পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীর পাণিগ্রহণে ইচ্ছুক। আমার এই কথা বলিতে আসা ।” আমি অবাক হইলাম। অমরনাথ বলিতে লাগিলেন, “আমি রাজচন্দ্রের নিকটে এই কথা বলিতেই গিয়াছিলাম । রাজচন্দ্র আপনার অনভিমতে কিছু করিবেন না বলিয় আপনার নিকট অগনি 孤环互1” তান্ধ ফুলওয়ালীর এরূপ বর, আমরা কেহ কখন স্বপ্নেও ভরসা করি নাই । যদি ঘটে, তবে রজনীর বড় সৌভাগ্য তাহার প্রতিবন্ধকতা করা তাকিন্তু গুটি দুই তিন প্রথমতঃ গোপালকে কথা দেওয়া হইয়াছে। ধনাদির লোভে কি বাক্যলঙ্ঘনে পরামর্শ দিব ? দ্বিতীয়তঃ এব্যক্তি অপরিচিত; তৃতীয়ত:—দূর হৌক, তৃতীয়টি ছাড়িয়া দাও । আমার বোধ শ্ৰষ্টল, যখন রাজচন্দ্র আমার উপর ভার দিয়াছে, তখন কিছু বিবেচনা করিয়া কাৰ্য্য করা উচিত । আমি বলিলাম, “এখন রজনীর কোন সন্ধানই নুই । যতদিন না তাহাকে পাওয়া যায়, ততদিন এসকল কথার আন্দোলন বৃথা । এখন এসকল কথা থাক । তাহাকে পাওয়া গেলে, এ বিষয়ে মহাশয়ের সঙ্গে কথা বাৰ্ত্ত হইবে।” বটে। মীর অকৰ্ত্তব্য । কথ। মনে পড়িল । অমরনাথ বলিলেন, “আমার সঙ্গে *প বাৰ্ত্ত হইলেই তহ্যকে পাওয়া যাইবার সম্ভাবনা ।” ബ রজনী । আপনাদিগের भङ হয়, তবে অামি রজ 8& আমার ঘোরতর সন্দেহ উপস্থিত ই ৷ ইল—বলিলাম, “ তবে কি আপনি তা হার কোন সন্ধান জানেন ?” অমর । না । কিন্তু সন্ধান করিতে পারি । আমি । তাছা অমরাও করিতেছি । কই আমরা ত কোন উদ্দেশ পাইতেছি । ন ? অমর। আপনার পাইবেন ল|--কিন্তু ; আমি পল্লীগ্রামে নানা স্থানে যাই । আমি ! অবশ্য সন্ধান পাইব । কথা শুনিয়া আমার বোধ হইল, যে } এ ব্যক্তি নিশ্চিত রজনীর সন্ধান জানে, { কিন্তু বলিতেছে না । আমি তখন | স্থির করিলাম যে ইহার দ্বারা রজনীর } পুনরুদ্দেশ করিব । তাহাকে বলিলাম,

  • ভালই। আপনার স্তায় সুপাত্র কোথায় পাওয়! যাইবে ? আপনি অমুগ্ৰহ করিয়া তাহার সন্ধান করুন। যদি ! সন্ধান পান, তবে আমাদিগকে সম্বাদ দিবেন । তাহাকে পাওয়া গেলে, আপনার সঙ্গে পুনৰ্ব্বর এবিষয়ে কথাবার্তা হইবে।”

অমরনাথ অতি চতুর। বলিলেন, “ তবে বুঝিতেছি, যে তাহকে পাওয়া গেলে পরে, আমার সঙ্গে তাহার বিবাহ হওয়ার প্রতি আপনার আপত্তি নাই ?” আমি বলিলাম, “ রজনী বয়ঃস্থ – } বোধ হয়, তাহাকেও আমাদিগের এক- | বার জিজ্ঞাসা করা আবশ্যক হইবে । مخت---حتـــخـ