পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৫০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i (, ,. ه د , ,:f:1, astبدو ۹w ) 而\母 পুরস্কার, এসকলের প্রধান উদ্দেশ্য হইট ঃ ১ আত্মরক্ষা ২ সৎপ্রবৃত্তি বদ্ধন। যে ব্যক্তি আমাদিগের অনিষ্টসম্পাদনে নিযুক্ত, সে ব্যক্তি কলের ন্যায় বোধ শূন্য হইলেও আমরা তাহাকে দণ্ড দিতে পারি। এই কারণেই আমরা উন্মত্তদিগকে আবদ্ধ করিয়া রাখা উচিত জ্ঞান করি । সাধারণতঃ লোকের বিশ্বাস এই যে নিন্দা, প্রশংসা, দণ্ড, পুরস্কার দ্বারা সমাজস্থ ব্যক্তিবর্গের সৎপ্রবৃত্তি বৰ্দ্ধিত ও অসৎপ্রবৃত্তি নিবারিত হয়। এ বিশ্বাস সমূলক হইলে, নিন্দ প্রভৃতি দ্বারা মানবচিত্তের অনেক পরিবর্তন ঘটে। স্বীকার করিতে হইতেছে । সুতরাং মনুষ্যকে কাৰ্য্যকারখ শৃঙ্খলে আবদ্ধ বলিতে হইতেছে । মনুষ্য কাৰ্য্যকারণ নিয়মের অধীন,ইহ। পদে২ আমরা অনুমান করি । যখন আ মরা বলি অমুক ব্যক্তি অমুক কার্য্যে প্রবৃত্ত হইতে পারে, অমুক ব্যক্তি পারে না; তখন আমাদিগের মনোগত ভাব কি ? তখন কি আমরা ইহাই ধরিয়া লই না যে প্রত্যেক ব্যক্তির কার্য্যই তাক্তার চরিত্র . ও অবস্থার সমবেত ফল ? হাজার টাকা উৎকোচ পাইলে অর্থলোভী ও ন্যায়পর এ উভয়ের মধ্যে কে কিরূপ কাৰ্য্য করিবে, আমরা কি ভবিষ্যদ্বক্তার ন্যায় বলিয়া দিতে পারি না ? যদি গণনা ঠিক না হয়, তাহা হইলে কি আমরা বুঝি না যে চরিত্র ভাল করিয়া না জানাই - আমাদিগের বিফল হইবার কারণ ? সমাজ বিজ্ঞান । কাৰ্য্যে লোকের বিশেষ স্বাধীনতা অম্বু 8నని আমরা কাৰ্য্য সিদ্ধ করিতে হইলে লোকের প্রকৃতি বুঝিয়া চলি । কাহারও ৷ নিকটে অনুনয় বিনয় করি। কাহারও কাছে তর্জন গর্জন করি। কাহাকে তাহার স্বার্থের কথা বলি। কাহারে ব! ধৰ্ম্মভয় দেখাই । কাহারও যশোলিঙ্গ । প্রজ্জ্বলিত করি, কাহারও আত্মগরিমার বিনোদন করি। এইরূপে আমরা ব্যবহারে দেখাইতেছি যে, লোকের কার্য্য অবস্থা সংযোগে স্বভাবোৎপন্ন ফল, ইহাই আমাদিগের দৃঢ় বিশ্বাস। জৰ্ম্মন দিগকে অনেকে চিন্তামগ্ন বলিয়া বৈষয়িক ব্যাপারে অপারগ জ্ঞান করিত। অনেকে ভাবিত তাহারা দর্শন ও কাব্যরসে চিরদিন ডুবিয়া থাকিবে । কিন্তু পৃথিবীতে কখনও সমরকুশল ও ! মন্ত্ৰণাতৎপর পরাক্রান্ত জাতি বলিয়া গণ্য হইতে পরিবে না। এক্ষণে তাহাদিগের কাৰ্য্য দেখিয়া লোকের এ প্রকার ভ্রাত্তি দূর হইয়াছে। কিন্তু ইহাতে কাৰ্য্য কারণ | নিয়মের ব্যভিচার হইতেছে না। ইহাতে দেখাইতেছে যে পূৰ্ব্বে অনেক লোকে জৰ্ম্মনদিগের প্রকৃতি ভাল করিয়া অবগত | হইতে পারে নাই । মনুষ্যসমাজ যে নিয়মের অধীন তাহার একটি সুন্দর প্রমাণ বর্তমান সময়ে পাওয়া গিয়াছে । ইউরোপ ও আমেরিকাখণ্ডে এক্ষণে অনেক প্রকার ঘটনার বিশেষ বিশেয় তালিকা প্রস্তুত হইয় থাকে। তদৃষ্টে জানা যায় ষ্ট্ৰে, যে সকল