পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

saai se aas مسجي جيبيسيبيسيسيحيجيسجيجع (বঙ্গদর্শণ, কাঃ, ه دs آ د | থাকিস্ রাত্রে সবাই ঘুমাইলে আমি | আসিয়া দ্বারে টােকা মারিব बाश्बिं श्ब्र - ? আমি সম্মত হইলাম। রাত্র দ্বিতীয় প্রহরে দ্বারে ঠকই করিয়া । অল্প শব্দ হইল। আমি জাগ্রত ছিলাম। দ্বিতীয় বস্ত্র মাত্র লইয়া, আমি দ্বারোদ । ঘাটন পুৰ্ব্বক বাহির হইলাম। বুঝিলাম । চাপা , দাড়াইয়া আছে । তাহীর সঙ্গে চলিলাম। এক বার ভাবিলাম না,একবার বুঝিলাম না, যে কি দুষ্কৰ্ম্ম করিতেছি।

... }

i | || 3 পিতা মাতার জন্য মন কাতর হইল বটে, | কিন্তু তখন মনে মনে বিশ্বাস ছিল, যে অল্প দিনের জন্য যাইতেছি । বিবাহের কথা নিবৃত্তি পাইলেই আবার আসিব । রজনীনাম যে কলঙ্কে ডুবিবে, তাহ। একবারও মনে পড়িল ন , আমি চাপার १८ङ्-आभांद्र শ্বশুর বাড়ী?—উপস্থিত হইলে চাপা আমার সদ্যই লোক সঙ্গে দিয়া বিদায় করিল— ।

  • 3. :

| দিল, তাহার সঙ্গে যাওয়ার পক্ষে আমার বিশেষ আপত্তি—কিন্তু চাপা এমনই | তাড়াতাড়ি করিল, যে আমার আপত্তি | | ভাসিয়া গেল। মনে কর কাহাকে আ | . . . . মার সঙ্গে দিল? হীরালালকে { | হীরালালের মন্দ চরিত্রের কর্থ | আমি কিছুই জনিতাম না। সেজন . আপত্তি করি নাই। সে বুপা পুরুষ— i

  • so

পীড়িতকে পীড়ন করিবেন না; তাহীদের বিচিত্ৰ-মনুষ্যের বুদ্ধির অতীত—আমরা । পাছে তাহার স্বামী জানিতে পারে,এভরে বলি-ঈশ্বরের অনন্ত জ্ঞানের কাছে তাহা । ধড় তাড়া তাড়ি করিল—যে লোক সঙ্গে পীড়ন নহে । তখন জানিতাম না લ মরিবে। আমি অন্ধ নিঃসহায় বলিয়া, কেন ? আমি যুবতী—তাহার সঙ্গে কি প্রকারে । এক যাইব ? এই আপত্তি। কিন্তু তখন আমার কথা কে শুনে ? আমি অন্ধ, পথ, অপরিচিত, রাত্রে আসিয়াছি—সুতরাং ! পথে যে সকল শব্দঘটিত চিহ্ন চিনিয়া রাখিয়া আসিয়া থাকি, সে সকল কিছু | শুনিতে পাই নাই—অতএব বিনাসহায়ে বাড়ী ফিরিয়া যাইতে পারিলাম না— । বাড়ী ফিরিয়া গেলেও সেই পাপ বিবাহ! অগত্যা হীরালালের সঙ্গে যাইতে হইল। 1 তখন মনে হইল—আর কেহ অন্ধের সহায় থাক না থাক—আমার উপর দেবতা আছেন তাহারা কখন লবঙ্গ লতার ন্যায়, দয়া আছে, শক্তি আছে, অবশ্য দয়া করিয়া আমাকে রক্ষা করিবেন—নছিলে । দয়। কার জন্য ? তখন জানিতাম না যে ঐশিক নিয়ম | যাহাকে দয়া বলি, ঈশ্বরের অনন্ত জ্ঞানে, उोशी अञ्ची नrइ-अभिब्र बाशcरु नैौफ़्म এই সংসারের অনন্ত চক্র দাদাক্ষিণ । শূন্য, সে চক্র নিয়মিত পথে অনতিকুঞ্জ রেখায় অহরহ চলিতেছে, তাহার দারুণ বেগের পথে যে পড়িবে—অন্ধ হউক, খঞ্জ হউক, আৰ্ত্ত হউক, সেই পিন্ধিয়া অনন্ত সংসার চক্র পথ ছাড়িয়া চল্লিখে |