনন্তর এক অবলা অগ্রসর হইয়া | বিজ্ঞাপন করিল। “ পিতঃ ! আমার কি ! - ঞ্চিষ্মাত্রও মাহাত্ম্য, জ্ঞান, ধন, ঐশ্বৰ্য্যর । - - সৌন্দৰ্য্য ना३; আমি এক সামান্য, স্ব- দীনা, সহায়হীনা, সরলপ্রাণী কুমারী ! চিত্ত বিনোদার্থ আমি আমার হৃদয়ের । মাত্র হইয়াও, কি ধৰ্ম্মপরায়ণ বিজ্ঞান, কি |
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।