পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t د wه د ,:t}ی ,ars*fa ) ' কমলবিলাসী । । ১২৫ বঁধুরে বধিয়ে সোহাগে গলিয়া, । কেহ বা আপন নয়নঅঞ্জন । তুলিয়া বিলাসে করে বিলেপন প্রিয় অ'খি পরে--সলাজ বদন, চঞ্চল বসনেসম্বরি; কোন বা ললনা ছলিয়া চাতরে, রাঙ্গা পদ তুলি প্রিয়স্থদি পরে, অলক্ত লাঞ্ছনে দেহ চিহ্ন করে, জানাতে প্রেমের চাকরি । এরূপে বসিয়া যতেক ললনা, . হাব, ভাব, হাসি প্রকাশে ছলন : কেহ বা শিয়রে, কোন বা অঙ্গনা চরণ পারশে প্রহরী । বসিয়া এভাবে যতেক সুন্দরী, মধুর ললিত মোহন বঁাশী, সুরেতে বধিয়া আলাপ অ{চরি পুরিছে পত্নববন্ত্ররী। সে স্বল্পতরঙ্গে মিলিয়া তখন উঠিল সঙ্গীত পূরিয়া কানন-- শ্যামা, কলকণ্ঠ, শারী অগণন “ বউ কথা কও” সুন্দরী উঠিল ডাকিয়া, পুরি চারি দিক— বেণু বীণ রব মধুর অধিক । বাণীতে বাজিছে—“কিবা সে সংসার” { কোকিল ডাধিছে--" সে সব মিছার",

  • শ্রম, আশা ভ্রম সকলি অসায়” . . .

জগৎ সংসার করিল অলীক, । “কি হবে জীবমে, প্রেমের আমোদে পরাণ যদি না মাতে! “ রসের বাগান মুখের মেদিনী নারীষ্ণুল ফুটে তাতে । “ যে জানে মথিতে এ সুখ জলধি সেই সে পীযুষ পায়; “ সখের বাজার মুখের মেদিনী রসের বেসাতি তায়!” 懿 魏,. 驟- 蔡

  • হায় সে পীযুষ! কিবা তার সম

ভাব রে ভাবুক মনে! “হায়-ধন, মান-যশ, প্রাণের নিগড় ! - কণ্টক আশার বনে! । * এ যে--মুখের ধরণী, ভাবনা উদাস ইহাতে নাছিক সাজে ; “হেথা—প্রণের সারঙ্গ প্রমোদে মজিলে তবে সে আনন্দে বাজে | “ শুধু—রসিক যে জন রসের ধরায় ! সেই সে হরষ পায়! : “ ডুবে—নারীমুধাকুপে লভে প্রেমস্থধ | खि अिहे औङ भाच्न ” । বিহগ, বিটপী, বাশী, ৰীণাতে এই গীত শুধু বরিযে গ্রপাতে ; ৷ প্রকৃতি যেন বা মাতিল তাছাতে | বিন্যাসি বেশের চান্তরি। } চারু কিসলয় হইল বিকাস; } ভক্ষরাজি কোলে মৃদ্ধ মৃত্ন খাস । কুষম চুলি মলয় ৰাতাসলক্তিকা উঠিল শিহরি ; ‘. . . . . o, “ . 3 يسعصدعم صحيجي : بیمه লাচিতে লাগিল উন্মত্ত স্বরঃ ।

    • తగా-విడదో:5టి :- eroto-ooroos

ভুলিয়া কলাপ মদন বিধু |