পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8やり。 মোড়ে তাহাকে নামাইয়া দিতে হইবে, ইহাই চুক্তি আছে । বাদল অগ্রসর পদব্রজে গিয়া ঐ মোড়ের কাছে দাড়াইয়া রহিল । দুই ঘণ্টা পরে বাবু আসিয়া সেখানে নামিলেন। বাদল, অলক্ষ্য থাকিয় তাহার পশ্চাতে গিয়া, তাহার বাসা দেখিয়া আসিল । পরদিন প্রাতে আমি বাদলকে সঙ্গে করিয়৷ সেই ভবনে গেলাম। প্রথমে রাজচন্দ্র দাসের সঙ্গে দেখা হইল । সে নমস্কার করিল। আমি তাহাকে কুশল জিজ্ঞাসা করিয়া, বলিলাম, “ এখানে কোথা হইতে ?” রাজ। আজ্ঞা এ আমার জামাতার বাড়ী । আমি । তোমার জামাই কে ? রজনীর স্বামী না কি ? রাজ । অণজ্ঞ | * - আমি। তবে রজনীকে পাওয়া গিয়াছে ? রাজ । অভিজ্ঞ । আমি। কোপায় পাওয়া গেল y ভারত মহিমা । রাজ। আমি এইখানে আসিয়াই দেখিলাম । আমি। রজনী পলাইয়া ছিল কেন, ' কিছু শুনিয়াছ ? রাজ। আজ্ঞা, মেয়ে মানুষ, সতীনের । ঘর করিতে চাহে না । আমি । এখন বিবাহ দিয়াছ কাহার ! সঙ্গে ? | রাজা। আজ্ঞা, সেই অমরনাথ বাবুর ' সঙ্গে । আমি । যদি সেই পাত্রে তোমার । কন্ত দেওয়া অভিপ্রায় ছিল, তবে অt- : মাকে জিজ্ঞাসা করিতে গিয়াছিলে কেন ? :

  • ভদ্রতার জন্য ।” r এ উত্তর রাজচন্দ্র দিল না; পশ্চাৎ ' ফিরিয়া দেখি, অমরনাথ । - অমরনাথ আমার হস্তধারণপূৰ্ব্বক ! সাদরে লইয়া গিয়া বসাইলেন । কিন্তু । বোধ হয় উভয়েই জানিতে পারিলাম, যে দুইজনে পরস্পরের পরম শত্রুর সম্মু | খীন হইয়াছি।

-ஐ-ை ভারত মহিমা । ভারতবর্ষের মহিমা নিবিড় তমসাচ্ছন্ন। | ভারতভূমি মানব সমাজের কি কি উপ কার সাধন করিয়াছেন, ভারত সন্তা নেরাও ভাবিয়া দেখেন কি না সন্দেহ । আমরা জানি যে বৰ্ত্তমান সুসভ্য ইউ E-SS_E রোপীয় জাতিগণ যিহুদী দেশ হইতে করিয়াছেন, আমাদিগের মধ্যে কয়জন ধৰ্ম্ম, রোমের নিকট হইতে ব্যবস্থা ও | রাজনীতি, এবং গ্রীশের নিকট হইতে { বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, দর্শন ও শিল্প | প্রাপ্ত হইয়াছেন। কিন্তু ভূমণ্ডলের উন্নতি সম্বন্ধে ভারতবর্ষ কিরূপ সহায়তা | AAAAAA AA LLLAMAAAALLLAAAAALLLAAAAAA