পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়াছে । আমীর হোসেন সমরুর শিবিরে গেলেন । سختی ॐ १२ চন্দ্রশেখর । gmss= --مع مستعم. م. عم -- عتي-جيجيج - - - - SBS BBSBBSeSeSSLSSSMSSSLSSSMMSSSLSSS ---------- ** (৭ঙ্গ দশম শ্না: ১২৮১ t হর নিকট আসিল। প্রথমে কৌশলে সমরুর নিকট দূত প্রেরণ করিল। সমরু মনে ভাবিল, ইহার দ্বারা ইংরেজদিগের গুপ্ত মন্ত্রণ সকল জানিতে পারিব। সমরু ফষ্টরকে গ্রহণ করিল। ফষ্টর, আপন নাম গোপন করিয়া, জন ষ্ট্যালকার্ট ব লিয়া আপনার পরিচয় দিয়া, সমরুর শি বিরে প্রবেশ করিল। যখন আমীর হো সেন ফষ্টরের অনুসন্ধানে নিযুক্ত, তখন, লরেন্স ফষ্টর সমরুর তাম্বুতে । আমীর হোসেন, কুল্সমকে যথাযোগ্য স্থানে রাখিয়া, ফষ্টরের অনুসন্ধানে নির্গত হইলেন । অনুচরবর্গের নিকট শুনিলেন, যে এক আশ্চৰ্য্য কাণ্ড ঘটিয়াছে, এক জন ইংরেজ আসিয়া মুসলমান সৈন্যভুক্ত হই সে সমরুর শিবিরে আছে । যখন আমীর হোসেন সমরুর তাম্বুতে প্রবেশ করিলেন, তখন সমরু ও ফষ্ট্রর একত্রে কথা বাৰ্ত্ত কহিতেছিলেন । অা মীর হোসেন আসন গ্রহণ করিলে সমরু জন ষ্ট্যালকাট বলিয়া তাহার নিকট ফষ্ট রের পরিচয় দিলেন । আমীর হোসেন ষ্ট্যালকার্টের সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হইলেন । আমীর হোসেন, অন্যান্য কথার পর ষ্ট্যালকাটকে জিজ্ঞাসা করিলেন, “ লরেন্স ফষ্টর নামক একজন ইংরেজকে আপনি চিনেন ?” ফষ্টরের মুখ রক্তবর্ণ হইয়া গেল । সে লেন; তাহাকে বলিলেন, “ আমার সঙ্গে । #. মৃত্তিকা পানে দৃষ্টি করিয়া, কিঞ্চিৎ বিকৃত । কণ্ঠে কহিল, “ লরেন্স ফষ্টর ? কই—না ।” আমীর হোসেন, পুনরপি জিজ্ঞাসা করিলেন, “ কখন তাহার নাম শুনিয়া ছেন ?” ফষ্টর কিছু বিলম্ব করিয়া উত্তর করিল— । “ নাম-লরেন্স ফষ্টর--ই।– কই ? না।” আমীর হোসেন আর কিছু বলিলেন না, । অন্যান্য কথা কহিতে লাগিলেন । কিন্তু দেখিলেন, ষ্ট্যালকাট অর ভাল করিয়া কথা কহিতেছে না । দুই একবার উ- ' ঠিয়া যাইবার উপক্রম করিল। আমীর । হোসেন অনুরোধ করিয়া তাহকে বসাই- ; লেন । আমীর হোসেনের মনে মনে । হইতেছিল, যে এ ফষ্টরের কথা জানে, কিন্তু বলিতেছে না । - ফষ্টর কিয়ংক্ষণ পরে আপনার টুপি i লইয়া মাথায় দিয়া বসিল । আমীর । হোসেন জানিতেন, যে এটি ইংরেজদেগের } নিয়ম বহিৰ্ভত কাজ। আরও, যখন ! ফষ্টর টুপি মাথায় দিতে যায়, তখন তাহার শিরঃস্থ কেশশূন্য আঘাত চিহ্লের । উপর দৃষ্টি পড়িল । ষ্ট্যালকার্ট কি আঘাত { চিন্তু ঢাকিবার জন্য টুপি মাথায় দিল ? : আমার হোসেন, বিদায় হইলেন। } আপন শিবিরে আসিয়া, কুলসমকে ডাকি { আয়।” কুলসমৃ তাহার সঙ্গে গেল। : কুলসমকে সঙ্গে লইয়। আমীর হোসেন । পুনৰ্ব্বার সমরুর তাম্বুতে উপস্থিত হইলেন।