পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৫১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(i د ده د ,:rtه ,ws»fnه সমাজ বিজ্ঞান। &ంచి ! _ ਾ বাদ প্রেরণ করিতেছি। অগ্নিকে প্রথমে লোকে দেবতা বলিয়া ভয় করিত, পরে অগ্নি উৎপাদন করিতে শিখিয়৷ তদার মানব জাতি কত কার্য সাধন করিতে সক্ষম হইয়াছে। অগ্নি অন্ন ব্যঞ্জন পাক করে। অগ্নি শীতকালে তাপ দিয়া থাকে। অগ্নি অন্ধকার হরণ করিয়া মিশাকালে আমাদিগের কত সাহায্য করে। অগ্নি মৃন্ময় পাত্র ও ইষ্টক পুড়াইয়া আমাদিগের কত উপকার করে। অগ্নি জলকে বাষ্প করিয়া কলের নৌকা ও কলের গাড়ী চালায়। আবার দেখ, বায়ুর গতি অবগত হইয়া তৎসাহায্যে মনুষ্য সমুদ্র পথে জাহাজ চালাইতেছে। এইরূপ পদে পদে দৃষ্ট হইবে যে জ্ঞানই নৱজাতির কর্তৃত্বের মূল এবং বাহ জগৎ সম্বন্ধে জ্ঞান বৃদ্ধি না হইলে তাহার উপর কর্তৃত্ব বৃদ্ধির সম্ভাবনা নাই । নৈতিক উন্নতি বিশ্বাসপরিবর্তনসাপেক্ষ। কিন্তু নূতন কিছু না জানিলে লোকের বিশ্বাস পরিবর্তন হয় না । সুতরাং নৈতিক উন্নতিও জ্ঞানোন্নতি সাপেক্ষ । * যদি জ্ঞানোন্নতিই সকল উন্নতির মূল হয়, তাহা হইলে জ্ঞানোন্নতির নিয়মই সামাজিক উন্নতির প্রধান নিয়ম হইবে ; এবং যে সকল কারণে জ্ঞানোন্নতির সাহায্য করে, সেই গুলি সামাজিক উন্নতিরও সহায় হইবে । সুপ্রসিদ্ধ ফরাসি পণ্ডিত অগোস্ত কোমৃত বলেন যে জ্ঞানোন্নতির তিনটি সোপান আছে ১ পৌরাণিক ২ দার্শনিক ৩ বৈজ্ঞানিক ; A SMMMAMAAAA SAS A SAS SSAS ոաաաաաա उांश उऊ नौञ्च ६दख्ठानिक ८गांश्नांटन অবসর পাইত, সেই সেই স্থলে পূৰ্ব্ব তীরে, তুরস্কের ইউফ্রেটিস ও টাইগ্রিস তে পারে? যদি গালিলিও বা নিউটন না | অল্পকালমধ্যে এত হইত কি ন সন্সেছ। : - আর যে বিজ্ঞানের বিষয় যত সরল, উত্তীর্ণ হয়। অদ্যাপি ইহার অতিরিক্ত উচ্চ কথা আর কেহই বলিতে পারেন । নাই, এবং ইহার সাহায্যে কোমৃত ঐতিহাসিক তত্ত্বের অনেক ব্যাখ্যা করিয়াছেন। । “কোমৃতদর্শন ’ নামক প্রবন্ধে একবার r কোমৃতের জ্ঞানোন্নতিবিষয়ক মতের আ । লোচনা করা গিয়াছে ; তজ্জন্য এতৎ স- | স্বন্ধে এস্থলে আর অধিক লিখিত হইল না। ] প্রাচীন কালে প্রাকৃতিক কারণে বোধ । হয় জ্ঞানোন্নতির অনেক সহায়তা করি- | য়াছিল। যে যে স্থলে ভূমির উর্বরতা | গুণে লোকে অন্ন পরিশ্রমে আহার সামগ্ৰী | ংগ্ৰহ করিতে সক্ষম হইয়া জ্ঞানচর্চা জন্য । কালে বহুল পরিমাণে সামাজিক উন্নতি । হইয়াছিল দৃষ্ট হয়। মিসরের নীলনদ নদীর কূলে,ভারতবর্ষে সপ্তসিন্ধু প্রদেশে, হোয়াংহো ও ইয়াং সিকিয়াং নদী বিভূষিত চীনদেশে, প্রাচীন সময়েই সভ্যতার জ্যোতি বিকীর্ণ হইয়াছিল। সময়ে সময়ে কোন কোন মহাপুরুষ ৷ জন্মগ্রহণ করিয়াও জ্ঞানোন্নতির বিশেষ -1; সাহায্য করিয়াছেন। বুদ্ধ বা খৃষ্ট না জন্মিলে লোকের নৈতিক জ্ঞানের বিকাশ | হইতে আরও কতকাল লাগিত,কে বলি- } জন্মিতেন, তাহ হইলে বিজ্ঞানের উন্নতি |