পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৫৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাহার १छr w*n, ?$: s२०। * 1) প্রশংসা কর । আমি তোমার ধৰ্ম্মের সহায় ! -: “দেখ আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি থাইতে পাইলে কে চোর হয় ? দেখ, যাহারা বড়ই সাধু, চোরের নামে শিহরিয়াউঠেন, অনেকে চোরের অপেক্ষাও অধাৰ্ম্মিক। র্তাহাদের চুরি করিবার প্রয়ো জন নাই বলিয়া চুরি করেন না। কিন্তু র্ত্যহাদের প্রয়োজনাতীত ধন থকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অধৰ্ম্ম চোরের নহে–চোরে যে চুরি করে, সে অধৰ্ম্ম কৃপণ ধনীর । চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। চোরের দণ্ড হয়; চুরীর মূল যে কৃপণ, তাহার দণ্ড হয় না কেন ? “ দেখ আমি প্রাচীরে প্রাচীরে, মেও মেও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের র্কাটা খানও ফেলিয়া দেয় না । মাছের কাটা, পাতের ভাত, নরদামায় ফেলির দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয় দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কিপ্রকারে জানিবে ! হায়! দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমার মত দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া, লজ্জার কথা সন্দেহ নাই । যে কখন অন্ধকে মুষ্টি ভিক্ষণ দেয় না, সেও একটা বড় রাজা ফাপরে পড়িলে রাত্রে ঘুমায় না—সকলেই পরের ব্যথায়


- ----------- -اس---صك

to _ কমলাকান্তের দপ্তর । QV)億 ব্যথিত হইতে রাজি। তবে ছোটলোকের দুঃখে কাতর! ছি! কে হইবে ? “দেখ যদি অমুক শিরোমণি,কি অমুক ন্যায়ালঙ্কার, আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠেঙ্গ লইয়া মারিতে আসিতে ? বরং । যোড় হাত করিয়া বলিতে, আর একটু কি আনিয়া দিব? তবে আমার বেলা লাঠি কেন ? তুমি বলিবে, তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষ उँशु ক্ষুধা বেশী? তাত নয়—তেল মাথায় তেল (:ण७अ মনুষ্য জাতির রোগ—দরিদ্রের ক্ষুধা কেহ * বুঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন কর —আর যে ক্ষুধার জালায় বিনা আহবানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়৷ তাহার দণ্ড কর,—ছি! ছি! “দেখ আমাদিগের দশা দেখ, দেখ প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রা- ৷ সাদে প্রাসাদে, মেও মেও করিয়া আমরা চারি দিক্ দৃষ্টি করিতেছি—কেহ আমাদিগকে মাছের র্কাটা খান ফেলিয়া দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের । বিড়াল হইতে পারিল—গৃহমার্জর হইয়া, বৃদ্ধের নিকট যুবতীভাৰ্য্যার সহোদর,বংশ জের নিকট কুলীন জামাতা,বা মুখ ধনীর কাছে সতরঞ্চ খেলওয়ারের স্থানীয় হইয়া থাকিতে পারিল—তবেই তাহার পুষ্টি । । তাহার লেজ ফুলে, গায়ে লোম হয়, এবং i