পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i 8\రిని প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা (বঙ্গদর্শন পে) , ১২৮১ । নাই । তিনি অতি ধনাঢ্য, বড় ভদ্রলোক । তাহার একটি পূডাত ভগিনী বাহির হইয়া যাওয়ায়, যোগ্য ঘরে তাহার বিবাহের সম্ভাবনা নাই, বলিয়া তিনি আর বিবাহ করেন নাই। র্তাহাদিগের ফুলে সেই কলঙ্ক হওয়া অবধি তিনি বড় আর দেশে থাকেন না—প্রায় বিদেশে বিদেশেই ফিরেন।” তাহারই দুই একদিন পরে ডাকে এক ! পত্র পাইলাম। পত্র এই । |

    • সবিনয় নিবেদন । আমার পশ্চাতে লোক লাগাইয়াছেন কেন ? আপনি ভদ্রলোক—আমিও তাই। ভদ্রোচিত ব্যবহারেরই প্রত্যাশা করি। শ্ৰীষ্মমর নাথ ঘোষ।” ড|কের মোহর—কলিকাতার আমি মনেই নিতান্ত লজ্জিত হইলাম।

مییابی میگوید: کتابی به اه، به や"g(リ

  • *...] *。 تلت تالي رت عن تقتة 5

". س-- প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা। ভারতে যবন । শ্রী কিরণ চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রণীত । কলিকাতা । “ ভারত মাতার” ন্যায়, এখানি রূপক। ইহাতে ভাল বলিতে পারি, এমত কিছুই দেখিলাম না । বালা-বোধিনী । প্রথম ভাগ । + শ্ৰীমধুসূদন সেন প্রণীত । ঢাকা আমরা এ গ্রস্থের এই রূপ সমালোচনা कब्रिद । देश भीटर्ष छिन ইঞ্চি, প্রস্থে দুই ইঞ্চি । এবং উৰ্দ্ধে ১৫ পৃষ্ঠা । বোধ হয় লিলিপটের আমদানি--গলিবরের পকেটে আসিয়াছিল। গ্রন্থের ভিতরে, মাথা, মুণ্ড, ছাই, ভষ্ম। R:శ్రీ) از امضای نس অল্পবয়স্ক বালক ভূগোলসার । বালিকাদিগের ব্যবহারার্থ শ্ৰী নরেন্দ্রনাথ কোঙর সঙ্কলিত । কলিকাতা । সমালোচনা নিম্প্রয়োজনীয়। { ৩ । পদ্য পাঠাবলী । প্রথম ও দ্বিতীয় ভাগ । শ্রীলোকনাথ গুহ । প্রণীত। কলিকাত নুতন সংস্কৃত যন্ত্র। এই গ্রন্থদ্বয়, সমালোচনার অভিপ্রায়ে । আমাদিগের নিকট প্রেরিত হইয়াছে কি ! না, আমরা ঠিক্‌ জানিতে পারি নাই । যাই; হউক শিশু শিক্ষার্থ প্রণীত গ্রন্থ স । স্বন্ধে সচরাচর আমাদিগের বিশেষ কিছু । বক্তব্য থাকে না ।