পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

حجتبی میباییجی | একদল মনুষ্য বলেন, যে এ সংসারে সুখ নাই, বনে চল, ভোগাভোগ সমাপ্ত আর একদল বলেন, সংসার মুখময়, বঞ্চকের বঞ্চনা অগ্রাহ করিয়া, খাও, দাও, ঘুমাও। যাহার, সুখাভিলাষী র্তাহাদিগের মধ্যে নানা মত । কেহ বলেন ধনে সুখ, কেহ বলেন মনে সুখ ; কেহ বলেন ধৰ্ম্মে, কেহ অধৰ্ম্মে; কাহার সুখ কার্য্যে, কাহারও সুখ জ্ঞামে। কিন্তু প্রায় এমন মনুষ্য দেখা যায় না, যে সৌন্দর্ঘ্যে স্বর্থী নহে। তুমি সুন্দরী | স্ত্রীর কামনা কর ; স্বন্দরী কন্যার মুখ | দেখিয়া প্রীত হও; সুন্দর শিশুর প্রতি চাহিয়া বিমুগ্ধ হও, সুন্দরী পুত্রবধুর জন্য দেশ মাথাও কর। সুন্দর ফুল গুলি বাছিয়া শয্যায় রাখ, ঘৰ্ম্মাক্ত ললাটে যে অর্থ উপার্জন করিয়tছ, সুন্দর গুহ নিৰ্ম্মাণ করিয়া, সুন্দর উপকরণে সাজাইতে, সুন্দর সাজিবে বলিয়া, সৰ্ব্বস্ব পণ করিয়া, সুন্দর সজ্জা খুজিয়া বেড়াও,—ঘট বাটী পিতল কাশা ও যাহাতে স্বন্দর হয়, আধাৰম্ভি श्ा শিল্প | আৰ্য্যজাতির সুন্ম শিল্প - করিয়া মুক্তি বা নিৰ্ব্বাণ লাভ কর। তাহা বারিত করিয়া রুনী হও; আপনি । { তাহার সঙ্গে মিশেবটে, কিন্তু পরের স্বর্ণ }; তাহার যত্ন কর। সুন্দর দেখিয়া পার্থী পোষ, সুন্দর বৃক্ষে সুন্দর উদ্যান ब्रेन কর, সুন্দর মুখে স্বন্দর হাসি দেখিবার তিরিক্ত যে সুখ, তাহ সৌন্দর্য্য জনিত ভf: ১২৮১ l { জন্য, সুন্দর কাঞ্চন রত্নে সুন্দরীকে ! সাজাও । সকলেই অহরহ সৌন্দৰ্য্য | তৃষায় পীড়িত, কিন্তু কেহ কখন এ কথা ! মনে করে না বলিয়াই এত বিস্তারে । বলিতেছি । এই সৌন্দর্য তৃষা যে রূপ বলবতী, { সেই রূপ প্রশংসনীয়া এবং পরিপো- ৷ ষনীয়া । মন্থয্যের যত প্রকার সুখ আছে | তন্মধ্যে এই সুখ সৰ্ব্বাপেক্ষ উৎকৃষ্ট, : কেন না, প্রথমতঃ ইহা পবিত্র, নিৰ্ম্মল, ; পাপ সংস্পর্শ শূন্য সৌন্দর্য্যের উপভোগ ! কেবল মানসিক সুখ, ইন্দ্ৰিয়ের সঙ্গে ইহার সংস্পর্শ নাই। সত্য বটে, সুন্দর ৷ বস্তু, অনেক সময়ে ইন্দ্রিয় তৃপ্তির সহিত । সম্বন্ধ বিশিষ্ট; কিন্তু সৌন্দৰ্য্য জনিত সুখ । ইন্দ্রিয় তৃপ্তি হইতে ভিন্ন। রত্নখচিত সুবর্ণ : জলপাত্রে জলপানে তোমার যেরূপ তৃষা ? নিবারণ হইবে, কুগঠন মৃৎপাত্রেও তৃষা ? নিবারণ সেইরূপ হইবে ; স্বর্ণপাত্রে জল । পান করায় যে টুকু অতিরিক্ত সুখ, তাহ সৌন্দৰ্য্যজনিত মানসিক মুখ । আপনার } স্বর্ণপাত্রে জল খাইলে অহঙ্কারজনিত সুখ । পাত্রে জলপান করিয়া তৃষা নিবারণ৮: মাত্র বলিয়া স্বীকার করিতে হইৰে یعه ۹ سه بار عجمار AAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAAA SAASAASAAAS কলিকাতা । ১৯৩০ | டி_.

  • স্বল্প শিল্পের উৎপত্তি ও আর্য জাতির শিল্পচাতুরি, ঐশ্যামাচরণ প্রমাণি প্রণীত

-- ۴۔ ۔_ختتگتحتسٹثتم-ت اسسسسسد