পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)! لا تاج لا ,t3ي ,ةiية و) هة ঐতিহাসিক ভ্ৰম । جيسيبيريميسيسيبيسييجيبجيجيجسد ঐতিহাসিক ভ্ৰম । অনেকের মনে, তিনটি সিদ্ধান্ত বদ্ধমূল আছে। প্রথমটা এই যে বাঙ্গালিরা | কখনও বিদেশ বিজয় করে নাই; দ্বিতীয়ট এই যে, যেদিন বখতিয়ার খিলিজি সপ্তদশ জন অশ্বারোহী সমভিব্যাহারে নবদ্বীপে প্রৱেশ করিলেন, সেই দিনেই সেনবংশের রাজত্ব বিলুপ্ত এবং সমুদায় বাঙ্গালাদেশ মুসলমানদিগের পদানত হইল ; তৃতীয়ট এই যে, মুসলমান ভূপালদিগের সময়ে যে ক্ষমতাপন্ন জমীদারদিগের উল্লেখ দৃষ্ট হয়, তাহার করসংগ্রা হক রাজকৰ্ম্মচারী ছিল মাত্র । আমরা প্রমাণ করিব যে এ তিনটা সিদ্ধান্তই ভ্রম স্ত্রক । কিন্তু প্রমাণ প্রয়োগ করিবার পূর্বে আমাদিগের বলা আবশ্যক হইতেছে যে বাঙ্গালাদেশ ও রাঙ্গলি বলিতে আমরা কি বুঝি । সৰ্ব্ববাদিসৰ্ম্মত কথা কহিবীর ਦੋਂ আমরা মগধ, মিথিলী, উড়িষ্যা ও আসাম এ কয়েকটীকে বাঙ্গালা হইতে পৃথকৃ জ্ঞান করিব । সুতরাং আমাদিগের অবলম্বিত বাঙ্গালার চতুঃসীমা এইরূপ হইতেছে ; উৰ্ত্তরে, সিকিম ও ভোটরাজ্য এবং গারো ও খস পাহাড়; পশ্চিমে, মহানদনদী এবং রাজমহল ও ছোটনাগপুরের পাহাড় ; দক্ষিণে, সুবর্ণরেখানদী ও বঙ্গসাগর; পূৰ্ব্বে, চট্টগ্রাম লুসাই মণিপুর-পাহাড়শ্রেণী ও আসাম 叫歌 প্রদেশ । ঙ্গালা ভাষা প্রচলিত, এবং ইহার অধি বাসীদিগকে আমরা বাঙ্গালি বলি। য- f দিও বাঙ্গালী ভাষা আসামে প্রবেশ করি । য়াছে এবং বাঙ্গালির উড়িষ্যা, অযোধ্যা, ! কাশী প্রভৃতি স্থানে উপনিবেশ সংস্থাপন করিয়াছেন, তথাপি বঙ্গদেশবহিঃস্থ বtঙ্গালির সংখ্যা এত অল্প যে তাঁহা ধৰ্ত্তব্য নহে । বঙ্গদেশের আর্যরাজত্বকালের পুরাবৃত্ত নাই । সুতরাং আমাদিগকে বিদেশীয় লেখক ও প্রাচীন অনুশাসন পত্রের সাহায্য অবলম্বন করিতে হইতেছে । কিন্তু ভাবিয়া দেখিলে, প্রতীতি হইবে যে এ- । গুলি লিখিত দেশীয় ইতিহাস অপেক্ষাও প্রামাণ্য । মহাবংশ, রাজরত্নাকরী ও রাজাবলী এ তিনখানি প্রামাণ্য গ্রন্থে সিংহলের । পূৰ্ব্ববিবরণ সঙ্কলিত হইয়াছে । এই তিনখানিতেই এই মৰ্ম্মের কথা আছে যে বঙ্গদেশে সিংহবাহ মামে এক রাজা ছিলেন ; তাহার জ্যেষ্ঠপুত্র বিজয়সিংহ, প্রজাপীড়ন দোষে নিৰ্ব্বাসিত হইলে, সাত শত সঙ্গী লইয়া অর্ণবপোভ আরোহণ করেন এবং অনেক বিপদ উত্তীর্ণ হইয়া । লঙ্কাদ্বীপে উপস্থিত হন ও তত্রতা অধি- | বামীদিগকে যুদ্ধে জয় করিয়া সেখান কার রাজসিংহাসনে অধিরোহণ করেন ; こ R。 এই চতুঃসীমাবদ্ধস্তানেই বা

|