পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ৪২৫ a-ñ m**-* --- ع،.ه-تسمیهن না । এখন আমি কোথায় যাই ?” নানা ছাদে বিনাইয়া পিসী কাদিতে ছেন, কথা কহিতেছেন, আবার কঁাদিতেছেন । কিন্তু ইহার মূল কারণ কেহই কিছু জানিতে পারে না। অবশেষে এক জন বৃদ্ধ বলিল যা হয়েছে, তা ফেরবার নয়, এখন তোমার মধু বেঁচে থাকুক, আশীৰ্ব্বাদ কর । কপালে যা ছিল, হ’ | ল ; কালে কি হবে। শুনলে কবে ? এ দারুণ কথা ব’ল্লে কে, কেমন ক’রেই বা ব’ল্লে ? পিসীম চমকিয়া উঠিলেন। বলিলেন। ষাট ষাট বুড়ীর দাস আমার 1 ত। কেন হবে? ছেলের খপর পাই নাই; তার রেতে স্বপন দেখেছি, তাই বড় ভা বন হয়েছে ।” নরেন্দ্রনাথের মৃত্যু হয় নাই, একথা তখন জানিতে পারিয়া দুইজন অত্যন্ত বিরক্ত হইয়া চলিয়া গেল। পিসী তখন স্বপ্ন বুন্তান্ত বলিতে লাগিলেন । آساس- ذمہم’’ نب! • . :.Yاس سے مبہم- ------------, - কল্পতরু । , কথা আরম্ভ হইল । নরেন আমার | ' পিসীমা বৈ পিসী বলে না, এমন ছেলে কোথায় পাব ? আর কি এমন হবে ? | নরেন তুই এক বার দেখা দে, আবার যাস। প্রাণ না বেরুলে যে মরণ হয় లింK?£)


s ---uم۔۔۔.w

(বঙ্গদর্শম, পেী:১২৮১ । । --- I SSAAAASA SSASAS SSAS SSAS SSAS - নিজের ভাল দেখিলে মন্দ হয় তাহ ! তেই পিসীর এত শোক দুঃখ উপস্থিত হইয়াছিল। রাত্রিশেষে পিসী স্বপ্ন দে । খেন যে মুলুকের ছোট লাট সাহেব মরেছে, তাতে লাটহস্তী ক্ষেপে বেড়ায়। পথে নরেন্দ্রনাথকে দেখিতে পাইয়া, তাহাকে শুড়ের দ্বারা মস্তকে তুলিয়া লইয়া গিয়া লাটসিংহাসনে বসাইয়া দেয়, তাহার পর নরেন্দ্রনাথ মেম বিবাহ করি । য়াছে। তাহাতে পিসী মা বলিলেন | জাত যা’ক তবুও বউ নিয়ে ঘরে এস’ f —নরেন্দ্রনাথ এল না । তখন পিসী নরেন্দ্রনাথের হাতে ধরিয়া”আনিতে চাহি- ! লেন। নরেন্দ্ৰ হাত ছাড়াইয়া লইল। অ- { মলি পিসীর নিদ্রাভঙ্গ । ইহাতেই পিসীর শঙ্কণ, শঙ্কা হইতে ! দুঃখ, দুঃখ হইতে শোক, শোক হইতে | গুণ গুণ স্বরে গৃহকাৰ্য্য সারা, গুণ গুণ । স্বর হইতে পরিশেষে পা ছড়াইয়। চীৎকার ধ্বনিতে কাল্ল ও পাড়ার লোক । জোট । .. অনেক প্রবেধে পিসীমার কান্নার | ইতি হুইল। আমরাও পাঠক বর্গকে বিরাম দিবার জন্ত পরিচ্ছেদের উপসংহার করিলাম।” "ബണ്