পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ا لا عدد ,:fn, cshم arه أ | রজনী ! gomosom-o: পরদিন প্রভাতে, সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন, “ কাহাকে স্বপ্নে দেখিয়াড়িলে?” আমি । কাণ ফুল ওয়ালী । স। কাণ ? আমি । জন্মান্ধ । স। আশ্চর্য! কিন্তু সেই হউক, তাতার অধিক পৃথিবীতে আর কেহ তো মাকে ভাল বাসে না । আমি নীরব হইয়া রছিলাম । t চতুর্থ পরিচ্ছেদ । সেই দিবসেই আমার নিকট রজনীর পিতা রাজচন্দ্র, একটি ভদ্রলোককে সঙ্গে লইয়া আসিল । আমি রাজচন্দ্রকে জিজ্ঞাসা করিলাম, “কি, রাজচন্দ্র সম্বাদ কি ? তোমার কন্যার কোন সম্বাদ পাইয়াছ কি?” রাজচন্দ্র বলিল, “মহাশয়, আমি কিছু বুঝিতে পারিতেছি না । আপনি ইহার সঙ্গে কিছু কথা বার্তা कश्न ; তামি সেই জন্যই ইহাকে লইয়া আসিয়াছি । 'আপনি আমাদিগের মুকবি; আপনার পরামর্শ না লইয়া কোন কাজ করিব না । বিশেষ আমি মূর্থ লোক ।” এই বলিয় রাজচন্দ্র সঙ্গীকে দেখাইয়া দিল। উহাকে ভদ্রলোক দেখিয়া - تستختتنتقل রজনী । SAASA SAAAAS AAASASAAAAASA SAASAASAA AAAA AAAAAS SSAAAAS S ASAAAA বসিতে বলিলাম। তিনি আসন গ্রহণ করিলেন। রাজচন্দ্র বাহিরে গিয়া বসিল । লাম, - “রাজচন্দ্রের সঙ্গে পূৰ্ব্বে কি আপনার আলাপ ছিল ?” তিনি বলিলেন, “ না । আমার নিবাস কলিকাতায় নহে । আমার নাম অমর নাথ ঘোষ, আমার নিবাস শান্তিপুর । আমি লে জন্য রাজচন্দ্রের কাছে আসিয়াছি, তাহা আপনার নিকট জানাইবার জন্য রাজচন্দ্র আমাকে লইয়া আসিয়াছে ।” এই বলিয়৷ অমরনাথ, অামার টেবি- t লের উপরে স্থিত “ সেক্ষপিয়র গেলেরির” পাতা উল্টাইতে লাগিলেন । ততক্ষণ আমি অমরনাথকে দেখিয়৷ লইতে লাগিলাম । অমরনাথ দেখিতে স্বপুরুষ ; গেীরবর্ণ, কিঞ্চিৎ খৰ্ব্ব, স্থলও নহে, শীর্থও নহে; বড়২ চক্ষুঃ, কেশ । বেশ- { ভূষার পারিপাট্যের একটু বাড়াবাড়ি ; ; তাহার ; কথা কহিবার ভঙ্গী অতি মনোহর; কণ্ঠ | অতি সুমধুর। দেখিয়া বুঝিলাম, লোক । গুলি স্বল্প, কুঞ্চিত, যত্নরঞ্জিত । কিন্তু পরিস্কার পরিচ্ছন্ন বটে । অতি সুচতুর। সেক্ষপিয়র গেলেরির পাতা উলটান । শেষ হইলে, অমরনাথ, নিজ প্রয়োজ- ; নের কথা কিছু না বলিয়া, ঐ পুস্তকস্থিত । চিত্র সকলের সমালোচনা আরম্ভ করি লেন। আমাকে বুঝাইয়া দিলেন, যে ! যাহা, বাক্য এবং কার্যদ্বারা চিত্রিত হই । কথোপকথন আরস্তার্থ, জিজ্ঞাসা করি