পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ළුෆ. রজনী । (৭ঙ্গ পর্শম, পোঃ ১২৮১ 1 । কাছে বাহির করিয়াও লওয়া যায় না। সত্যচুতির দায় হইতে নিস্কৃতি পাই এদিকে গোপালকে বাক্যদন্ত আছি— অমরনাথকে কথা দিতে পারিতেছি ন!— না দিলে রজনীকে পাওয়া যায় না । বিষম সঙ্কটে পড়িয়া গোপালকে ডাকাইলাম । গোপাল আসিল । অমর নাথের সাক্ষাতে, গোপালকে বলিলাম,

  • রজনীকে ত পাওয়া গেল না-এখন কি কৰ্ত্তলা ?”

গোপাল বিরক্তভাবে বলিল, “ কৰ্ত্তব্য আর কি ?” আমি বলিলাম, “ যদি কেহ রীতিমত তাহার অনুসন্ধানে নিযুক্ত হয়, তবে তাহীকে পাওয়া যাইতে পারে।” গোপাল । কে যাইবে ? আমি । তোমার সঙ্গে তাহার বিবাহ হইবে তোমারই যাওয়া কৰ্ত্তব্য । গোপাল পূৰ্ব্ববং বিরক্তির সহিত বলিল, “আমি নাইতে পরিব না ।” আমি । আমরা স্থির করিয়াছি, যে, বে রজনীকে সন্ধান করিয়া লইয়া অ’ । সিবেসে অপাত্ৰ ন হইলে, তাহার সঙ্গেই রজনীর বিবাহ দিব । গোপাল । সেই ভাল । আর কীহাকে বলুন। আমি রজনীকে খুজিয়া আনিতে পারিব ন—তাহাকে বিবাহ করিতে ও চাহি না । আমার পরিবার আছে। এই বলিয়া গোপাল উঠিয়া গেল । অমুরনাথ বfললেন, “ এখন আপনি লেন?” আমি । অতএব আপনি রজনীর সন্ধান করিয়া তাহাকে আনুন । অমর । তাহার পর আপনারা এ বিবাহে অণর কোন আপত্তি করবেন না ? সাত পাঁচ ভাবিয়া, কিছু ইতস্ততঃ করিয়া, পূৰ্ব্বরাত্রের স্বপ্নটি দুই চারিবার স্মরণ করিয়া, বলিলাম, “ আপনি সে বিষয়ে নিশ্চিস্ত থাকুন।” অমরনাথ, সন্দিহান হইয়া ভ্ৰকুঞ্চিত করিল। মনে করিল বুঝি, যে আমার অঙ্গীকার দ্বার্থ। বাহ হউক, আর কিছু বলিতে * রজনীকে সন্ধান করির লইয়া হাসিব, নচেৎ অর আসিব না ।” এই কথা বলিয়৷ চলিয়া গেল । : অমরনপ বাহির হইবামাত্র, আমি “ বাদল” কে ডাকিলাম । বাদল একটি ভদ্র সন্তান-বাদলের দিনে জন্ম বলিয়া, সকলে তাহকে বাদল বলে-কেনি কৰ্ম্ম কাজ করে না—আমাদিগের বাড়ীতে থাকে--বুদ্ধিমান, সচ্চরিত্র, এবং আমার নিতান্ত প্রিয়। বাদল আসিল । আমি বাদলকে বলিলাম, “যে বাবুট এই বাহির হইয়া যাইতেছেন উহাকে দেখিয়াছ ?” বাদল । দেখিয়ছি । আমি। উহার পিছু পিছু যাও। ওযদি গাড়িতে আসিয়া থাকে, তবে আমার | বগি এতক্ষণ তৈয়ার অাছে, তাহ লইয়t { পারিল না । ாண்க