পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o


ஆ ஆ

বঙ্গদশ ন মাঃ, ১২৮১ ) - - --- *: SAAAAAA AAAA AAAA S দাসের ঘোরতর বিবাদ উপস্থিত হইল । মনোহর দাস, পিতামহকে বলিলেন, যে পিতা তাহাকে কোন বিষয়ে সহনাতীত অপমান করিয়াছেন। মনোহর, আমার পিতামহের কাছে যাহ। বলিলেন, তাহাও আমি লিখিতে পারিব না । অপমানের কথা পিতামহকে বলিয়া, মনোহর পিতামহের কার্য্য পরিত্যাগ করিয়া সপরিবারে ভবানীনগর হইতে উঠিয়া গেলেন । পিতামহ, মনোহরকে অনেক অনুনয় বিনয় করিলেন; মনোহর কিছুই শুনিলেন না । উঠিয়া কোন দেশে গিয়া বাস করিলেন, তাহাও কাহাকে জানা! ইলেন না । পিতামহ, আমার পিতার প্রতি যত স্নেহ করুন বা না করুন, মনোহরকে ততোধিক স্নেহ করিতেন। সুতরাং আমার পিতার উপর তাহার ক্রোধ অপরিসীম হইল। পিতামহ অত্যন্ত কটুক্তি করিয়া গালি দিলেন, পিতাও সকল কথ। নিঃশব্দে সহ করিলেন না । ক2কর কথা সবিস্তারে লিথিতে পারি না । পিতা পুত্রের বিবাদের ফর এই দাড়াইল, যে পিতামহ, পুত্রকে গৃহবহিস্কৃত করিয়া দিলেন । পিতাও গৃহত্যাগ করিয়া, শপথ করিলেন, আর কখনও পিতৃভবনে भूर्थ দেখাইবেন না । পিতামহ রাগ করিয়া এক উইল করিলেন । উইলে লিখিত হইল যে বাঞ্ছারাম মিত্রের সম্পত্তিতে তস্য পুত্র রামসদয় মিত্র কখন রজনী । পিতা বাণিজ্যে প্রবৃত্ত হইলেন। লক্ষ্মী অধিকারী হইবেন না। বাছারাম মিত্রের ബ 86 ዊ অবর্তমানে মনোহর দাস, মনোহর দাসের অভাবে মনোহরের উত্তরাধিকারিগণ অধিকারী হইবেন ; তদভাবে রাম সদায়ের পুত্র পৌত্ৰাদি যথাক্রমে, কিন্তু'রামসদয় নহে । পিতা গৃহত্যাগ করিয়া মাতাকে লইয়া কলিকাতায় আসিলেন। মাতার কিছু পিতৃদত্ত অর্থ ছিল । তদবলম্বনে, এবং একজন সজ্জন বণিক্‌ সাহেবের আমুকুল্যে স্থপ্রসন্না হইলেন ; সংসার প্রতিপালনের । জন্য, পিতাকে কোন কষ্ট পাইতে হুইল । न । . যদি কষ্ট পাইতে হইত তাহা হইলে । বোধ হয়, পিতামহ সদয় হইতেন । পু | লের সুখের অবস্থা শুনিয়া, বৃদ্ধের যে স্নেহাবশেষ ছিল, তাহাও নিবিয়া গেল । পুত্র অভিমান প্রযুক্ত, পিতা না ডাকিলে, | আর যাইব না, ইহা স্থির করিয়া, আর ; পিতার কোন সম্বাদ লইলেন না। অভক্তি এবং তাচ্ছল্য বশতঃ পুত্র এরূপ করিতেছে ; বিবেচনা করিয়া পিতামহও তাহাকে আর { ডাকিলেন না । সুতরাং কাহারও রাগ পড়িল না; } উইলও অপরিবর্তিত রহিল। এমত কালে হঠাৎ পিতামহের স্বৰ্গপ্রাপ্তি হইল। পিতা মহা শোকাকুল হইলেন; তাহার পিতার মৃত্যুর পূৰ্ব্বে তাহার সঙ্গে ! সাক্ষাৎ লাভ করিয়া যথা কর্তব্য করেন । নাই, এই দুঃথে অনেকদিন ধরিয়া রোদন করিলেন । তিনি আর ভবানীনগর