পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HHATAAA LALLLACMMATTTT | ( จwสงสุรยุ, ১৯৮১ ) ভারতবর্ষীয় আৰ্য্যজাতির অর্ণ দিম অবস্থা । ه در অবশ্যই ইহা সৰ্ব্ববাদসম্মত বলিয়া পরিগণিত। লেখক বলিতে পারে স্থল | পথে বাণিজ্য সহজ নহে। দ্রব্যাদির আ সার প্রসার অনায়াস সাধ্য ন হইলে বাণিজ্যে লাভ হয় না । এই কারণেই । প্রথমাবধি স্থল পথের বাণিজ্যে লোকের তাদৃশ আস্থা দেখা যায় নাই। অবশেষে যখন সমুদ্র যাত্র (১১) রহিত হইয়া গেল তখন আর্য্যজাতির পতনের উন্মেষ কাল, তৎকালে লোকের প্রতিভা লোপ হইবার উপক্রম । বিশেষতঃ তৎকালে ইহাদিগের গৃহ বিচ্ছেদ আরম্ভ হইয়াছে । যখন অস্বীয়গণের সঙ্গে প্রণয় নাই তথন অপরি, চিত ব্যক্তির সঙ্গে কিরূপে পরিচয় হইতে পারে? সেই অস্তৰ্ব্বিচ্ছেদকালে প্ৰজাগণ প্রাণরক্ষার আশঙ্কায় বন্তিব্যস্ত ছিল এ | রূপ অবস্থায় কি কোন ব্যক্তির স্বদেশামু রাগ প্রবল থাকে ? তখন কেবল আত্ম রক্ষার চিন্তা। স্বতরাং সভূয়সমুখীন রহিত হইল ।

পূৰ্ত্তকাৰ্য্য (public works)

আমাদিগের সভ্যজাতির বলিবেন ভারতবর্ষীয়দিগকে র্তাহারা পূৰ্ত্তকার্যের (১১) সমূদ্র যাত্র স্বীকার কমণ্ডলুবিধারণং দ্বিজানামস বর্ণাসু কন্যাস্থপযমস্তথ। । দেবরেণ স্বতোৎপত্তি ধুপৰ্কে পশোবধঃ । মাংসদানং তথাশ্রাদ্ধে বানপ্রস্থাশ্রম স্তথা । দন্তীয়াশ্চৈব কন্যায়াঃ পুনর্দানং পরস্তচ। দীর্ঘকালং ব্রহ্মচর্য্যং নরমেধাশ্বমেধকে। মহাপ্রস্থান, গমনং গোমেধঞ্চ তথা মখং । ইমান ধৰ্ম্মান্‌কলিযুগে বর্জ্যানাহুৰ্ম্মনীষিণঃ। উদ্বাহ তত্ত্ব স্থত বৃহন্নারদীয় বচন । ফল শিক্ষা দিয়াছেন তাহদের উপ দেশ না পাইলে অথবা আদর্শ না দেখিলে ভারতের আর্য্যগণ কদাচ পূর্বকাৰ্য্য করিতে সমর্থ হইতেন না । বৈদেশিক । পরিব্রাজক! তুমি একবার ভারত পরিভ্রমণ কর । ধৰ্ম্মশাস্ত্র, পুরাণ, ও কাব্য , পাঠ কর অবশু নানা স্থলে পুর্ত কাৰ্য্য দেখিতে পাইবে। যদি তোমার নারদ, মার্কণ্ডেয় মুনি, ভূষণ্ডী কাক অথবা কোন ভারতীয় উপন্যাস বক্তা বৃদ্ধের সহিত সাক্ষাৎ হয় তবে অবশু পূৰ্ত্ত কর্য্যের । অনেক সমাচার পাইবে । নারদ ও । যুধিষ্ঠির সম্বাদেও ওই রূপ কথা বাৰ্ত্ত । দেখা যায় মহাভারত সভাপর্ব দেখ । পাঠক তুমি কাশী চল; জ্ঞানবাপী ও : মণিকণিকা প্রভৃতি তীর্থ দেখ। যদি ! বৃন্দাবন যাও তবে সেখানেও বনরাজী : দেখিয়া পরিতোষ লাভ করিতে পরিবে। । তুমি কি অক্ষয় বটের কথা শুন নাই! । অক্ষয় বটের এত মাহাত্মা কেন । ছায়া- ৷ দান দ্বারা তিনি ক্লান্ত জনগণের শ্রান্তি । অপনয়নপূর্বক স্বস্তি ও শান্তি প্রদান । করেন । পুরুষোত্তম ক্ষেত্র দর্শন কর । " নরেন্দ্রস্তুদ চক্ৰতীর্থ মার্কণ্ডেয়হুদ ইন্দ্রছায় । সরোবর শ্বেত গঙ্গা প্রভৃতি শ্ৰীক্ষেত্রের ; ইন্দ্রস্থায় বাজার পূর্ব কার্য । অক্ষয় বটের কথা শুনিয়াছ সৰ্ব্বস্থানে । তাহার পূজা হয়। । ब्रांमलबडएक कि জিজ্ঞাসাকরিয়াছিলেন, নারদ আসিয়া যুধিষ্ঠিরকে কি কি বিষয়ের