পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! 8 & 8 ®দেখাবার হারা লয়েছে কাড়িয়ে, তপন—কেন তুমি এলে আলোক জালিয়ে? দেখাবার দ্বারি”* লয়েছে কাঁড়িয়ে, আজ—কেন তুমি এলে আলোকজালিয়ে?= আলোক জালিলে দেখাবে কাহারে এত আড়ম্বর দেখাতে আঁধারে! গৌরব তোমার জগতে কে আর, সমান হীরার করে পরচার, । হঁাসিয়ে ইঁাসিয়ে জ্যোতির কথায়, যতনে অাদরে জ্যোতির লেখায় ? তপন—তোমার আদেশে তোমার শাসনে, ধরিয়ে মাথায় কালের বোঝায় পালে পালে প্রাণী ইতি উতি ধায়; তুমি প্রতিনিধি জগতগুরুর, তুমিহে তপন কাষের ঠাকুর; গৌরবে বসিয়ে প্রতাপে শাসিয়ে, অলস জগত নিয়ত চালাও, প্রাণিকুল তুমি বসিয়ে খাটাও; তোমার শাসনে চকিত নয়নে অলস শয়ন ত্যজে জীবগণ; তোমার কৃপায় জগত ইঁসায় আঁধার অসুখ কোথায় পলায়; হইয়ে দয়াল, তবু জাগাইলে, . আগুন জালিলে, হৃদয় দহিলে, ' निर्यूज़ इकँटन; নিশার শিশিরে ছিলত নিবিয়ে! কালেজ রি-ইউনিয়ন । মোহে—বল আপনার কি আছে তোমার । mundinimeses (www•fn, wr:, >>wy ] মধুময় ☾ মধু* গিয়াছে উপিয়ে, | বঙ্গীয় মধুপ কি লবে খুজিয়ে? কেন তুমি এলে আলোক লইয়ে? আলোক জালিলে দেখাবে কাহারে এত আড়ম্বর দেখাতে আঁধারে! বঙ্গের আঁধার করে প্রকাশন ॥ বঙ্গে অন্ধকার তাই এত মান ঝকমক করে রাজার উদ্যান । তুমি হে—মোহনে ভুলিয়ে দুর্জন গরবে: ভাব সাধুসখা, চিরদিন রবে; সেযে—সুখের কোকিল, সুখের বসন্তে, মনোমত গায় কুমন যোগায়, হিমে শীতে দুখে ছাড়িয়ে পলায় । | ૨ জ্ঞানের জোনাকি এমে লিএ গণ | মিছে ধনী ভাণ, জলে কলযান, ঘড়ি বুট ছড়ি, মোহন ফিটান, কলের বাদন, ধনীর সকলি অপরের ধন ; পরের গৌরব করহে ধারণ, তপন কিরণে জলদে রঞ্জন, ডুবিলে তপন লুকাবে শোভন। তুমিহে—রাজপথধুলি, যেদিকে পবন সেদিকে গমন পবনের সনে পরশ গগন, ছাড়িলে, তোমার ভূতলে পতন ।

  • দ্বারিকানাথ মিত্র ।

SSASAS A SAS SSAS SSAS SSAS

  • মধুসূদব দত্ত ।

تتنت تتحقتتحت