পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| | শোভা পাইতেছে। বৃক্ষ এবং চম্পক ও অশোক সকল শ্রেণীবদ্ধ হইয়া আছে। গজদন্ত, স্বর্ণ ও রেীপোর বেদি ও আসন প্রস্তুত রহিয়াছে। দীর্ঘিকা সকল অতি মুন্দর । মহারাজ দশরথ সেই নানাবিধ অন্নপানে ও মঙ্গামূল্য অলঙ্কারে পরিপূর্ণ সুরপুরপ্রতিম ইত্যাদি।--হে (৭) রাজার বুদ্ধাবস্থা প্রাপ্ত হইলেই প্রায় পুলকে রাজ্যভার প্রদান করিয়া, ধৰ্ম্মকামনায় বনপ্রবেশ করিতেন । রাজপুত্রদের অভিষেকের পূর্বাহ্নে অধীনস্থ ক্ষুদ্র রাজাদিগের, রাজ্যস্থ প্রধান প্রধান ব্যক্তির ও ব্রাহ্মণগণের সম্মতি গৃহীত হইত। কিন্তু পিতাপুত্রে, ভ্ৰাতায় ভ্ৰাতায় রাজ্য লইয়া বিবাদ বিসস্বাদের উল্লেখ থাকায়, অকুমান হয় যে ওরূপ সম্মতি গ্রহণ করা কেবল নামে মাত্র এবং ঐ সম্মতির উপর নূতন অভিষেক অল্পই নির্ভর করিত । যাহাহউক ক্ষীণত সত্ত্বেও প্রথাটি প্রশংসনীয় এবং প্রার্থনীয়। নানা কারণে উহার ধ্বংস নী |_ اسسس : { جية বঙ্গ দশম, আশ্বিঃ, ১২৮১ ) বাল্মীকি ও তৎসাময়িক বৃত্তান্ত । কলরব করিতেছে। বাদ্য বাদিত হই ৷ হইলে, সময়ে অনেক সুফল ফলিতে পা তেছে। লতাগৃহ ও চিত্রিত গুহ সকল রিত । - I যাহা প্রতিনিয়ত | যে সমাজ দি নামার রাজশদিগের নিরন্তর । পুষ্প ও ফল প্রদান করিয়া থাকে, এই | পদানত থাকিয়া, তাহাদের ভালমন্দ সময়ে তাহাই মহাসভা রূপে পরিণত । হইয়া এরূপ প্রতাপান্বিত হয়, যে, তাহার : স্বসমৃদ্ধ স্বীয় অন্তঃপুরে প্রবেশ করিয়া ’ । নে) এই অংশ পত্তিত হেমচন্দ্র ভট্টাচাৰ্য্য কর্তৃক অমৃবাদিত। যথায় যথায় উক্ত পণ্ডিত কৃত অনুবাদ গৃহীত হইবে, ভাগের শেষে “হে’চিছু দেওয়া থাকিবে। তথায় তথায় তাহা জ্ঞাপনার্থে অনুবাদ । -- | কল্য হর্য্যোদয় মাত্র স্বস্তিবাচন হইবে। }

  • 8、

বুটনের “বিজ্ঞ” ইতি খ্যাত : সকল বাক্যই অনুমোদন করিয়াছে, প্রতাপে তৃতীয় জর্জ চোখের জলে ভা- ৷ সিয়া হুঃনোসরে যাইয়া শান্তিলাভ করিতে উৎসুক হয়েন । অভিষেকযোগ্য রাজকুমার নিরূপিত হুষ্টলে, অভিষেকের যেরূপ আয়োজন হুইত, তাহ নিয়োদ্ধত অংশ হষ্টতে প্রতীত হইবে । ২৩–“ সুবর্ণ । প্রভৃতির সমৃদয়, পূজার দ্রব্য,সৰ্ব্বৌষধি, | শুক্লমাল্য, লাজ, পৃথক পৃথক পাত্রে মধু ! ও প্রত, দশাযুক্তবস্ত্র, বথ, সমস্ত অস্ত্র, ! চতুরঙ্গ বল, স্বলক্ষণাক্রান্ত হস্তী, চামরদ্বয়, ; ধ্বজদণ্ড,পাণ্ডুবৰ্ণছত্ৰ, শতসংখ্যক হেমময় | অত্যুজ্জল কুস্ত, সুবৰ্ণশুঙ্গসম্পন্ন ঋষভ, অথণ্ড ব্যাঘ্ৰচৰ্ম্ম এবং অন্ত্যান্ত যাহা কিছু আবশ্বক, তৎসমুদায়ই প্রাতে মহারাজার অগ্নিহোত্র গৃহে সংগ্ৰহ করিয়া রাখ ; মালা, চন্দন ও সুগন্ধি ধূপে রাজ প্রসাদ । ও সমস্ত নগরের দ্বারদেশ স্বশোভিত । কর । বহুসংখ্যক ব্রাহ্মণের অভিমত ও । পৰ্য্যাপ্ত হইতে পারে, এরূপ দধি ও ক্ষীরমিশ্ৰিত স্থদৃশ্য ও সুসংস্কৃত অন্নসম্ভার, । স্কৃত, লাজ ও প্রভূত দক্ষিণা প্রভাতে । বিপ্রগণকে সমাদর পূর্বক প্রদান করিও। "অনাস্তুর