পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

; ৭ঙ্গ দশম, শ্ৰা:, ১৮৮১ 1) চন্দ্রশেখর । 》 | র। এ কোন স্থান ? শৈ । বেদগ্ৰাম—আমার স্বামীর গৃহ । র । বাহিরে কে কে আছে ? শৈ । আমার স্বামী, প্রতাপ, ও সু . নদী । র । তুই এস্থান হইতে গিয়াছিলি কেন ? শৈ। ফষ্ট্রর সাহেব লইয়া গিয়াছিল বলিয়া । র। এ সকল কথা এত দিন তোর মনে পড়ে নাই কেন? শৈ । মনে ছিল--ঠিক করিয়া বলিতে পরিতেছিলাম না । র । কেন ? टे* । धाभि *शन झल्लेग्राछि । | র । সত্য সত্য ন! কাপটা আছে ? শৈ। সত্য সত্য, কাপট নাই। র। তবে এখন ? শৈ। এখন এয়ে স্বপ্ন-এ আপনার গুণে জ্ঞানলাভ করিয়াছি । র। তবে সত্য কথা বলিবি ?

শৈ । বলিব ।

র। তুই ফষ্টরের সঙ্গে গেলি কেন ? শৈ। প্রতাপের জন্ত । রমানন্দ চমকিয়া উঠিলেন—সহস্ৰ চক্ষে বিগত ঘটনা সকল পুনর্দৃষ্টি করিতে লাগিলেন । জিজ্ঞাসা করিলেন, “প্ৰতাপ কি তোমার জার?” • শৈ। ছিঃ! ছি:! র । তবে কি ? -- শৈ । এক বেঁটায় আমরা দুইটি ফুল, । এক বনমধ্যে কুটিয়াছিলাম-ছিড়িয় જૂ | থক্‌ করিল কেন ? | রমানন্দ স্বামী, অতি দীর্ঘ নিশ্বাস | ত্যাগ করিলেন । র্তাহার অপরিসীম | | বুদ্ধিতে কিছু লুক্কায়িত রহিল না। জি জ্ঞাসা করিলেন, ইতে পলাইল, সে দিনের গঙ্গায় সাতার | i মনে পড়ে ?” শৈ । পড়ে র। কি কি কথা হইয়াছিল ?

শৈবলিনী সংক্ষেপে আনুপূৰ্ব্বিক বলিল । শুনিয়া, রমানন্দ স্বামী মনে মনে । প্রতাপকে অনেক সাধুবাদ করিলেন । জিজ্ঞাসা করিলেন, “ তবে তুমি ফক্টরের সঙ্গে বাস করিলে । কেন ?” শৈ। বাস মাত্র। যদি পুরন্দরপুরে ; গেলে, প্রতাপকে পাই, এই ভরসায় । । র । বাস মাত্র—তবে কি তুমি । সাধী ? r শৈ। প্রতাপকে মনে মনে আত্ম- : সমর্পণ করিয়াছিলাম—এজষ্ঠ আমি সাধৰী । নহি-মহীপাপিষ্ঠ । র। নচেৎ ? শৈ। নচেৎ সম্পূর্ণ সতী । র। ফষ্টর সম্বন্ধে ? শৈ। কায়মনোবাক্যে । রমানন্দ স্বামী খর খর দৃষ্টি করিয়া, হস্ত সঞ্চালন করিয়া, কহিলেন । “সত্য বল।” ।