পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ミ > 8 চন্দ্রশেখর । (नअन•म छ: ०२०० গোলা বৃষ্টি হইতেছে। চারিদিক ধুমে অন্ধকার—কোথায় যাইব? আপনিই বা কেন এখানে আসিলেন ?” রমানন্দস্বামী বলিলেন, “ চিন্তা নাই, —দেখিতেছ না,কোন দিগে যবন সেনাগণ পলায়ন করিতেছে? যেখানে যুদ্ধারম্ভেই পলায়ন, সেখানে আর রণজয়ের সম্ভাবনা কি? এই ইংরেজ জাতি অতিশয় ভাগাবান—বলবান-এবং কৌশলময় দেখিতেছি—বোধ হয় ইহার এক দিন সমস্ত ভারতবর্ষ অধিকৃত করিবে । চল আমরা পলায়নপরায়ণ যবনদিগের পশ্চাদ্বর্তী হই ।” তিনজনে পলায়নোদ্যত যবন সেনার পশ্চাদগামী হইলেন। অকস্যাৎ দেখিলেন, সম্মুখে এক দল সুসজ্জিত অস্ত্রধারী হিন্দুসেনা—রণমত্ত হইয়াদপিতপদে ইংরেজরণে সন্মুখীন হইতে যাইতেছে । মধ্যে, তাহাদিগের নায়ক, অশ্বারোহণে। সকলেই দেখিয়া চিনিলেন, যে প্রতাপ । চন্দ্রশেখর বলিলেন, “ ওকিও প্রতাপ! এ দুৰ্জ্জয় রণে তুমি কেন? ফের ” “আমি আপনাদিগের সন্ধানেই আসিতেছিলাম। চলুন, নিৰ্ব্বিল্পস্থানে আপনদিগকে রাগিয়া আসি ।” এই বলিয়া প্রতাপ, তিনজনকে নিজ ক্ষুদ্র সেনাদলের মধ্যস্থানে স্থাপিত করিয়া ফিরিয়া চলিলেন । তিনি ঘবনশিবিরের | নির্গমন পথ সকল সবিশেষ অবগত - ছিলেন। অবিলম্বে র্তাহাদিগকে, সমর ক্ষেত্র হইতে দূরে লইয়া গেলেন । গমন কালে চন্দ্রশেখরের নিকট, দরবারে যাহা যাহা ঘটিয়াছিল, তাহা সবিস্তারে গুনি লেন। শুনিয়া জিজ্ঞাসা করিলেন, “এ- | ক্ষণে শৈবলিনী সম্বন্ধে আপনি কি ব্যবস্থা । করিবেন?”. চন্দ্রশেখর বাস্পগদগদ কণ্ঠে বলিলেন, ' “এক্ষণে জানিলাম যে ইনি নিষ্পাপ। যদি ৷ লোকরঞ্জনার্থ কোন প্রায়শ্চিত্ত করিতে । হয়, তবে তাহা করিব। করিয়া, ইহাকে । গৃহে লইব । কিন্তু সুখ আর আমার । কপালে হইবে না।” 3 || ফল দর্শে নাই ? চ । এ পর্য্যন্ত নহে। প্রতাপ, বিমর্ষ হইলেন। র্তাহারও চক্ষে জল আসিল । শৈবলিনী ভাবগুণ্ঠন মধ্য হইতে তাহ দেখিতেছিল—শৈধলিনী একটু সরিয়া গিয়া, হস্তেঙ্গিতের দ্বারা প্রতাপকে ডাকিল—প্রতীপ অশ্ব । হইতে অবতরণ করিয়া, তাহার নিকটে । শৈবলিনী অন্যের অশ্রাব্য । গেলেন । স্বরে প্রতাপকে বলিল, “ আমার এ কটা কথা কাণে কাণে শুনিবে—আমি । দূষণীয় কিছুই বলিব না।” প্রতাপ বিস্থিত হইলেন,—বলিলেন “ তোমার বাতুলতা কি কৃত্রিম?” শৈ । এক্ষণে বটে। আজি প্রাতে | শয্যা হইতে উঠিয়া অবধি সকল কথা । বুঝিতে পারিতেছি। আমি কি সত্য স তাই পাগল হইয়াছিলাম? . প্রতাপের মুখপ্রফুল্প হইল। শৈবলিনী, : কেন, স্বামীর ঔষধে কোন ;