পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i : చి8 চঞ্জশেখর । ജ്ജ

  • (नजम*म अ***२०५ } |

হজুরে নহিলে তাহ প্রকাশ করবেন। “সে কে ?” : , আমীর হোসেন বলিলেন, “একজন স্ত্রীলোক-কলিকাতা হইতে আসিয়াছে। ওয়ারন হষ্টিং সাহেব পত্র লিখিয়া তাহীকে পাঠাইয়া দিয়াছেন। সে বাস্তৰিক বন্দী নহে। যুদ্ধের পূর্বের পত্র বলিয়া অধীন তাহা গ্রহণ করিয়াছে । অপরাধ | হইয়া থাকে, গোলাম হাজির আছে ।” এই বলিয়া আমীর হোসেন পত্র পড়িয়া নবাবকে শুনাইলেন । ; :: *. ওয়ারন হষ্টিং লিখিয়াছিলেন, "এ স্ত্রীলোক কে তাঁহা আমি চিনি না, সে | নিতান্ত কাতর হইয়া আমার নিকটে অসিয়া মিনতি করিল, যে কলিকাতায় সে নিঃসহায়, আমি যদি দয়া করিয়ানবাবের নিকট পাঠাইয়া দিই, তবে সে রক্ষা পায়। আপনাদিগের সঙ্গে আমাদিগের যুদ্ধ উপস্থিত হইতেছে, কিন্তু আমাদের জাতি স্ত্রীলোকের সঙ্গে বিবাদ করে না। এজন্ত ইহাকে আপনার নিকট পাঠাই লাম। ভাল মন কিছু জানি না।” । | নবাব পত্র শুনিয়া স্ত্রীলোককে সম্মুখে { আনিতে অনুমতি দিলেন । সৈয়দ জা| মীর হোসেন বাহিরে গিয়া ঐস্ত্রীলোককে সঙ্গে করিয়া আনিলেন—মবাব দেখি লেন–কুলসম। নবাৰ কৃষ্ট হইয়। তাছাকে স্বলিলেন, | उाज्ञाज्ञाकानङ्गिरयनिग्वतेन अॉ८झ- | কহিল—“নবাব! তোমার বেগম কোমীর কাসেম জিজ্ঞাসা করিলেন, ঃ | পাপিষ্ঠী, তুমিও সেইখানেশীঘ্ৰ যাইবে।” । নিক, ওমরাহ, স্তৃতা, রক্ষক প্রভৃতি অf । ভালই হইয়াছে। আমি এক অপূৰ্ব্ব } } “তুই কি চাহিস্ বাদী—মরিবি –9" | جمچمحتمل مهمی ، -- - - تسمتسنسنستتنتشتتمتتبسة কুলসমৃ নবাবের প্রতি স্থির দৃষ্টকনিয়া | থায়! দলনী বিবি কোথায়!” আমীর- ; হোসেন কুলসমের বাক্যপ্রণালী দেখিয়া ভীত হইল—এবং নবাবকে অভিবাদন করিয়া সরিয়া গেল । * . মীর কাসেম বলিলেন, “যেখানে ে কুল্সম্বলিল, “আমিও, আপনিও । । তাই আপনার কাছে আসিয়াছি । পথে ! শুনিলাম লোকে রটাইতেছে, যে দলনী { বেগম আত্মহত্যা করিয়াছেন। সত্য কি ?’ ! নবাব। “আত্মহত্যা ! রাজদণ্ডে সে । মরিয়াছে। তুই তাহার দুষ্কৰ্ম্মের সহায়— তুই কুকুরের দ্বারা ভুক্ত হইধি—” o কুলসম আছড়াইয়া পড়িয়া আৰ্ত্তনাদ । করিয়া উঠিল--এবং যাহা মুখে আসিল { তাহা বলিয়া নবাবকে গালি দিতে আরম্ভ । করিল। শুনিয়া চারিদিগ হইতে সৈ । সিয়া পড়িল—একজন কুলসমের চুল ; ধরিয়া তুলিতে গেল। নবাব নিষেধ করি, লেন--তিনি বিস্থিত হইয়াছিলেন। সে । সরিয়াগেল। তখন কুলসম, বলিন্তে | লাগিল, “আপনার সকলে আসিয়াছেন, i. কাহিনী বলিব, শুনুন। আমার এক্ষণই | বধাজ্ঞা হইবে—আমি মরিলে আর ক্ৰেন্থ - তাহা শুনিতে পাইবে না । এই সময় } 、二、. * & r歴