পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

叛 ৩৬৮ iniussi جیبییابع بيسببميسيسيسيبسسبتسجي আমি উভয়ই স্বীকার করিলাম—তথাপি -- তোমাকে বিবাহ বলিলাম যে “ না, করিব না ’ । - . . " তখন হীরালাল বড় ক্রুদ্ধ হই

  • ...."

। ब | লিল, “ কাশাকে কে বিবাহ করিতে চাহে।” এই বলিয়া নীরব হইল । উভয়ে নীরবে রহিলাম-এইরূপে রাত্রি - কাটিতে লাগিল । তাহার পরে, শেষ রাত্রে, হীরালাল অকস্মাৎ মাঝিদিগকে বলিল, “ এইখামে ভিড়ে ।” মাঝির নৌকা লাগাইল নৌকাতলে ভূমিস্পর্শের শব্দ শুনিলাম। : হীরালাল আমাকে বলিল “ নাম-আসিয়াছি।”—সে আমার হাত ধরিয়া নামী ইল। আমি কুলে দাড়াইলাম । তাহার পরে, শব্দ শুনিলাম, যেন হীরালাল আবার নৌকায় উঠিল। মাঝিদিগকে বলিল “দে নৌকা খুলিয়া দে।” আমি বলিলাম, “সে কি ? আমাকে নামাইয়া দিয়া নৌকা খুলিয়া দাও কেন ?” । * . - হীরালাল বলিল, “ আপনার পথ আপনি দেখ ” মাঝির নৌকা খু | লিতে লাগিল—দাড়ের শস্ব শুনিলাম। ] আমি তখন, কাতর হইয়' বললাম, “তোমার পায়ে পত্ত্বি আমি অন্ধ-যদি এখলপ্তই আমাকে ফেলিয়া যাইবে, তবে কাহারও বাড়ী পর্যন্ত আমাকে রাখিয়া দিয়া যাও। আমি ত এখানে কখনও - - - - ?তুমি অন্ধ ভাৰ্য্যা লইয়া কি করিবে“ | ب. م. م. م - جعبه

হীরালাল বলিল, “আমাকে বিবাহ ।

করিতে সন্মত আছ ?” আমার কান্না আসিল । ক্ষণেক রো- ? দন করিলাম; রাগে হীরালালকে বলি- ; “ তুমি যাও তোমার কাছে কোম । উপকার ও পাইতে নাই—রাত্র প্রভাত । লাম, হইলে তোমার অপেক্ষা দয়ালু শত শত লোকের সাক্ষাৎ পাইব । তাহার অন্ধের প্রতি তোমার অপেক্ষ দয়া করিবে ।” : হী । দেখা পেলে ত? এ যে চড়া ! চারিদিকে জল আমাকে বিবাহ করিবে ? হীরালালের নৌক। তখন কিছু বাহিরে গিয়াছিল। কাজ করে । অনুভব করিতে পারি । মনে মনে অনুভব করিয়া, জলে নামিয়া সেই দিগে ছুটিলাম—ইচ্ছা নৌকা ধরিব। গলা জল অবধি নামিলাম। নৌকা পাইলাম না । জলে । নৌকা ধরিতে গেলে ডুবিয়া মরিব । কাতর হইয়া বলিলাম, “বাৰু | আমার কি উপায় করিবে না? আমাকে কি এইখানে মরিতে হইবে?” : হীরালাল বলিল, “ আমাকে অদ্য ৰি বাহ কর।” কাতরে জিজ্ঞাসা করিলাম, (সঙ্গদর্শম, অঃ ১২৮১ : শ্রবণশক্তি আমার । জীবনাবলম্বন—শ্রবণেই আমার চক্ষের । কেহ কথা কহিলে—কত । দূরে, কোন দিকে কথা কহিতেছে তাহ | হীরালাল কোম | দিক, কতদূরে থাকিয়া কথা কছিল, তাহা । নৌকা আরও বেশী । হীরালাল বলিল, “ বাবুদিগের টাকা -