পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8० প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা । (বঙ্গদর্শন, তাঃ ১২৮৯ ! ছঃখিত হই নাই কমলিনী যখন কালীবাড়ীতে বসিয়া আক্ষেপ করিয়া বলি লেন : — “মা দুর্গে কি আমায় দয়া করবেন? আমি যে মহাপাতকিনী, আমি যে কুলকলঙ্কিনী, মা! আমি যে মা বাপের মনে ব্যথা দিয়ে এসেছি!” তখন আমরা মনে মনে বলিলাম, “ তোমার জন্য দুঃখ | করিব কি ? তুমি মেয়ে ভাল নও, এখন আপনার পাপের ফল আপনি ভোগ কর।” কিন্তু ভৈরবেশ্বরী পূজকের পত্নী মনোরমা নিকটে ছিলেন, তিনি বোধ হয়, আমাদের মত সামাজিক নাটক পড়িয়া পড়িয়া হৃদয় কঠিন করেন নাই, স্বতরাং তিনি সান্থন বাক্যে বলিলেনঃ “ আর কেঁদ না মা চুপ কর, তুমি ত আর আপনার ইচ্ছায় আসনি তবে তোমার দোষকি ? চুপূকর।” কিন্তু কমলিনীর মন ইহাতে প্রবোধ মানিল না; কমলিনী হৃদয়োচ্ছাসে বলিয়া উঠিলেন: “ মা, আমার দোষ নয়, অমন কথা বোল না, আমি যে দিমুর কাছে যাব বলে, ইচ্ছা করেই পালকিতে উঠেছিলাম, | আমার পাপের যে সীমা নাই মা, আঃ | মাগো কোথা রৈলে, এজন্মে আর কি তোমার পা দুখানি দেখতে পাব, মা?” এত দুঃখ দেখিয়া এত আক্ষেপেও আ ! মাদের চক্ষে জল আসিল না । কুলীনকুমারীই হউন আর বংশজ দুহি تقنيه يعبيح _2 SAASA SAASAASSAAAASSSS S S -------- - تنسنستنتلمنستتنت تستتلقتنت تتمتنعة তাই হউন, যিনি এখনকার পবিত্র প্রণয়ের অনুরোধে কুলত্যাগ করেন, তিনি : বিলাতের সিলিংনবেলিষ্টগণের কাছে । স্থখ্যাতি পাইতে পারেন, আমরা তাহার ; প্রশংসা করিব না। আর নাটকের নায়ক দিননাথ আ গামী বর্ষে আইনে পরীক্ষা দিবেন, : র্তাহাকেও দুটা কথা বলি । দিননাথ (স্বগত) । * আমাদের প্র- ; ণয় অপবিত্র নয়—লালসাসস্তৃত অচির- | জাতও নয়, তবে আমি কমলকে কেন । না বিবাহু করিব?” ইত্যাদি দিননাগের এ যুক্তিতে আমরা অনুমত । নহি । আবেগসন্ধুক্ষণ অপরিণত বয়সে | কি কেহ বলিতে পারে, কোন চিত্ত চা- ; ঞ্চল্যটি লালসা সস্তৃত অচিরজাত, আর ' কোনটি স্বার্থসাধন শূন্য? কেহ বলিতে পা । রুক আর নাই পার্ক আমরা বেশ বলিতে { পারি দিননাথ তাহ বলিতে পারেন না। । দিননাথ নিতান্ত অপরিপক, দিননাথ বা- . লক বলিলেই হয়; যে দিননাথ প্রণয়িনী ; বিচ্ছেদে একেবারে জ্ঞান শূন্য হয়েন, { যাহার তরল বুদ্ধি লোপ পায়, বাতুলতা | আক্রমণ করে সে দিননাথ কি আপনার | চিত্তাবেগ পরীক্ষা করিতে পারে? কখ- } নই না। দিননাথ বঙ্গীয় যুবকের আদর্শ ! নহে। কমলিনী কুমারীবর্গের অনুকরণীয়া । নহেন। নাটক খানিতে বিলাতী সত্যত্ন৷ i. প্রবিষ্ট হইয়াছে, নাটকখানি ভাল নহে*}

      • (يم

تتكتئات