পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* >や 5さ密び* l (বঙ্গদশম ভাঃ ১২৮১ ৷ দ্বিগ্ন হইলেন । চন্দ্রশেখরকে বলিলেন, “তুমি বধূকে লইয়া গৃহে যাও। আমি গঙ্গাস্নানে যাইব৷ আজি সাক্ষাৎ না হয় কালি হইবে।” চন্দ্রশেখর বলিলেন, “ আমি প্রতাপের জন্য অত্যন্ত উদ্বিগ্ন হইতেছি। রমানন্দ স্বামী বলিলেন, “আমি তাহার তত্ত্ব লইয়া যাইতেছি।” এই বলিয় রমানন্দস্বামী, চন্দ্রশেখর ও শৈবলিনীকে বিদায় করিয়া দিয়া, যুদ্ধ ক্ষেত্ৰাভিমুখে চলিলেন । সেই ধূমময়, আহতের আর্গুচীৎকারে ভীষণ, যুদ্ধক্ষেত্রে অগ্নিবৃষ্টির মধ্যে, প্রতাপকে ইতস্ততঃ অন্বেষণ করিতে লাগিলেন । দেখিলেন, কোথাও শবের উপর শব, স্তুপাকৃত হইয়াছে—কেহ মৃত, কেহ অৰ্দ্ধমৃত, কাহারও অঙ্গ ছিন্ন, কাহারও বক্ষ বিদ্ধ, কেহ “জল! জল!” করিয়া, আৰ্ত্তনাদ করিতেছে —কেহ মাতা ভ্রাতা পিতা বন্ধু প্রভৃতির নাম করিয়া ডাকিতেছে। রমানন্দস্বামী সেই সকল শবের মধ্যে প্রতা পের অনুসন্ধান করিলেন, পাইলেন না । দেখিলেন, কত অশ্বারোহী রুধিরাক্ত কলে বরে, আহত অশ্বের পৃষ্ঠে আরোহণ ক রিয়া, অস্ত্ৰ শস্ত্র ফেলিয়া পলাইতেছে, অশ্বপদে কত হতভাগ্য আহত যোদ্ধবর্ণ দলিত হইয়া বিনষ্ট হইতেছে, তাহাদিগের মধ্যে প্রতাপের সন্ধান করি লেন, পাইলেন না । দেখিলেন, কত, পদাতিক, রিক্তহস্তে, উৰ্দ্ধশ্বাসে, রক্তে প্লাবিত হইয় পলাইতেছে, তাহাদিগের Žsomeo AAAAS SASAAAAASA SAASAASSAAAAAAS AAAAA AAASA SAAAAA AAAAMMAAAA SAS SSAS wo - মধ্যে প্রতাপের অনুসন্ধান করিলেন, পাইলেন না । শ্ৰান্ত হইয়া রমানন্দস্বামী এক বৃক্ষমুলে উপবেশন করিলেন। সেই খান দিয়া একজন শিপাহী পলাইতেছিল। ■ * - - 两、 三 - - - - بجيلييجي يلعب مع جيمسجيج রমানন্দস্বামী, তাহাকে জিজ্ঞাসা করিলেন, ; “তোমরা সকলেই পলাইতেছ—তবে ' যুদ্ধ করিল কে?” শিপাহী বলিল, “ কেহ নহে। কেবল এক হিন্দু বড় যুদ্ধ করিয়াছে।” স্বামীজিজ্ঞাসা করিলেন, “সে কোথা? : শিপাহী বলিল,“গড়ের সম্মুখে দেখুন।” এই বলিয়া শিপাহী পলাইল । রমাননাস্বামী গড়ের দিগে গেলেন ; দেখিলেন, যুদ্ধ নাই । কয়েক জন ইংরেজ ও হিন্দুর মৃতদেহ একত্রে স্তুপাকৃত হইয়া পড়িয়া রহিয়াছে। স্বামী, তাহার মধ্যে প্রতাপের অনুসন্ধান করিতে লাগিলেন। পতিত হিন্দুদিগের মধ্যে কেহ গভীর কাতরোক্তি করিল। রমানন্দ স্বামী, তাহাকে টানিয়া বাহির করিলেন। দেখিলেন, সেই প্রতাপ!—আহত মৃতপ্রায়—এখনও জীবিত । রমানন্দস্বামী, জল আনিয়া তাহার মুখে দিলেন। প্রতাপ, তাহাকে চিনিয়া প্ৰণামের জন্য, হস্তোত্তোলন করিতে উদ্যোগ করিলেন, কিন্তু পারিলেন না । স্বামী বলিলেন, “আমি অমনিই আশী বাদ করিতেছি, আরোগ্য লাভ কর।” : বলিলেন, “ আরোগ্য! প্রতাপ কষ্ট্রে o