পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৫১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- *न्नकॐ, ক্ষাঃ ১২৮* r) o . বৃত্রসংহার। । বেগে দীপ্ত গিরিকায়, বিদ্যুৎ আবার ধায়, ছড়ায়ে জ্বলন্ত শিখা উল্লাসিত-ভাব ॥ জয়ন্ত তেমতি বলে দানব-যোদ্ধায় দলে, রুদ্রপীড় সহ সুতবর্গে ভীম দাপে। তখন সূর্য্যস্ত দেখিয়া এবং নবতি যোদ্ধা হত দেখিয়া রুদ্রপীড়, বিশ্রামের খিয়া যে কথোপকথন করিলেন, তাহ অতি সুমধুর। প্রভাতে জয়ন্ত মাতৃচরণে প্রণাম করিয়া আশীৰ্ব্বাদ কামনা করিলেন। শচী অন্তরে অমঙ্গল সুচনা দেখিয়া, জয়স্তকে অন্তদেবের স্মরণ করিতে বলিলেন। কিন্তু বীরধৰ্ম্মাশ্রিত জয়ন্ত তাহাতে স্বীকৃত হইলেন না,একাই যুদ্ধে গেলেন। এইসকল বৃত্তান্ত আশ্চৰ্য্য কৌশলের সহিত কথিত হইয়াছে। । অৰ্দ্ধ দিব যুদ্ধ করিয়া জয়ন্ত আরওঁ | নী সছি হৱ ভাৱ, অচল বিজুলি হার বিচ্ছিন্ন হইলে যেন, পড়িল তেমন ! | অত্ৰিকুল ভয়াকুল ছাড়ে ঘোর রাব; | আকাজ প্রকাশ করিলেন। উভয়পক্ষ | রাত্রে বিশ্রাম করিতে লাগিলেন । রাত্রে | শচী ও চপলা বিশ্রামশীল জয়ন্তকে দে- | পাঁচ জন দানব বধ করিলেন। কিন্তু | সেই সময়ে রুদ্রপীড় তাহাকে ঘোরতর রিয়া শূন্তপথে লইয়া চলিল। শিরীষ-কুশ্বমস্তর, যেন বা অবনীপৱ, { পড়িয়া রহিল মহী করিয়া শোভন। } দেখিতে দেখিতে হাতি, । নিমেষে মিশে তেমতি, । ভক্ষেতে অঙ্গার দীপ্ত মিশায় যেমন । ; শচী আসিয়া পুত্রদেহ ক্রোড়ে করিয়া { ন। পড়ে চক্ষের পাত, । যেন ধরাতলে গাথা, । মলিন প্রস্তরমূৰ্ত্তি অৰ্দ্ধ অচেতন । দেখিয়া, রুদ্রপীড়, শচীকে স্পর্শক- { রিতে পারিলেন না। কিন্তু নিকদ্ধর নামে এক পামর অনুচর সঙ্গে ছিল ; শচীহরণজন্ত তাহাকে অনুমতি করিলেন। নিকদ্ধর শচীর কেশ ধরিয়া তুলিল— । হায় মতঙ্গজ যথা, . | ছিড়িয়া মৃণাল-লত, ' } শুণ্ডেতে ঝুলায়ে তুলে শতদল থর; ৷ দানব করেতে তথ, } নিবদ্ধ কুন্তল লতা, o ছলিতে লাগিল শুনে শচীকলেবর : দৈত্যগণ, স্তম্ভিতা শচীকে কেশে ধৰ্ম্ম । স্তপথে লইয়া চলিল। স্বৰ্গদ্বারে । , শংখধ্বনি শুনিয়া, শচীর’ মূৰ্ছ ভঙ্গ : . . . . . . . ' ', 3. * * '" . . . . . . . .