পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(i . د دې د ,:fn, srtم به په 4 ! বৃত্রসংহার। 8ናዊ ঘোর ক্ষিপ্ত প্রচও উন্মাদ যেই জন, ” হেরে স্তব্ধ হয় সেহ, সে নেত্ৰ বদন । দেখিয়া চপলার বড় আনন্দ হইল। চ. পলা তখন সেই মূৰ্ত্তির শোভনোপযোগী মায়াবন স্বষ্টি করিলেন । মোহিনী-মোহকর মহীরুহ-রাজি প্রকাশিল স্থলদর কিসলয়ে সাজি । ধাবিল সমীরণ মলয় স্থগন্ধি ; চুম্বনে ঘন ঘন কুসুম আনন্দি । কঁাপিল ঝরঝর তরুশিরে সাধে, শিহরিত পল্লব মর মর নাদে । হাসিল ফুলকুল মঞ্জুলমঞ্জল, মোদিত মৃদুবাসে উপবন ফুল্ল । কোকিল হরষিল কুহুরবে কুঞ্জ ; শোভিল সরোবরে সরোজিনীপুঞ্জ । নাচিল চিতমূখে ময়ুর কুরঙ্গ ; গুঞ্জরে ঘন ঘন মধুপানে ভৃঙ্গ । স্থলদর শতদল প্রিয়তর আভা— স্থরয অরধ, অরধ শশিশোভা,— শোভিল স্থতরুণ স্থল জল অঙ্গে ;– বিরচিলা হ্রাদিনী মায়াবন রঙ্গে । পরে জয়ন্ত আসিয়া উপস্থিত হইলেন ; মাতা পুত্রে অনেক সস্নেহ এবং সকরুণ কথোপকথন হইল, এবং জয়ন্ত সবিশেষ বৃত্তান্ত শুনিলেন । এদিকে চপল নন্দনতুল্য বনবিকাশ করিয়া আনন্দে ভ্রমণ করিতেছিলেন, এমত সময়ে দূতসহ ভীষণ সেই স্থলে উপস্থিত। তাহারা মতে ন , নান শোভা দেখিয়া বিস্মিত হইল । চ- , পলাকে দেখিতে পাইয় তাহাকে জিজ্ঞাসা تتنت باسم مستشستسلاسيمنتيتقضي করিল। পরে যাহা ঘটিল তাহা গ্রন্থ- । কারের মুখে শুনিতে হইবে— | চপল কহিলা “ কেন, কিসের কারণ ! নৈমিষ অরণ্য দোহে কর অন্বেষণ ? ' ' এই সে নৈমিষ, আমি নিবসি এখানে ; প্রকাশিয়া বল শুনি কি বাসনা প্রাণে ? দিব ইচ্ছা যাহা তব, এ বন আমার— দেখ অরণ্যেরে কৈকু নন্দন আকার । বল আগে, কার দূত পুরুষ কি নারী ? : পার কি চিনিতে, বুঝি আমি যেন পারি। হাতে দেখি পারিজাত, না হবে মানব— হায় রে সে স্বর্গ, যথা অমর বৈভব !” ভাবিল ভীষণ, তবে হবে এই শচী নিবারিতে ক্লেশ মৰ্ত্তে আছে স্বৰ্গ রচি । প্রফুল্ল পরাণে কহে “ ধর এই ফুল— পাছে নাহি মান, চিন্তু আনিয়াছি স্থল । দেবদূত আমি, দেবি, ইন্দ্রের প্রেরিত, | তুমি সুরেশ্বরী শচী ভুবনে বিদিত। । যুদ্ধে জয়, অমরের স্বর্গ অধিকার ; : তিরস্কৃত দৈত্যকুল তাড়িত আবার ; স্বৰ্গ এবে শাস্ত পুনঃ, তাই স্বরপতি পাঠাইলা, লৈতে তোমা আপনুবসতি।” ঈষৎ হাসিয়া তাহে চপল কহিলা, “ আমায়, সন্দেশবহ চিনিতে নারিল । ! পেয়েছ দূতের পদ, শিখ নাহি ভাল— ইন্দ্রের দূতত্বপদ বড়ই জঞ্জাল ! ! শিখাব উত্তম রূপে পাই সে সময়, তুমি দূত, আমি দূতী জানিহ নিশ্চয়। পুরাতনে প্রয়োজন নহিলে কি এত ? নূতনে নুতন জাল, বুঝে না সঙ্কেত ” !