পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৫৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

جيسيسيبيو - یستانسیایایسینی - awج ہم•ہs:, چ*** ( " " -, - জন্য কি আমি তোমার বাড়ীতে আসিয়াছি? তবে ইহা বলিতে পারি, যদি তুমি রজনীকে বিবাহ করিবার অগ্ৰে আমি ঘূণাক্ষরে জানিতে পারিতাম, যে তুমি রজনীকে বিবাহ করবে, তাহা হইলে আমি কখন এ বিবাহ হইতে দিতাম না। এখন বিবাহ হইয়াছে, তুমি নিশ্চিন্ত থাক,আমি ঘর ভাঙ্গিয় রজনীকে কাতর করিব না ।” ! হঠাৎ এক সন্দেহ–এক আহলাদ মনে উদয় হইল—যাহা আগে ভাবিয়াছিলাম, তাই বা ? নহিলে লবঙ্গলতা আসিল কেন ? বলিলাম, “যদি আমার সে সন্দেহ থাকিবে, তবে যত্ন করিয়া তোমাকে লইয়া আসিব কেন ?” - লবঙ্গ আমার অপেক্ষাও ধূর্ত, বলিল, “ তুমি সে জন্ম আমাকে আন নাই। তুমি কেবল ইহাই জানিতে চাও, আমি তোমার সর্বনাশ করিব কি না ?” । আমি বলিলাম, “ যদি তাই-মনে করিয়া আনিয়া থাকি, তাতেই বা ক্ষতি কি?” । . . . ললি। কি বুঝিলে ? ' ' আমি বলিলাম, “তুমি ভাঙ্গিয়া না | বলিলে আমি বুঝি আমার সাধ্য কি?” ললি। কেন না শচীন্দ্রের মত কঁাচা ছেলে পাও নাই। (আমি মনেই একটু शन्नं ਛੋ। বলিল, “আমি কি ঠক! | | স্বামীর নামে স্ত্রীর কাছে ঠকাম করিবার | আমি ভাঙ্গিয়াই বলিব । তুমি আমাদের | . . . . . - - - - - - س--- * f রজনী তাহারপায়ে হাত দিয়ার্কাদিতেছে। । তোমার ভার্য কি বলতেছে! তোমার }; পেক্ষ বয়সে বড় লবঙ্গ বলিতে লাগিল । | কোন অন্তায় অনিষ্ট কর নাই--ছায় { মতেই আমরা বিষয় হারাইয়াছি—এজন্ত | তোমাকে কিছু বলি নাই। রজনীকে বি- | - বাহ করিয়াছ, তাহাতেও কিছু বলিব না --কেননা বিবাহ কিছুতেই ফিরিবে না । । কিন্তু দেখিও—আর কাহারও কোন অনিষ্ট করিতে যদি তোমাকে প্রবৃত্ত দেখিব —তবে আমার যাহা কৰ্ত্তব্য তাহা । করিব। একথাই বলিতে আমি আসি ; য়াছি। এখন রজনীর কাছে চলিলাম। . ইচ্ছা হয়, সঙ্গে এসো। : এই বলিয়া,লবঙ্গলতী হাসিল। তাহার ; হাসির মৰ্ম্ম আমি কিছু কখন বুঝিতে পারি না। লবঙ্গ বিলক্ষণ রাগিয়া উঠি- { য়াছিল—কিন্তু হাসিতে সব রাগ ভাসিয়া । গেল। যেন জলের উপর হইতে মেঘের · ছায়া সরিয়া গেল, তাহার উপর মেঘ- । মুক্ত চন্দ্রের ন্তায় জলিতে লাগিল । , হাসিয়া বলিল, “ তবে আমি রজনীর । । “যাও ” . . ললিত লবঙ্গলত, পরে, আমাকে ডাকিয় পাঠাইল গিয়া । দেখিলাম, লবঙ্গলতা দাড়াইয়া আছে। 1 আমি গেলে লবঙ্গলত বলিল;" শুন;" | হাসিলাম, কেন না, শচীন্দ্র বিমাতার অ