পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৫৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:-ww.T-7 মহিষমৰ্দিনী । ¢X»ዓ বেন। তাহাতে যদি তাহার চুরি করিয়া থাইতে ইচ্ছা না করে,তবে তিনি সচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে তিনদিন উপবাস করিয়া দেখ। তুমি যদি ইতিমধ্যে নশীবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়, তবে আমাকে ঠেঙ্গা ইয়া মারিও, আমি আপত্তি করিব না।” বিজ্ঞলোকের মত এই যে, যখন বিচারে পরাস্ত হইবে, তখন গম্ভীর ভাবে উপদেশ প্রদানারম্ভ করিবে। আমি সেই i প্রথাকুসারে মার্জারকে বলিলাম, যে “এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি এসকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধৰ্ম্মাচরণে মন দাও । তুমি যদি চাহ, তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পার্করের গ্রন্থ দিতে পারি। আর কমলাকাস্তের দপ্তর আর কিছু হউক বা না হউক আফিঙ্গের অসীম মহিমা বুঝিতে পরিবে। এক্ষণে স্বস্থানে গমন কর ; প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় । আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব । অদ্য আর কাহারও ছাড়ি খাইও না; বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও, তবে পুনৰ্ব্বার আসিও, এক সরিষা ভোর আফিঙ্গ দিব ।” o মার্জার বলিল “ আফিঙ্গে বিশেষ প্রয়োজন নাই, তবে স্থাড়ি খাওয়ার : কথা, ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে।” - - মার্জার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে অনিয়াছি, ভাবিয়া কমলাকান্ত পাদ্রির বড় আনন্দ হইল ! ঐকমলাকান্ত চক্রবর্তী । --용 3G-- মহিষমদিনী । X মৃদুল মৃদুল মধুর নিকণে বাজিছে বাজনা শৈলেশভবনে ; নাচিছে নর্তকী, ঢালিয়া সঘনে তান মান লয়ে গীতের ধারা; বিকচ-কমল-মালিকা-রঞ্জিত হাসে গিরিপুর গন্ধে আমোদিত; সকলেরিচিত পুলকে পুরিত, উদিত নগেন্দ্র নয়নতারা । R সিংহপৃষ্ঠে কন্যা মহিষমদিনী, দশভূজা গোরী বিশ্ববিনোদিনী, শরতে উষায় উজলি মেদিনী, উদিত। পাৰ্ব্বতী পৰ্ব্বত ধামে; বেড়ি চারিদিকে করে স্তুতিধ্বনি, গম্ভীর সঙ্গীতে পূরিয়া ধরণী, উল্লাসে বসিয়া, উৎসাহে ভাসিয়া, হৃদয় ভরিয়া, ভকত দামে । । —to: --*:siēi=మ