পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীঃ, ৯ ২৮১ 1) | بصبيبسجسيسجسيسيسبيعي يمسيسيبييسكيبيدو (# বাঙ্গালার ইতিহাস । ஆகைநஆ 8 &S ক্ষেত্রে সংস্থাপিত হইয়াছিল। অতএব তিনি অন্ততঃ ভারতবর্ষের তৃতীয়াংশের অধীশ্বর ছিলেন। বাঙ্গালিরা গঙ্গাবংশ পরিচয়ে বহুকাল পর্যন্ত উড়িষ্যার অধীশ্বর ছিলেন। যে জাতি মিথিলী, মগধ, কাশী, প্রয়াগ,উৎকালাদি জয় করিয়াছিল, যাহার জয় পতাকা হিমালয়মূলে, যমুনা তটে, উৎকলের সাগরোপকুলে, সিংহলে যবদ্বীপে, এবং বালিদ্বীপে উড়িত, সে জাতি কখন ক্ষুদ্র জাতি ছিল না । তৃতীয়, সপ্তদশ পাঠানকর্তৃক বঙ্গ জয় হইয়াছিল, এ কলঙ্ক মিথ্যা। সপ্তদশ পাঠান কর্তৃক কেবল নবদ্বীপের রাজপুরী বিজিত হইয়াছিল। তৎসঙ্গী সেনাকর্তৃক কেবল মধ্যবঙ্গ বিজিত হইয়াছিল। ইহার পরেও বহুদিন পর্য্যন্ত সেন বংশীয়ের পূৰ্ব্ব ও দক্ষিণ বাঙ্গালীর অধিপতি থাকিয়া স্বাধীনভাবে সপ্তগ্রামে ও সুবর্ণগ্রামে রাজত্ব করিয়াছিলেন। “ পাঠানের ৩৭২ বৎসর রাজত্ব করিয়াছিলেন, তথাপি কোন কালে সমুদায় বাঙ্গালার অধিপতি হয়েন নাই। পশ্চিমে বিষ্ণুপুর ও পঞ্চকোটে তাহাদিগের ক্ষমতা প্রবিষ্ট হয় নাই; দক্ষিণে সুন্দরবনসন্নিহিত প্রদেশে ! স্বাধীন হিন্দু রাজা ছিল ; পূৰ্ব্বে চট্টগ্রাম নোয়াখালী, এবং ত্রিপুরা, আরাকান রাজ ও ত্রিপুরাধিপতির হস্তে ছিল ; এবং উত্তরে কুচবেহার স্বতন্ত্রত রক্ষা করিতেছিল।” সুতরাং পাঠানের যে সময়ে উড়িষ্যা জয় করিতে সক্ষম হইয়াছিলেন, যে সময়ে তাহার ১,৪০,০০০ পদাতিক, - - - দেখাইতে পারিতেন, সে সময়েও বাঙ্গা লির অনেকাংশ তাহাদিগের হস্তগত হয় f নাই।” বাঙ্গালার অধঃপতন একদিনে ঘটে নাই । * চতুর্থ। পরাধীন রাজ্যের যে দুর্দশ ঘটে স্বাধীন পাঠানদিগের রাজ্যে বাঙ্গালার সে দুর্দশা ঘটে নাই। রাজা ভিন্ন জাতীয় হইলেই রাজ্যকে পরাধীন | সে সময়ের } বলিতে পারা যায় না। জমীদারদিগের যেরূপ বর্ণনা দেখিতে পাওয়া যায়, তাহাতে তাহাদিগকেই রাজা বলিয়া বোধ হয় ; তাহার করদ | ছিলেন মাত্র। পরাধীনতার একটি প্রধান ! ফল ইতিহাসেএই}শুনা যায়, যে পরাধীন জাতির মানসিক স্মৃত্তি নিবিয়া যায়। পাঠানশাসন কালে বাঙ্গালির মানসিক দীপ্তি অধিকতর উজ্জল হইয়াছিল। বিদ্যাপতি চণ্ডীদাস বাঙ্গালার শ্রেষ্ঠ কবিদ্বয়, এই সময়েই আবিভূত; এই সময়েই অদ্বিতীয় নৈয়ায়িক, ন্যায় শাস্ত্রের নুতন । স্বষ্টিকৰ্ত্তা, রঘুনাথ শিরোমণি ; এই সময়ে । স্মাৰ্ত্ততিলক রঘুনন্দন ; এই সময়েই চৈতন্য দেব; এই সময়েই রূপসনাতনের অপূৰ্ব্ব গ্রন্থাবলী; এই সময়েই চৈতন্ত দেবের পরগামী অপূৰ্ব্ব বৈষ্ণব সাহিত্য। : পঞ্চদশ ও ষোড়শ খ্ৰীষ্ট শতাব্দীর মধ্যেই ইহাদিগের সকলেরই আর্বিভাব। এই দুই শতাব্দীতে বাঙ্গালির মানসিক জ্যোতিতে । বাঙ্গালীর যেরূপ মুখোজ্জল হইয়াছিল ৪%•••, অশ্বারোহী এবং২•••• কামান { i l | |. 州。 | AAMMMMMMJSAASAASAA AAAS AAAAA MHHHiMJA AMMJAAA AAAA SAAAAASA SAASAASSAAAAAAS Z

  • বাঙ্গালার ইতিহাস ২৯ পৃষ্ঠা।