পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

— S&>br আপনি এই গুপ্ত তত্ত্ব শুনিলেন-আপনি জ্ঞানী, আপনি শাস্ত্ৰদশী--আপনি বলুন আমার পাপের কি প্রায়শ্চিত্ত? আমি কি জগদীশ্বরের কাছে দোষী? যদি দোষ হইয়া থাকে, এ প্রায়শ্চিত্তে কি তাহার মোচন হইবে না ?” . রমানন্দস্বামী বলিলেন, “তাহ! জানি | মা। মানুষের জ্ঞান এখানে অসমর্থ; শাস্ত্রে এখানে মূক । তুমি যে লোকে যাইতেছ, সেই লোকেশ্বর ভিন্ন এ কথার কেহ উত্তর দিতে পরিবে না। তবে, ইহাই বলিতে পারি, ইন্দ্রিয় জয়ে যদি পুণ্য থাকে, তবে অনন্ত স্বর্গ তোমারই । : যদি চিত্তসংযমে পুণ্য থাকে, তবে দেবতারাও তোমার তুল্য পুণ্যবান নহেন। যদি পরোপকারে স্বর্গ থাকে, তবে দধীচির অপেক্ষাও তুমি স্বর্গের অধিকারী। | প্রার্থনা করি, জন্মাস্তরে যেন, তোমারমত | ইন্দ্ৰিয়জয়ী হই ।” 参 রমানন্দস্বামী নীরব হইলেন। ধীরে ধীরে ধীরে, প্রতাপের প্রাণ বিমুক্ত হইল। | তৃণশয্যায়, অনিন্দজ্যোতিঃ স্বর্ণতরু পড়িয়া রহিল । . তবে যাও, প্রতাপ! অনন্ত ধামে। রূপে মোহ নাই, প্রণয়ে পাপ নাই, সেই খানে যাও! যেখানে, রূপ অনন্ত, প্রণয় অনন্ত, সুখ অনন্ত, স্বখে অনন্ত পুণ্য, সেই থামে যাও। যেখানে পরের দুঃখ পরে জানে, পরের ধৰ্ম্ম পরে রাগে, পরের জয় পরে গায়, পরের জন্য পরকে মরিতে চন্দ্রশেখর । এবং ইংরেজ উভয়েই র্তাহার শত্রু । । . পোষাক পর নাই কেন ?” যাও, যেখানে ইন্দ্রিয়জয়ে কষ্ট নাই, পতির নিকটে আনীত হইলেন। সেন - S S S S S S S S S S S SSASAS SS S TTS S S S S S (अण ग'ग, एलt*, २२० > ! इग्न না, সেই মহৈশ্বৰ্য্যময় লোকে যাও! লক্ষ শৈবপনী পদপ্রান্তে পাইলেও, ভাল ! বাসিতে চাহিবে না । পরিশিষ্ট । লরেন্স ফষ্টর, নবাবের তাম্বুর বাহিরে আসিয়া, কি করিবেন, কোথা যাইবেন, { কিছু স্থির করিতে পারিলেন না ; যবন । বিহালের ন্যায় ইতস্ততঃ ভ্রমণ করিতে | লাগিলেন । কতকগুলি ইংরেজ সেনা এক দল যবনকে প্রহার করিয়া তাড়া- o ইতে তাড়াইতে লইয়া যাইতেছিল। ফষ্টর । একজন মৃত যবনের বন্দুক কুড়াইয়াল- ' ইয়া সেই ইংরেজদিগের সঙ্গে মিশিলেন । , কিস্তৃপরিচ্ছদে ধরা পড়িলেন। সেই রেজিমেণ্টের পোষাক, তাছার পর ছিল না । । সার্জেণ্ট জিজ্ঞাসা করিল, “ তুমি কে? | ফষ্টর বলিল, “ আমি লরেন্স ফষ্টর । মুসলমানেরা আমাকে বন্দী করিয়া রাখিয়া ! क्केिठन יין • - *-*. সার্জেণ্ট বলিল, “ দুইজন ইহাকে { সেনাপতির নিকট লইয়া যাও । সেনা । পতির আজ্ঞা আছে, বন্দী কেহ হস্তগত . 蠱 হইলে তাহার নিকটে প্রেরিত হইৰে ” : যুদ্ধাবসানে লরেন্সফষ্টর, ইংরেজ গেম পতি দেখিয়া শুনিয়া বলিলেন, “ জানি : লরেন্সফষ্টর, পলাতক রাজবিদ্রোহী--- - - - --- ; : . o