পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ লঙ্গদর্শণ, ভ12, ১২৮১ 1) জগৎ সেঠেরসঙ্গে জৈনধৰ্ম্মাবলম্বী ওস য়ালগণ বঙ্গদেশে আগমন করেন। এক্ষণে সুবিখ্যাত সেঠ বংশধরেরা জৈন ধৰ্ম্ম ত্যাগ করিয়া বৈষ্ণব ধৰ্ম্ম গ্রহণ করিয়াছেন কিন্তু চন্দ্রশেখর । “ শ্রীশত্রুঞ্জয় মাহাত্ম্যং বক্তি ভক্তি প্রণো দিতঃ বলভ্যাং ত্রীস্বরাষ্ট্রেশ শিলাদিত্যস্য চাগ্রহtৎ ” ইতি শত্রুঞ্জয় মাহাত্ম্যং । সরে—শতে । অয়মব্যয় শব্দঃ । ددد:ن٤%9}نيي ?يcce:G চন্দ্রশেখর। ত্ৰয়শ্চত্বারিংশভম পরিচ্ছেদ । , দরবারে। বুহৎ তাম্বুর মধ্যে, বার দিয়া বাঙ্গালার শেষ রাজা বসিয়াছেন—শেষ রাজt, কেন না, মীর কাসেমের পরে যাহারা বাঙ্গালার নবাব নাম ধারণ করিয়াছি লেন, তাহারা কেহ রাজত্ব করেন নাই । বারদিয়া, মুক্তাপ্রবাল রজত কাঞ্চন শোভিত উচ্চাসনে, নবাব কাসেম আলি খ, মুক্তাহীরকমণ্ডিত হইয়া, শিরোদেশে উষ্ণীষোপরে উজ্জ্বলতম স্বৰ্য্যপ্রভ হীরক থগুরঞ্জিত করিয়া, দরবারে বসিয়াছেন t পার্থে শ্রেণীবদ্ধ হইয়া, ভৃত্যুবৰ্গ, যুক্ত Spr - - - -- - TT. "»- - & の為 তাহাদিগের ওসয়ালগণের সহিত আহার ব্যবহার করিতে আপত্তি নাই। কলিকাতা ও মুরসিদাবাদ ওসয়ালদিগের বাণিজ্য ব্যবসায়ের অাকর স্থান । র্তাহার বঙ্গদেশে কতিপয় জৈনমন্দির নিৰ্ম্মাণ করিয়াছেন, ইহার মধ্যে রায় লছমীপৎ সিংহ বাহাদুরের মন্দির বহুব্যয়ে নিৰ্ম্মিত । এই সকল মন্দিরে ভোজক ব্রাহ্মণগণ পূজারি } রূপে নিযুক্ত আছে। . | শ্রীরামদাস সেন । হস্তে দণ্ডায়মান—অমর্ত্যবর্গ অনুমতি পীইয়া জানুর দ্বারা ভূমি স্পর্শ করিয়া,নীরবে । বসিয়া আছেন । নবাব জিজ্ঞাসা করিলেন, “ বন্দীগণ উপস্থিত ?” মহম্মদ ইরফান বলিলেন, “ সকলেই উপস্থিত ” নবাব, প্রথমে লরেন্স ফঃরকে, আনিতে বলিলেন । লরেন্স ফষ্টর আনীত হইয়া সম্মুখে দণ্ডায়মান হইল। নবাব জিজ্ঞাসা করিলেন, “ তুমি কে?” - লরেন্স ফষ্ট্রর বুঝিয়াছিলেন, যে এবার নিস্তার নাই। এতকালের পর ভাবি

t

| | i i i 히 - - ... • * um লেন, “ এতকাল ইংরেজ নামে কালি |


هجة تتفقت تتنة *

o