পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৫৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ۰۰هد ,sه ,***=ه . বিষধর । ( &సి, গণের বিষদত্ত কখনও মাপনা হইতো পড়িয়া যায়, বা কোন কারণে ভাঙ্গিয়া যায়। আবার দন্ত উদগত হইবার পূৰ্ব্বে যদি কাহাকে তাদৃশ অবস্থাপন্ন বিষধর দংশন করে, তবে তাহার কোন অনিষ্ট ঘটিবে মা । “তুবড়ী ওয়ালা” দিগের অনুগ্রহে বিষদন্ত হীন বিষধরের অভাব নাই ; তাহাদিগের দ্বারা প্রতারিত হইয়া অনেকে অনেক সময়ে মনে করেন, যে বিষজয়ী হইয়াছি । ইহার একটি উদাহরণ ফেরার সাহেবের গ্রন্থের ১১১ পৃষ্ঠায় পাওয়া যাইবে। উদ্ধৃত করি, আমাদিগের এত স্থান নাই। কিন্তু বিষদস্ত থাকিলেও সকল সময়ে তাহা দংশিতের শরীর মধ্যে রোপিত হয় না; এমনও অনেক সময়ে ঘটিয়াছে যে বিষধর সপ ংশন করিয়া রক্তপাত করিয়াছে, তথাপি বিষ ঢালিতে পারে নাই, বা ঢালে নাই । সে সকল স্থানে মৃত্যুর কোন সম্ভাবনা নাই ; এবং সে সকল স্থানে ঔষধ প্রয়োগ করিলেও রোগী বাচিবে, না করিলেও বঁচিবে । পরীক্ষার দ্বারা নিরূপিত হইয়াছে ষে সর্পবিষ রক্তমধ্যে প্রবেশ করিলেই জীবের জীবন ধ্বংস হইবে, এমত নহে। অতি অল্পপরিমাণে বিষ প্রবেশ করিলে মৃত্যু ঘটে না ; কখনই “ বিষ ধরার” লক্ষণ সকলই, অল্প বিষেও জন্যে বটে, কিন্তু কখন কখন কোন বিকারই দেখা যায় না। সৰ্প কমিশুনরেরা পরীক্ষা | করিয়া দেখিয়াছেন, যে আধগ্রেণ পরি মিত গোকুরার বিষেও ছোটই কুকুরগণ মরিয়াছে, কিন্তু ? গ্রেন বিষে একটি বড় কুকুর বাচিয় ছিল--আর দুইটি, ছোট বড়, মরিল গ্রেন বিযে একটি ছোট | কুকুর মরিল। ২. গ্রেন বিষে একটি ছোট কুকুর মরিল—দুইটি বড় কুকুর বঁচিল । 2 > く ইত্যাদি । বিষধরগণ দংশন কালে কাহাকেও দয়া করিয়া, অল্প বিষ ঢালে না। কিন্তু অনেক সময়ে তাহাদিগের ভাণ্ডার খালি থাকে। যে সর্প পুনঃ২ দংশন করিয়া বিষ ব্যয় করিয়াছে, ব্যয়শেীণ্ডের ন্যায় তাহা ; রও ভাণ্ডার খালি । যে অনেক দিন অনাহারে আছে, বা যে রুগ্ন বা নিস্তেজ, তাহারও বিষভাণ্ডার অপূর্ণ। এরূপ অবস্থাপন্ন বিষধরে দংশন করিলে প্রায়ই অল্পমাত্র বিষ দষ্টের শরীর মধ্যে নিক্ষিপ্ত । হয়। এ সকল স্থলে মৃত্যুর অল্প সম্ভাবনা, এবং যে ভাল হুইবার, সে চিকিৎসা না করিলেও ভাল হইবে। তবে অনেকের উপর ঝাড়ফুক এবং ঔষধ প্রযুক্ত হয়, এবং স্বাভাবিক প্রতিকারের গৌরব মন্ত্র বা বৰ্ত্তে । ' , তৃতীয়তঃ এমত আশ্চৰ্য্য কখনই ঘটি- । য়াছে, যে তেজস্বী বিষধর সম্পূর্ণরূপে बिंब গ্রেনে তিনটি কুকুরই বাচিল। | ঔষধের উপর • ডাক্তারগণ ওজন করা বিষ ত্বকে , ছিদ্র করিয়া পিচকারি দিয়াছিলেন। এমত । নহে যে বিষধরগণ ওজন করিয়া বিষ । ঢালিয়া দংশন কাৰ্য সম্পন্ন করিয়াছিল। । some