পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ७१०

রজনী ।

| সার, তাছা নহে। শিমুল গাছে শিমুল ফুলই ফুটিবে তাহ বলিয়া তাহাকে জলার । বলিব না। দুঃখময় জীবনে দুঃখ জাছে রলিয়া তাহাকে অসার বলিব না। কিন্তু | অসার বলি এইজন্য, যে দুঃখই ছঃখের | পরিণাম—তাহার পর আর কিছু নাই । আমার মৰ্ম্মের দুঃখ, আমি এক ভোগ করিলাম, আর কেহ জানিল মা-আর | কেহ বুঝিল না—দুঃখ প্রকাশের ভাষা নাই বলিয় তাহ বলিতে পারিলাম না ; শ্রোতা নাই বলিয়া তাহ শুনাইতে পারি! লাম না—সহৃদয় বোদ্ধা নাই বলিয়াতাহা | বুঝাইতে পারিলাম না । একটি শিমুল বৃক্ষ হইতে সহস্র শিমুল বৃক্ষ হইতে পা| রিবে কিন্তু তোমার দুঃখে আর কয়জনের | দুঃখ হইবে। পরের অন্তঃকরণ মধ্যে পরে প্রবেশ করিতে পারে, এমন কয়জন পর পৃথিবীতে জন্মিয়াছে। পৃথিবীতে কে এমন জন্মিয়াছে, যে অন্ধ পুষ্প নারীর দুঃখ বুঝে ? কে এমন জন্মিয়াছে | যে এ ক্ষুদ্র হৃদয়ে, প্রতি কথায়, প্রতি r শব্দে, প্রতি বর্ণে, কত সুখ দুঃখের তরঙ্গ উঠে, তাহ বুঝিতে পারে? মুখ দুঃখ? ইঁ? মুখও আছে। যখন চৈত্রমাসে, ফুলের | বোঝার সঙ্গে সঙ্গে মৌমাছি ছুটিয়া আমা 鄒 রের হয়" বেশ করিত, তখন সে | শব্দের সঙ্গে আমার কত স্থখ উছলিত,কে বুদ্ধিত? যখন গীতব্যবসায়িনীর অষ্টা | | লিকাহইতে বাদ্যনিষ্কণ, সান্ধ্য সমীরণে কৰ্ণে আসিত,তখন আমার মুখ কে বুৰি } য়াছে ?--যখন বামাচরণের জtধ আধ تشتكته . گفتن= قسمت اص কথা ফুটিয়াছিল—জল বলিতে "ত" ব । লিত, কাপড় বলিতে “খাৰ” বলিত, } রজনী বলিতে “ জুঞ্জি” ৰলিত, তখন, । আমার মনে কত সুখ উছলিত তাহ কে বুঝিয়াছিল? আমার দুঃখই বা কে বুঝিবে? অন্ধের রূপোন্মাদ কে বুঝিবে? ' না দেখায় যে দুঃখ তাহ কে বুঝিবে? ' বুঝিলেও বুঝিতে পারে, কিন্তু দুঃখ যে | কখন প্রকাশ করিতে পারিলাম না, এ দুঃখ কে বুঝিবে ? পৃথিবীতে যে দুঃখের ভাষা নাই,এ দুঃখ কে বুঝিবে ? ছোট মুখে বড় কথা তোমরা ভালবাস না ছোট ভাষায় বড় দুঃখ কি প্রকাশ কয়া যায়? · এমনই দুঃখ, যে আমার যে কি দুঃখ তাহাতে হৃদয় ধ্বংস হইলেও, সকলট আপনি মনে ভাবিয়া আনিতে পারি না। মনুষ্য ভাষাতে তেমন কথা নাই মনুয্যের তেমন চিন্তাশক্তি নাই । দুঃখ ভোগ করি—কিন্তু দুঃখটা বুঝিয়া উঠিতে পারি না । আমার কি দুঃখ ? কি তাহা জানি না, কিন্তু হৃদয় ফাটিয়া যাইতেছে। সৰ্ব্বদা দেখিতে পাইবে যে, তোমার দেহ শীর্ণ হইতেছে, বল অপহৃত হইতেছে, কিন্তু তোমার শারীরিক রোগ কি তাহা জানিতে পারিতেছ না । তেমনি অনেক সময়ে দেখিবে, যে ফুঃখে তোমার বক্ষ বিদীর্ণ হইতেছে, প্রাণ বাহির করিয়া । निंबा, भूछभार्ग आ*ाहेप्ड हैऋ कविः তেছে—কিন্তু কি দুঃখ তাই আপনি | | বুঝিতে পারিতেছ না। আপনি বুধিতে । ঃ ১২৮১ : পারিতেছ না-পরে বুঝিবে কি ? *ા ممام مقتلت تنتشتينات المتسلية